নেট দুনিয়ায় ভাইরাল, 'জওয়ান'-এর ট্রেলারের বেশকিছু অংশ। যেখানে প্রতিপক্ষকে বেত দিয়ে পিটিয়েছেন শাহরুখ। কিং খানকে বলতে শোনা গিয়েছে,। এসব কাণ্ড দেখে নেটপাড়ার একাংশের দাবি, শাহরুখ আসলে 'জওয়ান' হাত ধরে আরিয়ান খানের গ্রেফতারি নিয়ে প্রতিপক্ষকে বার্তা দিতে চাইছেন। শাহরুখ অনুরাগীরা কিং খানের এই ডায়ালগ ধার করে প্রাক্তন NCB কর্তা সমীর ওয়াংখেড়েকে ট্রোলও করতে শুরু করেন। আর এরপরই নিজের X (আগে টুইটার) হ্যান্ডেলে ইঙ্গিতপূর্ণ পোস্ট করেছেন সমীর ওয়াংখেড়ে।
ঠিক কী লিখেছেন প্রাক্তন NCB কর্তা?
সমীর ওয়াংখেড়ে লেখিকা নিকোল লিয়ন্সের লাইন ধার করে লেখেন, ‘আমি আগুন চেটেছি এবং আমি প্রতিটি সেতু পুড়িয়ে সেই ছাইয়ের উপর নেচেছি। আমি তাই তোমার দেখানো নরকের ভয় পাই না।’ এই উক্তি আমায় সব সময় অনুপ্রেরণা দেয়।
আরও পড়ুন-'বাপ সে বাত কর', ভাইরাল 'জওয়ান' শাহরুখের ডায়ালগ, এটাই কি মাদককাণ্ড নিয়ে বার্তা?
নেটপাড়ার কিছু লোকজনের দাবি, শাহরুখকে পাল্টা বার্তা দিতেই এই পোস্ট করেছেন সমীর ওয়াংখেড়ে। তবে শাহরুখ অনুরাগীদের কেউ কেউ প্রাক্তন NCB কর্তার এই পোস্টের নিচেও শাহরুখের বেল্ট মারার ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, 'আপনার জন্য বেল্ট ট্রিটমেন্ট অপেক্ষা করছে' । কেউ ফের লিখেছেন, ‘বেটে কো হাত লাগানে সে প্যাহেলে বাপ সে বাত কর’, কারোর কটাক্ষ, ‘এখানে আগুনের নাম কিন্তু শাহরুখ খান’। কারোর মন্তব্য, 'এবার নতুন শিকার খোঁজো, আর এবার ৩০ কোটির বেশি দাবি করবেন।' সমীর ওয়াংখেড়ের উদ্দেশ্যে কেউ লিখেছেন, ‘আপনার জানা উচিত, আপনি ব্রিজ পোড়াতে পারবেন না, আপনার উক্তিই আপনার মানসিকতার পরিচয় দেয়।’
প্রসঙ্গত, ২০২১ সালে মাদক মামলায় নাম জড়িয়েছিল শাহরুখ পুত্র আরিয়ান খানের। প্রমোদ তরীতে আয়োজিত পার্টিতে মাদক পাচারের অভিযোগে হানা দিয়েছিল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (NCB)। সেই পার্টিতে যাওয়ার সময়ই শাহরুখ পুত্র আরিয়ানকে গ্রেফতার করা হয়। যদি শুধুমাত্র অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হন আরিয়ান, বেশকিছুদিন হাজতবাসও করতে হয় তাঁকে। বহু টানাপোড়েনের পরও আরিয়ানের বিরুদ্ধে কোনও প্রমাণ মেলেনি, অবশেষে তাঁকে ছেড়ে দেওয়া হয়। সেসময় এই বিষয়ে সাংবাদিকদের হাজারো প্রশ্নের কোনও জবাব দেননি শাহরুখ-গৌরী। এক্কেবারে চুপ ছিলেন কিং খান।
এদিকে আরিয়ান ছাড়া পেলেও এই মাদক মামলায় ফেঁসে যান সমীর ওয়াংখেড়ে। জানা যায়, তিনি আরিয়ান খানকে ফাঁসিয়ে শাহরুখের থেকে ২৫ কোটি টাকা দাবি করেছিলেন। পুরো বিষয়টি প্রকাশ্যে আসার পর NCB- র পদ থেকে বরখাস্ত করা হয় সমীর ওয়াংখেড়েকে।