বাংলা নিউজ > বায়োস্কোপ > 'ওঁর মতো খাঁটি মানুষ...' যখন-তখন যার-তার উপর রেগে বিতর্কিত মন্তব্য করে বসেন, তবুও দিদিমা জয়ার হয়ে সাফাই নভ্যার!

'ওঁর মতো খাঁটি মানুষ...' যখন-তখন যার-তার উপর রেগে বিতর্কিত মন্তব্য করে বসেন, তবুও দিদিমা জয়ার হয়ে সাফাই নভ্যার!

দিদিমা জয়ার হয়ে সাফাই নভ্যার!

Navya Naveli-Jaya: নাতনি নভ্যা নভেলি নন্দার পডকাস্ট শোতে মাঝে মধ্যেই আসেন জয়া বচ্চন। এসে একাধিক বিতর্কিত মন্তব্য করেন। এবার সেই প্রসঙ্গে সাফাই গেয়ে কী বললেন নভ্যা?

নাতনি নভ্যা নভেলি নন্দার পডকাস্ট শোতে মাঝে মধ্যেই আসেন জয়া বচ্চন। সঙ্গে থাকে তবে মেয়ে তথা নভ্যার মা শ্বেতা। সেখানে কথোপকথনে তাঁরা ভিন্ন মত অনেক সময়ই পোষণ করে থাকেন। কিন্তু বাস্তবেও কি তাঁদের মতের অমিল ঘটে? সেই বিষয়ে সম্প্রতি মুখ খুলেছেন নভ্যা। জানিয়েছেন এটার জন্যই তাঁদের পরিবারের তিনজন মহিলা একসঙ্গে, সবসময় একই দিকে থাকে।

জয়ার মতামত নিয়ে কী বললেন নভ্যা?

তাঁর শোয়ের মূল বিষয় হল বচ্চন পরিবারের তিন জেনারেশন অর্থাৎ তাঁর, তাঁর মা শ্বেতা এবং দিদিমা জয়া, এই তিনজন মানুষের অভিজ্ঞতার কথা। এই তিনজন মানুষ তাঁদের জীবনে, তাঁদের সময়ে কী কী দেখেছে, কী কী অভিজ্ঞতা হয়েছে তাঁদের, সম্পর্ক নিয়েই বা কী মতামত তাঁদের সেটাই নভ্যার পডকাস্ট শোয়ের মূল বিষয় বলে জানিয়েছেন হিন্দুস্তান টাইমসকে দেওয়া একটি সাক্ষাৎকারে।

আরও পড়ুন: বম্বে গিয়ে ডেটিং অ্যাপের ফাঁদে প্রিয়াঙ্কা! দিদি নম্বর ওয়ানে এসে বললেন, 'আমি এখন আর কাউকেই...'

আরও পড়ুন: বউ ডোনার কোলে ছোট্ট সৌরভ! দাদাগিরি ১০ -এ এমন অবাস্তব ঘটনা ঘটল কীভাবে?

একই সঙ্গে নভ্যা জানিয়েছেন যে তিনি অত্যন্ত খুশি যে তাঁর এই পডকাস্ট শো হোয়াট দ্য হেল নভ্যায় জয়া এবং শ্বেতা, দুজনেরই আসল রূপ ফুটে উঠতে দেখা যায়। তাঁরা দুজনেই কোনও রাখঢাক না করেই কথা বলেন। যা মনে আছে তাই বলেন।

জয়া বচ্চন অবশ্য হামেশাই সবার সামনে নিজের মতামত স্পষ্ট ভাবে রাখেন। কেউ সেটা পছন্দ করেন, কেউ করেন না। কিন্তু এই গোটা বিষয়টা বচ্চন পরিবার সামলায় কীভাবে? এই বিষয়ে নভ্যা জানান 'ওঁদের একটা দিক দেখলে চলবে না। ব্যক্তিগত ভাবে বা কাজের জন্য যখনই তিনি (জয়া বচ্চন) বলেছেন সেটা তিনিই ছিলেন। ওঁর মতো খাঁটি মানুষ আর হয় না। ওঁর মাথায় যা চলে উনি সেটাই বলেন।'

আরও পড়ুন: অনুপমের বিয়ের খবর শুনেই বইছে কটাক্ষের বন্যা, ভুক্তভোগী কাঞ্চন-পত্নী শ্রীময়ী বললেন, 'আফসোস হচ্ছে বুঝি?'

তবে কেবল জয়া বচ্চন বা শ্বেতা বচ্চন নন। নভ্যার শোতে অংশ নিয়েছেন তাঁর ভাই অগস্ত্য নন্দাও। তিনি কিছুদিন আগেই বলিউডে ডেবিউ করেছেন। জোয়া আখতারের ছবি দ্য আর্চিসের মাধ্যমে সুহানা খান এবং খুশি কাপুরের সঙ্গে বিনোদন জগতে পা রেখেছেন অমিতাভের নাতি। এদিন নভ্যার শোতে যখন এসেছিলেন অগস্ত্য তখন দিদি নভ্যা জানান তিনি যখন ২৩ বছর বয়সী ছিলেন তখন তাঁর যা বোধবুদ্ধি ছিল সেটার তুলনায় অগস্ত্য অনেক বেশি চালক, বুদ্ধিমান, এবং ম্যাচিওর। অগস্ত্য তাঁর কেরিয়ারে আরও উন্নতি করবে বলেই জানিয়েছেন নভ্যা।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

গুগল সবথেকে ভালো, মানেন প্রতিযোগীরাও, কোর্টের রায় নিয়ে এই প্রথম মুখ খুললেন পিচাই ‘‌চিকিৎসক সত্তা থেকে তাগিদ অনুভব করেই এখানে এসেছি’‌, অনশন মঞ্চে তৃণমূল বিধায়ক অনন্যার গোপন ভিডিয়ো ফাঁসের হুমকি আরিয়ানের! শাহরুখ পুত্রকে নিয়ে অভিযোগ নায়িকার দশমীর পর গুরু-শুক্রর সমসপ্তক যোগ, ৪ রাশির খুলবে ভাগ্যর দ্বার ৬৮,০০০ মার্কিন ডলার মুক্তিপণ চেয়েছিল সাইবার হ্যাকাররা, মেনে নিল স্টার হেলথ ১টা ডটের শাস্তি! রিশাদের বাকি ৫ বলে ৫ ছক্কা সঞ্জুর, ওভারে উঠল ৩০ রান- ভিডিয়ো কোলে ইয়ালিনি,ছেলের হাত ধরে! দু-হাতে সন্তানদের সামলাচ্ছেন রাজের 'দুর্গা' শুভশ্রী ধোনি-পন্তদেরও নেই এই নজির, ৪০ বলের বিধ্বংসী T20I শতরানে ইতিহাস গড়লেন স্যামসন আম্বানিকে টপকে ধনীদের তালিকায় শীর্ষে আদানি, তিন নম্বরে উঠে এলেন সাবিত্রী দুর্গাপুজোর কার্নিভালের দিনই ‘দ্রোহের কার্নিভাল’, ডাক জয়েন্ট প্ল্যাটফর্ম ডক্টর্স

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.