সকাল সকাল খুশির খবর ভাগ করে নিলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। কিছুদিন আগেই শোনা গিয়েছিল যে মা হতে চলেছেন অভিনেত্রী। এবার সেই জল্পনায় তাঁরা সিলমোহর দিলেন। আনুষ্ঠানিক ঘোষণা করে জানালেন তাঁদের প্রথম সন্তান আসছে। ২০২৪ এর সেপ্টেম্বরেই জন্মগ্রহণ করবে দীপিকা রণবীরের সন্তান।
দীপিকা-রণবীরের সন্তান আসছে
বৃহস্পতিবার ২৯ ফেব্রুয়ারি সন্তান আসার খবরে সিলমোহর দিলেন রণবীর সিং এবং দীপিকা পাড়ুকোন। তাঁরা এদিন একটি ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে। সেখানে বাচ্চাদের জুতো, জামার সঙ্গে মাথার টুপি, বেলুন, ইত্যাদি দেখা যাচ্ছে। মাঝখানে দেওয়া সন্তান আসার সময়। অর্থাৎ সেপ্টেম্বর, ২০২৪। এই ছবিটি পোস্ট করে দীপিকা কেবল প্রণামের ইমোজি পোস্ট করেছেন।
কে কী বলছেন?
দীপিকা পাড়ুকোন এদিন সুখবর পোস্ট করতে দেরি আছে, শুভেচ্ছা বার্তায় কমেন্ট বক্স ভরতে দেরি হয়নি। আয়ুষ্মান খুরানা, দর্শনা বণিক সহ একাধিক তারকারা ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংকে। শ্রেয়া ঘোষাল লেখেন, 'ও বাবা। দারুণ খুশির খবর। খুব খুশি তোমাদের জন্য।' সদ্য বিবাহিতা রকুলপ্রীত সিং লেখেন, 'দারুণ খুশির খবর।' তাঁদের এক ভক্ত লেখেন, 'আমি আনন্দে রীতিমত চিৎকার করছি। উফ কী যে আনন্দ হচ্ছে।' আরেকজন লেখেন, 'অবশেষে সেই দুর্দান্ত খবর। ভীষণ খুশি আপনাদের জন্য। ভালো থাকুন।' তৃতীয় ব্যক্তি লেখেন, 'আপনি জানি আপনি একজন দুর্দান্ত মা হবেন। খুব ভালো থাকুন আপনারা তিনজন।'
দীপিকা রণবীর প্রসঙ্গে
দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং ২০১৮ সালে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তার আগে দীর্ঘ ৬ বছর চুটিয়ে প্রেম করেছেন। তারপর পরিবারের উপস্থিতিতে বিয়ে করেন তাঁরা। গত বছর কফি উইথ করণ শোতে এসে তাঁদের বিয়ের ভিডিয়ো প্রকাশ্যে আনেন। এবার বিয়ের ৬ বছর পর তাঁরা প্রথমবার বাবা মা হতে চলেছেন।
আরও পড়ুন: বউ ডোনার কোলে ছোট্ট সৌরভ! দাদাগিরি ১০ এ এমন অবাস্তব ঘটনা ঘটল কীভাবে?
দীপিকার মা হওয়ার গুঞ্জন
২৯ ফেব্রুয়ারি অভিনেত্রী নিজে ঘোষণা করেন সন্তান আসার কথা। তবে কিছুদিন আগেই রটে গিয়েছিল যে তিনি মা হতে চলেছেন। তখন সূত্রের তরফে দ্য উইক জানতে পারে যে দীপিকা বর্তমানে তাঁর দ্বিতীয় ত্রৈমাসিকে আছেন। এবং শীঘ্রই সন্তান আসার বিষয়ে ঘোষণা করবেন। কয়েকদিন যেতে না যেতেই সেই জল্পনা সত্য হল।
দীপিকা এবং রণবীরের প্রজেক্ট
দীপিকা পাড়ুকোনকে শেষবার ফাইটার ছবিতে দেখা গিয়েছিল হৃতিক রোশনের সঙ্গে। এছাড়া আগামীতে তাঁকে সিংঘম এগেন ছবিতে দেখা যাবে। প্রভাসের সঙ্গে কল্কি ২৮৯৮ এডি ছবিতেও অভিনেত্রীকে দেখা যাবে।
অন্যদিকে রণবীর সিংকে আগামীতে ডন ৩ ছবিতে দেখা যেতে চলেছে। শোনা যাচ্ছে শক্তিমান হয়েও নাকি তিনি ধরা দেবেন বড় পর্দায়। এছাড়া সিংঘম এগেন ছবিটি তো আছেই।