সমীর ওয়াংখেড়ে এখন বেশ পরিচিত একটি নাম। ২০২১ সালে মাদক মামলায় যখন শাহরুখ পুত্র আরিয়ান খানকে গ্রেফতার করা হয় তখন সেই দলের নেতা ছিলেন সমীর। পরে জানা গিয়েছে যে তিনি নাকি কিং খানের থেকে টাকা দাবি করেছিলেন আরিয়ানের মুক্তির জন্য। এবার শাহরুখ খানের সঙ্গে তাঁর সেই কথোপকথন নিয়ে মুখ খুললেন নারকোটিক্স বিভাগের প্রাক্তন অফিসার সমীর ওয়াংখেড়ে।
শাহরুখের সঙ্গে কথা নিয়ে কী জানিয়েছেন সমীর?
লাল্লানটপকে দেওয়া একটি সাক্ষাৎকারে সম্প্রতি সমীর ওয়াংখেড়ে জানিয়েছেন যে তাঁর জীবনের এটা সব থেকে ছোট একটা কেস। একই সঙ্গে জানিয়েছেন তিনি জানতেন না যে শাহরুখের এতটা জনপ্রিয়তা আছে। সমীর ওয়াংখেড়ের দাবি, তিনি জীবনে যা যা করেছেন তার জন্য তাঁর কোনও আফসোস নেই। শুধু তাই নয়, তিনি একই সঙ্গে জানিয়েছেন যে যদি কখনও তিনি আবার তাঁর আগের পদ ফিরে পান যাতে তিনি আসীন ছিলেন আরিয়ান খানের কেসের সময় তাহলে তিনি আবার আগের মতোই কাজ করবেন। যদিও বর্তমানে তাঁর বিরুদ্ধে শাহরুখের থেকে ঘুষ চাওয়ার অভিযোগ উঠেছে এবং সেই বিষয়ে তদন্ত চলছে।
আরও পড়ুন: জল্পনায় সিলমোহর, বাবা-মা হতে চলেছেন দীপিকা রণবীর, কবে আসছে প্রথম সন্তান?
আরও পড়ুন: ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে হার মানলেন মিস ইন্ডিয়া ত্রিপুরা ২০১৭, না ফেরার দেশে রিঙ্কি চকমা
তার মানে কি এই কথার মাধ্যমে তিনি শাহরুখকে হুমকি দিলেন? উত্তরে সমীর জানান, 'না না, আমি একজন সাধারণ মানুষ। কাউকে হুমকি দেওয়ার আমি কে? আপনি যে মানুষটার কথা বলছেন তাঁর ছবি পর্যন্ত আমি দেখি না। নামও জানি না।'
এরপর যখন তাঁকে পুনরায় জিজ্ঞেস করা হয় যে কেবল ভারত নয় গোটা পৃথিবীর অন্যতম বিখ্যাত এবং জনপ্রিয় অভিনেতা হলেন শাহরুখ খান। তাঁর সেই জনপ্রিয়তার কথা সমীর ওয়াংখেড়ে কি সত্যিই জানেন না তখন তিনি সাফ সাফ জানিয়ে দেন তাঁর কাছে বাস্তবের হিরোরা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপর তিনি নাম করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ছত্রপতি শিবাজীর।
শাহরুখের অনুনয় বিনয় নিয়ে কী বলেছেন সমীর?
কিছুদিন আগে ভাইরাল হয়েছিল শাহরুখের একটি মেসেজ যা তিনি সমীর ওয়াংখেড়েকে পাঠিয়েছিলেন। কিং খান তাতে লিখেছিলেন 'বাবা হিসেবে অনুরোধ করছি, ওকে জেলে পাঠিও না।' সেই প্রসঙ্গ উঠতে সমীর জানান 'আমি ওই মানুষটাকে নিয়ে কথাই বলতে চাই না। তবে যখন অভিযুক্তদের বাবা মা এভাবে আমায় বলেন, অনুরোধ করেন তখন খারাপ লাগে।'