প্রযোজক তথা সুশান্ত সিং রাজপুত, অঙ্কিতা লোখান্ডে, মৌনি রায়ের বন্ধু সন্দীপ সিং এবার এক গুরুতর অভিযোগ করলেন মৌনি রায়ের বিরুদ্ধে। জানান অভিনেত্রী একটা সময় তাঁর খুবই ঘনিষ্ট বন্ধু ছিলেন। কিন্তু যখন সুশান্ত সিং রাজপুত মারা যান এবং তাঁর রহস্য মৃত্যুর পর একটার পর একটা বিতর্ক উসকে যায় আর তাতে সন্দীপের নাম জড়ায় তখন তাঁর সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেন মৌনি। ভেঙে দেন বন্ধুত্ব।
মৌনি রায়কে নিয়ে কী বললেন সন্দীপ সিং?
এদিন টাইমস নাওকে দেওয়া একটি সাক্ষাৎকারে সন্দীপ জানান তিনি তাঁর প্রথম পরিচালিত ছবি সাফেদের অফার তাঁর দুই কাছের বন্ধু মৌনি এবং অঙ্কিতাকে দিয়েছিলেন। তাঁরাও আগ্রহ দেখিয়েছিলেন স্ক্রিপ্ট দেখে। কিন্তু পরে তাঁরা দুজনই সেই ছবি থেকে সরে দাঁড়ান। এরপর সন্দীপ বলেন তাঁরা হয়তো তাঁর নাম বিতর্কে জড়িয়েছে বলেই সরে গিয়েছিলেন।
বিরক্ত সন্দীপ এই বিষয়ে বলেন, 'আমি মৌনি রায়ের কাজে খুবই কষ্ট পেয়েছিলাম। ও আমার খুব ভালো বন্ধু ছিল। আমায় ইনস্টাগ্রামে ফলো করত। আমরা একসঙ্গে অনেক সময় কাটিয়েছি, লাঞ্চ বা ডিনারে যেতাম। ওর কোনও বড় পরিচালকের সঙ্গে দেখা করার হলেও আমি সঙ্গে যেতাম। এমনকি ওর বর সূরজ নাম্বিয়ারকেও আমি ওদের বিয়ে হওয়ার বহুদিন আগে থেকেই চিনি। কিন্তু যেই সুশান্ত সিং রাজপুতকে নিয়ে বিতর্কে আমার নাম জড়াল ওই সবার আগে আমার সঙ্গে সম্পর্ক ভাঙল।'
এদিন একই সঙ্গে সন্দীপ জানান, মৌনি তাঁর মেসেজের উত্তর দিতেন না, এমনকি তাঁদের বিয়েতেও ডাকেননি। তবে বন্ধু যতই তাঁকে ভুলে যান। এদিন সন্দীপ এই সাক্ষাৎকারে জানান, 'ও যতই যোগাযোগ না রাখুক ভবিষ্যতে ও কোনও বিপদে পড়লে আমি ঠিক ওর পাশে থাকব।'