গ্যালারিতে বসে বক্সিং ম্যাচ দেখছেন সলমন খান। সল্লুর ঠিক পাশে বসে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং তাঁর বান্ধবী জর্জিনা রড্রিগেজ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় এমনই একটি ছবি ছড়িয়ে পড়েছে। ভিভিআইপি আসনে বসেভি ম্যাচ দেখছেন সলমন, আর তাঁর ঠিক পাশেই সুন্দর একটা পোশাক পরে বসে রয়েছেন মডেল, অভিনেত্রী জর্জিনা রড্রিগেজ।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে এই ছবি ও ভিডিয়ো। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ও ভিডিয়ো দেখে কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। এক সলমন অনুরাগী লিখেছেন, সর্বশ্রেষ্ঠ ফুটবলার ও সর্বশ্রেষ্ঠ অভিনেতা। কারোর মন্তব্য সলমনের একটা আলাদাই আকর্ষণ আছে। কেউ বিস্ময় প্রকাশ করে লিখেছেন, সলমন, রোনাল্ডো, জর্জিনা, পরপর একই আসনে! কারোর মন্তব্য , সলমন রোনাল্ডোকে নিশ্চয় চেনেন, অথচ, সলমন কে সেটা রোনাল্ডো জানেন না! কারোর দাবি, সলমনও কিন্তু একই রকম ধনী ও বিখ্যাত।
টুইটারে (বর্তমান X)ও ভাইরাল সলমন খানের বক্সিং ম্যাচ দেখার এই ছবি।
সম্প্রতি সৌদি আরবে গিয়েছিলেন সলমন, রিয়াদে হয়েছিল এই বক্সিং ম্যাচ। প্রতিযোগী ছিলেন ব্রিটিশ বক্সার টাইসন ফিউরি এবং ফ্রেঞ্চ বক্সার ফ্রান্সিস এনগান্নুর। সেখানেই এই বক্সিং ম্যাচ দেখেন সলমন। রবিবার সকলে সলমন মুম্বইতে ফিরেও আসেন। মুম্বইয়ের কালিনার বেসরকারি বিমানবন্দরে দেখা যায় তাঁকে। এই মুহূর্তে সলমন অবশ্য তাঁর জনপ্রিয় ও বিতর্কিত শো Bigg Boss-এর সঞ্চালনা নিয়ে ব্যস্ত। এছাড়াও দীপাবলিতে মুক্তি পেতে চলেছে সলমনের টাইগার-থ্রি।
যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই ছবির সমস্ত ফ্রাঞ্চাইজিই সুপার হিট। এর আগে 'এক থা টাইগার', 'টাইগার জিন্দা হ্যায়'-এর পর এবার আসতে চলেছে টাইগার থ্রি। এই ছবির পরিচালনা করেছেন মণীশ শর্মা। ৯ নভেম্বর থেকে শুরু হবে ছবির অ্যাডভান্স বুকিং।