বক্স অফিসে 'টাইগার থ্রি' হিট। এবার তাই নতুন ছবির প্রস্তুতি শুরু করে দিয়েছেন সলমন খান। এবার সল্লুকে দেখা যাবে ‘দ্য বুল’ ছবিতে। আর এই ছবির প্রস্তুতিতে নিজের ভোল বদলে ফেললেন 'ভাইজান'। সলমনকে তাঁর এই নয়া লুকে দেখে চমকে গিয়েছেন অনুরাগীরাও।
৫ ফেব্রুয়ারি, গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট থেকে সলমনের বেশকিছু ছবি সোশ্যাল মিডিয়ায় উঠে এসেছে। যেখানে কোনও ছবিতে তাঁকে বাবা সেলিম খানের সঙ্গে, আবার কোনওটিতে অন্য আরও অনেকের সঙ্গে দেখা যাচ্ছে। তবে ছবিগুলিতে সলমনের শারীরিক রূপান্তর বেশ স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে। সল্লু যে এই বদলের জন্য এই মুহূর্তে কঠোর শারীরিক পরিশ্রমের মধ্যে দিয়ে যাচ্ছেন, সেকথা বলার অবকাশ থাকে না। নেটপাড়ায় ঘুরে বেড়াচ্ছে সলমনের এই নয়া লুকের ছবি।
আরও পড়ুন-অন্যের বউকে তুলে এনে চুমু খেয়েছিলেন, তারপর থেকেই বেপাত্তা বাংলাদেশের নোবেল! আছেন কোথায়?
আরও পড়ুন-অভিনেতা-রাজনীতিবিদের সঙ্গে পর্নস্টারের তুলনা! গ্রেফতার হওয়ার আশঙ্কায় 'বং গাই' কিরণ দত্ত
জানা যাচ্ছে, বিষ্ণুবর্ধন পরিচালিত 'দ্য বুল' ছবিতে সলমন ব্রিগেডিয়ার ফারুখ বুলসার চরিত্রে অভিনয় করবেন। দেশপ্রেমের প্রেক্ষাপটে তৈরি হবে এই ছবির গল্প। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে, সলমন ছবিতে তাঁর চরিত্রকে তুলে ধরার জন্য কঠোর শারীরিক পরিশ্রম করছেন, নিজের চেহারায় সম্পূর্ণ বদল আনছেন।
ছবি নির্মাতাদের ঘনিষ্ঠ সূত্রে খবর, ছবিতে সলমন বাস্তব জীবনের নায়কের চরিত্রে অভিনয় করবেন। যিনি ১৯৮৮ সালে মলদ্বীপে অপারেশন ক্যাকটাসের নেতৃত্ব দিয়েছিলেন, তাঁর চরিত্রে অভিনয় করবেন সলমন। অপারেশন ক্যাকটাস ভারতীয় সেনাবাহিনীর বীরত্বপূর্ণ মিশনগুলির মধ্যে অন্যতম। যেটি মলদ্বীপের অস্তিত্ব বাঁচিয়েছিল। ১৯৮৮ সালের ৩ নভেম্বর মাত্র কয়েকঘণ্টার অপারেশনে রাষ্ট্রপতি মামুন আবদুল গাইয়ুমের সরকারের কর্তৃত্ব পুনরুদ্ধার করেছিল ভারত। সেই গল্পই উঠে আসবে সলমনের ছবিতে।
'দ্য বুল'-এর প্রযোজনা করবে ধর্ম প্রোডাকশন। প্রসঙ্গত, 'কুছ কুছ হোতা হ্যায়'-এর ২৫ বছর পর আবারও সলমনের সঙ্গে কাজ করতে চলেছেন করণ জোহর। ফেব্রুয়ারিতে শুরু হবে এই ছবির শ্যুটিং।
জানা যাচ্ছে, ব্রিগেডিয়ার ফারুখ বুলসার চরিত্রের জন্য নিয়মিত ৩.৫ ঘণ্টা ধরে শরীরচর্চা করছেন ‘ভাইজান’। পাশাপাশি নিজের ডায়েটেও পরিবর্তন এনেছেন তিনি। ছবির শ্যুটিং ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে অগস্ট পর্যন্ত হবে বলে খবর। ২০২৫-এর ইদে মুক্তি পেতে পারে এই ছবি।