বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman Khan: জ্যাকি শ্রফের স্ত্রীর সঙ্গে প্রথম কাজ, প্রকাশ্যে এল সলমনের প্রথম বিজ্ঞাপনের ভিডিয়ো

Salman Khan: জ্যাকি শ্রফের স্ত্রীর সঙ্গে প্রথম কাজ, প্রকাশ্যে এল সলমনের প্রথম বিজ্ঞাপনের ভিডিয়ো

ভাইরাল ভাইজানের প্রথম বিজ্ঞাপনের ভিডিয়ো

Salman Khan: একটি সফট ড্রিঙ্ক কোম্পানির জন্য প্রথমবার কোনও বিজ্ঞাপনে কাজ করেছিলেন সলমন। ৪০ বছর আগে এই বিজ্ঞাপনে অভিনয় করেছিলেন সলমন খান। তাঁর সঙ্গে এই বিজ্ঞাপনে জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা শ্রফকে দেখা গিয়েছিল।

একটি সফট ড্রিঙ্ক কোম্পানির জন্য প্রথমবার কোনও বিজ্ঞাপনে কাজ করেছিলেন আজকের ভাইজান। চম্পা কোলার এই বিজ্ঞাপনে আজ থেকে প্রায় ৪০ বছর আগে অভিনয় করেছিলেন সলমন খান। তাঁর সঙ্গে এই বিজ্ঞাপনে জ্যাকি শ্রফের স্ত্রী আয়েশা শ্রফকে দেখা গিয়েছিল। এছাড়া তাঁদের সঙ্গে ছিলেন আরতি গুপ্তা, ভেনেসা ভাজ, সুনীল নিশ্চল, প্রমুখ।

এই বিজ্ঞাপনে দেখা যায় অল্প বয়সী সলমন বন্ধুদের সঙ্গে একটি নৌকোয় করে ট্রিপে যাচ্ছেন। তাঁরা সেখানে গিয়ে সাঁতার কাটেন এবং এই পানীয় খান। এছাড়া তাঁকে তাঁর বন্ধুদের সঙ্গে পোজ দিয়ে ছবি তুলতেও দেখা যায়। তাঁর হাসি মজায় মেতে ওঠেন।

এই বহুদিনের পুরনো ভিডিয়োটিকে ফিরিয়ে দিয়েছে ইনস্টাগ্রামের একটি পেজ বলিউড ডাইরেক্ট। সেখানে ক্যাপশনে লেখা হয়েছে 'সলমনের প্রথম বিজ্ঞাপন। সেই থেকে আজ পর্যন্ত তিনি একই ভাবে আমাদের মনে রাজ করে আসছে। একই সঙ্গে বড়পর্দাও কাঁপাচ্ছেন। এই বিজ্ঞাপনে আয়েশা শ্রফকেও দেখা যাচ্ছে। এই ছবির পরিচালনা করেছেন কৈলাশ সুরেন্দ্রনাথ। এক ভক্ত তাঁর এই পোস্টে কমেন্ট করে লেখেন ' সলমন দারুন গর্জিয়াস ছিলেন। আয়েশাও বড় সুন্দর ছিলেন।'

সলমন একবার জানিয়ে ছিলেন যে তিনি কীভাবে এই বিজ্ঞাপনটি পেয়েছিলেন। তারা শর্মার শোতে গিয়ে ২০১৯ সালে বলেছিলেন ' আমি একদিন সি রক ক্লাবে সাঁতার কাটছি তখন আমি আমার পাশ দিয়ে একজন সুন্দরী মহিলাকে যেতে দেখলাম। তাঁর পরনে লাল রঙের শাড়ি ছিল। আমি তাঁকে ইমপ্রেস করার জন্য জলে ঝাঁপ দিই এবং পুরোটা ডুব সাঁতার কাটি। আমি যখন অন্য পাড়ে গিয়ে উঠলাম তখন তিনি ওখানে ছিলেন না। পরদিনই আমি ফার প্রোডাকশনের থেকে কল পাই। ওঁরা বলেন যে আমায় একটি পানীয়ের বিজ্ঞাপনে অভিনয় করতে হবে। ব্র্যান্ডের নন চম্পা কোলা। আমি তখন ভাবি যে এটা কি করে আমার কাছে এল?'

১৯৮৮ সালে থেকে অভিনয় জীবন শুরু হয় তাঁর। তাঁকে বিবি হো তো অ্যায়সি ছবিতে তাঁকে সাইড রোলে দেখা গিয়েছিল। এরপর তিনি ম্যায়নে পেয়ার কিয়া থেকে শুরু করে, হাম সাথ সাথ হে, করণ অর্জুন, এক থা টাইগার, কিক, বজরঙ্গি ভাইজানz সহ একাগুচ্ছ ছবিতে কাজ করেন।

তাঁকে শেষবার কিসি কা ভাই কিসি কি জান ছবিতে দেখা গিয়েছিল। তবে সঙ্গে এই ছবিতে পূজা হেগড়ে, ভূমিকা চাওলা, পলক তিওয়ারি প্রমুখকে দেখা গিয়েছিল।

বন্ধ করুন