রণবীর কাপুরের 'অ্যানিম্যাল'-এর পাশাপাশি একই সঙ্গে মুক্তি পেয়েছে ভিকির 'স্যাম বাহাদুর'। যেখানে ভারতের প্রথম ফিল্ড মার্শাল স্যাম মানেকশ-র চরিত্রে অভিনয় করেছেন ভিকি। মুক্তির প্রথম দিনই ছবি দেখে অনেকেই ভিকির প্রশংসায় পঞ্চমুখ। কেউ কেউ আবার মনে করছেন, এই ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেতে পারেন ভিকি কৌশল।
ইতিমধ্যেই 'স্যাম বাহাদুর' ছবিটি দেখে ফেলেছেন আসল স্যাম মানেকশ-র মেয়ে মায়া। তিনিও ভিকিতে মুগ্ধ। ছবি দেখে বললেন, এই ছবি তাঁর চোখে জল এনে দিয়েছে। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে মায়া বলেন, ‘যেমনই হোক না কেন দেশকে গর্বিত করার জন্য ওরা ছবিটি তৈরি করেছেন। আমি এরই মধ্যে দুবার ছবিটা দেখে ফেলেছি, আর দু’বারই আমি আমার চোখের জল আটকাতে পারিনি। যখন ছবির দর্শক হিসাবে বলি, তাহলে যখন আমি ছবিটা দেখে হেসেছিল, তখন আর মাত্র দু'সেক্ট বাকি। প্রতিবার দিকে ফিরে যান এবং আপনি হাসছেন তখন ছবিটির শেষ দুই সেকেন্ড। প্রতিবারই এই ছবি আমাকে ছিন্ন-বিচ্ছিন্ন করে রেখে দিয়েছে।'
আরও পড়ুন-বিছানায় ঘনিষ্ঠ, ভাইরাল Animal-এ রণবীর-রশ্মিকার মিলন দৃশ্য
আরও পড়ুন-লাল বেনারসি, গা ভর্তি গয়না, সিঁথিতে রাঙা সিঁদুর, প্রিয়াঙ্কা কি বিয়ে করলেন?
প্রসঙ্গত, স্যাম বাহাদুর ছবিটি ইতিমধ্যেই দর্শক এবং সমালোচকদের কাছ থেকে প্রশংসা কুড়িয়েছে। বিশেষত স্যাম মানেকশের চরিত্রে ভিকি কৌশলের অভিনয় মন দর্শকদের কেড়েছে । উরি-র পর আবারও একবার ভিকির অভিনয় চর্চায় উঠে এসেছে ৷
১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে ভারতীয় সেনাবাহিনীর নেতৃত্বে ছিলেন ফিল্ম মার্শাল জামশেদজি মানেকশ। সে সময় ভারতীয় সেনা লড়েছিল পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে। নেতৃত্বে ছিলেন স্যাম বাহাদুর। ৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে তাঁর সামরিক বিজয়ের কারণেই বাংলাদেশের জন্ম হয়। এখানেই শেষ নয়, ১৯৪৭ সালে ভারত-পাক যুদ্ধ, ১৯৪৮ সালে হায়দরাবাদ সংকটের সময়তেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন স্যাম মানেকশ।
ভারতীয় সেনাবাহিনীতে স্যাম মানেকশাওয়ানের কর্মজীবনের চার দশকে পাঁচটি যুদ্ধে বিস্তৃত। স্যাম মানেকশ-ই প্রথম ভারতীয় সেনা অফিসার যিনি ফিল্ড মার্শাল পদে উন্নীত হন।