তিনি সুপারস্টার অক্ষয়। অভিনেতা হিসাবে তাঁকে কেইবা না চেনেন! তবে এবার গায়ক হয়ে উঠলেন অক্ষয়। হ্যাঁ, ঠিকই শুনছেন। ভক্তিমূলক মিউজিক ভিডিয়ো 'শম্ভু'র জন্য গানও গাইলেন আক্কি। ৫ ফেব্রুয়ারি, সোমবার মুক্তি পেয়েছে মিউজিক ভিডিয়ো 'শম্ভু'। সেখানেই সুধীর যদুবংশী এবং বিক্রম মনট্রোজের সঙ্গে ভগবান শিবের গান গেয়েছেন অক্ষয়।
'শম্ভু' ও অক্ষয়
পরনে ধূসর ধুতি, গায়ে ধূসর চাদর, মাথার বড়চুল অগোছালো করে বাঁধা, গায়ে প্রতীকী ট্যাটু, কাপালে ত্ৰিপুণ্ড্ৰ তিলক, চোখে কাজল, নাকে দুল, এককথায় যাকে বলে উগ্র, তীক্ষ্ণ শিবের বেশ। এই বেশেই ডমরু বাজাচ্ছেন অক্ষয়। শঙ্খ ও ত্রিশূল নিয়ে মঞ্চে নাচতেও দেখা গেল তাঁকে। আক্কিকে তখন চারপাশ থেকে উৎসাহ দিচ্ছে দর্শকরা। এই গানটির কথা লিখেছেন অভিনব শেখর।
অক্ষয়
নিজের ইনস্টাগ্রামে গানের ভিডিয়ো ক্লিপ শেয়ার করে অক্ষয় লিখেছেন, ‘আমাদের ঐশ্বরিক শ্রদ্ধাঞ্জলি, #Shambhu, আমাদের সকলের অভিজ্ঞতার ফসল!’ এই গানের অংশ হওয়া প্রসঙ্গে অক্ষয় এক বিবৃতিতে বলেন, 'শম্ভু আমার হৃদয়ের এমন এক গভীর জায়গা থেকে এসেছে যা কেবল জয় শ্রী মহাকাল নামেই স্পন্দিত হচ্ছে!'
অক্ষয় আরও আরও বলেন, ‘দীর্ঘকাল ধরে আমি একজন শিবভক্ত। তবে ইদানীং ওঁর সঙ্গে আমার সংযোগ এবং ওঁর প্রতি ভক্তি আরও গভীর হয়েছে। আমি অনুভব করি, যে তিনি শক্তি, তিনি হলেন ভালবাসা, তিনি হলেন সেই সাহায্য যা আমাদের সকলের প্রয়োজন, তিনি ত্রাণকর্তা, তিনি হলেন সেই আত্মসমর্পণ যাঁর কাছে আমরা সবাই আত্মসমর্পণ করতে চাই, তিনিই সব এবং শেষ। এই গানের মাধ্যমে আমি শুধু শিবের অসীম চেতনার একটা বিন্দু তুলে ধরতে পেয়েছি। জয় শ্রী মহাকাল।’
টাইমস মিউজিকের সিইও মন্দার ঠাকুর বলেন, 'অক্ষয় কুমারের সঙ্গে এই ঐশ্বরিক মিউজিক্যাল উদ্যোগে কাজ করতে পেরে আমরা রোমাঞ্চিত। 'শম্ভু' শুধু একটা গান নয়, এটা অডিও ও সিনেমাটিক ভিজ্যুয়ালের এক অসাধারণ মিশ্রণ।'
সিনেমা
এদকে শেষবার OMG2 ছবিতেও শিবের দূত হিসাবে ধরা দিয়েছিলেন অক্ষয় কুমার। আর খুব শীঘ্রই তাঁদের দেখা যাবে 'বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ' ছবিতে। আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবি মুক্তি পাবে ২০২৪-এর ইদে। এই ছবিতে অক্ষয় ছাড়াও রয়েছেন টাইগার শ্রফ, মানুষী চিল্লার, আলিয়া এফ ও সোনাক্ষী সিনহা।