বাংলা নিউজ > বায়োস্কোপ > মাথায় হাত রেখেছিল ‘ভাইজান’, পরপর কাজ পেয়েছেন বলিউডে, অকপট 'বার্থডে বয়' হিমেশ

মাথায় হাত রেখেছিল ‘ভাইজান’, পরপর কাজ পেয়েছেন বলিউডে, অকপট 'বার্থডে বয়' হিমেশ

'ভাইজান' এর হাত রয়েছে হিমেশের মাথায়। (ছবি সৌজন্যে - হিন্দুস্তান টাইমস)

সলমন খান এবং তাঁর পরিবারের সাহায্য ছিল বলেই বলিউডে সাফল্য সহজে ধরা দিয়েছে তাঁর কাছে। পরপর কাজ পেয়ে গেছেন একমাত্র সলমন খানের 'ক্যাম্প'-এর অংশ বলে। নিজের মুখেই একথা জানিয়েছিলেন হিমেশ রেশমিয়া।

৪৮-এ পা দিলেন বলিউডের অন্যতম জনপ্রিয় সুরকার তথা গেজ হিমেশ রেশমিয়া। শুধুই সুরকার কিংবা গায়ক হিসেবে তাঁর পরিচিতি নয়। একইসঙ্গে তাঁর টুপিতে যোগ হয়েছে অভিনেতা,প্রযোজক, রিয়েলিটি শোয়ের বিচারক এর পালক। ১৯৯৮ সালে সলমন খানের হাত ধরেই বলিউড যাত্রা শুরু হয়েছিল হিমেশের। ছবির নাম ছিল 'প্যায়ার কিয়া তো ডরনা ক্যায়া'। বক্স অফিসে সুপারহিট সেই ছবির টাইটেল ট্র্যাক সহ আরও একটি গান তৈরির দায়িত্ব পেয়েছিলেন তিনি। আর পিছনে তাকাতে হয়নি হিমেশকে। এরপর একের পর এক সলমনের ছবিতে গান বাঁধার সুযোগ পেয়েছেন এই হিট সুরকার। সেই তালিকায় রয়েছে,' তেরে নাম','ম্যায়নে প্যায়ার কিঁউ কিয়া', 'বডিগার্ড','কিক' এর মতো সব বক্স অফিস কাঁপানো সব ছবি।

২০১২ সালে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের কেরিয়ার নিয়ে কথা বলা সময় কোনও লুকোছাপা না করে তাঁর সাফল্যের চাবিকাঠি হিসেবে সলমন খান এবং তাঁর পরিবারের 'সাহায্য'-র কথা উল্লেখ করেছিলেন তিনি। বলিউডে কোনও নামি 'ক্যাম্প'-এর সদস্য থাকার কী সুফল সেসব ব্যাপারেও অকপটভাবে জানিয়েছিলেন হিমেশ। ' সলমন এবং তাঁর পরিবারের দৌলতেই আজ আমার এই খ্যাতি। ওঁদের ক্রমাগত সাহায্য পেয়েছি বলে বলিউডে তেমন কোনও স্ট্রাগলই করতে হয়নি আমাকে। পরপর সব কাজের সুযোগ পেয়ে গেছি!',সোজাসাপ্টা জানিয়েছিলেন হিমেশ।

পাশাপাশি আরও জানিয়েছিলেন বলিউডের কোনও নামি ক্যাম্পের অংশ হলে কাজ পাওয়ার রাস্তাটা বড্ড সহজ হয়ে যায় অন্যদের তুলনায়। সেইসব নামি বলি-ব্যক্তিত্বদের বিশ্বাস ও ভালোবাসা অর্জন করতে পারলে কাজের সুযোগ আসবেই। জোর গলায় হিমেশ জানিয়েছিলেন তাঁর থেকেও অনেক বেশি প্রতিভাধর সুরকার এবং গায়ক রয়েছেন। কিন্তু তবু কেন তিনি পরপর কাজ পেয়ে গেলেন? তার কারণ তিনি বলিউডের একটি শক্তিশালী 'ক্যাম্প'-এর অংশ ছিলেন। তবে শুধুই 'দলবাজি' নয়, একইসঙ্গে সেই ব্যক্তির মধ্যে প্রতিভাও থাকতে হবে বৈকি। নইলে সবকিছুই মাটি।

সুরকার হিসেবে সাফল্য পাওয়ার পর ২০০৫ সালে 'আশিকি বনয়া আপনে' ছবিতে সুর দেওয়ার পাশাপাশি গায়ক হিসেবেও আত্মপ্রকাশ করেন হিমেশ। গায়ক হিসেবেই তাঁর ঝুলিতে রয়েছে একাধিক হিট নাম্বার। তবে অভিনেতা হিসেবে মার্কশিটে দারুণ নম্বর তিনি তুলতে পারেননি কখনই।

 

বায়োস্কোপ খবর

Latest News

আন্তর্জাতিক রুটে ডানা মেলতে ৩০টি নতুন A350-900 বিমান কিনছে ভারতের উড়ান সংস্থা ধনু-মকর-কুম্ভ-মীনের শনিবার কেমন কাটবে? জানুন রাশিফল বুমরাহের থেকে পার্পল ক্যাপ দখল হর্ষালের, কমলা টুপির লড়াইয়ে দুইয়ে উঠলেন নারিন রেকর্ড যাত্রী, এসি কামরায় 'টিকিটবিহীনদের ভিড়', বিয়ের সানাইতে কান ঝালাপালা রেলের মাতৃত্বকালীনের সাথে ২ বছরের চাইল্ড কেয়ার ছুটি কি প্রাপ্য মহিলাদের? যা বলল SC মিঠুন-বিতর্কে কুণালের নিশানায় দেব! কল্যান-কাঞ্চনের পর ফের কোন্দল টিএমসি-তে সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শনিবার? জানুন রাশিফল হেরেও দুইয়ে কলকাতা, KKR vs PBKS ম্যাচের পরে IPL 2024-এর পয়েন্ট তালিকা ছক্কার ছড়াছড়ি, ৪ ওপেনারের ৫০, ইডেনের KKR vs PBKS ম্যাচের ৫টি সর্বকালীন রেকর্ড

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.