গত বছর মুক্তি পেয়েছিল ‘বোধন’। অদিতি রায় পরিচালিত এই সিরিজে উঠেছিল মেয়েদের রুখে দাঁড়ানোর গল্প। হইচই প্ল্যাটফর্মের অন্যতম সেরা সিরিজ হল এটি। এবার এই সিরিজের দ্বিতীয় ভাগ আসতে চলেছে। এই সিরিজের নির্মাতাদের তরফে জানানো হয়েছে এই সিরিজটি আসলে একটি সোশ্যাল থ্রিলার হতে চলেছে। তবে এটি কিন্তু ‘বোধন’ সিরিজের কন্টিনিউয়েশন নয়। কিন্তু কিছু চরিত্র এক থাকবে।
প্রথম ভাগে সন্দীপ্তা সেন ছাড়াও দিতিপ্রিয়া রায়, কৌশিক রায়, প্রমুখকে দেখা গিয়েছিল। তবে এবার বাকিরা না থাকলেও অধ্যাপিকা রাকা সেন অর্থাৎ সন্দীপ্তা সেন থাকছেন। সঙ্গে থাকবে তাঁর পরিবার। এছাড়া কৌশিক রায়ের চরিত্র অর্থাৎ রাকার স্বামী ঋজু থাকবে।
এই গল্পে দেখানো হবে ঋজু এবং রাকা বর্তমানে বিবাহিত। শহর থেকে আড়াইশ কিলোমিটার দূরে একটি ব্রিজ ভেঙে পড়েছে। সেটার তদারকিতে ডিভিশনাল কমিশনার হিসেবে যাচ্ছেন ঋজু। তাঁর সঙ্গে এই সফরে সঙ্গী হয়েছে তবে বেটার হাফ রাকাও। তাঁদের এই সফরে কী কী ঘটে তাঁদের জীবন কোনদিকে মোড় নেয় সেটাই এই সিরিজে দেখানো হবে।
আরও পড়ুন: 'ভারত চাঁদ পর!' চন্দ্রযান ৩ সফল হতে না হতেই ছবি বানানোর জন্য হুড়োহুড়ি!
এই সিরিজে নাকি প্রচুর চেজিং সিকোয়েন্স আছে। আর সেই সমস্ত শট সন্দীপ্তা নিজেই দিয়েছেন। এখানে তাঁর প্রতিপক্ষ হিসেবে দেখা যাবে ইন্দ্রাশিসকে। ‘বোধন ২’ সিরিজের শুটিং ইতিমধ্যেই শেষ হয়েছে। মূলত বোলপুর এবং ঝাড়খণ্ডে শুটিং হয়েছে ‘বোধন ২’ এর। এই সিরিজে ক্যামেরার কাজ সামলেছেন রম্যদীপ সাহা।
আরও পড়ুন: 'যেই গরুর দুধ খাও...' ফেসবুকে চরম ট্রোল্ড সন্দীপ্তা, কী এমন করেছিলেন নায়িকা?
সিরিজে কী কী দেখা যেতে চলেছে সেটার একটা আভাস অভিনেত্রী দিয়েছেন তাঁর কথায়, 'এখানে একাধিক সামাজিক সমস্যা আর লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে কথা বলা হবে। বার্তা দেওয়া হবেন রাকা এতদিন অন্যদের আগলেছে, এবার গল্প কোনদিকে মোড় নেয় সেটাই দেখার।' অন্যদিকে অদিতি রায়ের এই সিরিজ তৈরির ক্ষেত্রে লক্ষ্য ছিল এমন একটা কিছু তৈরি করার যেখানে কেবল বিনোদন থাকবে না, বরং সমাজের প্রচলিত ধারণাকে ভাঙবে।
গত বারের মতো এবারেও দুর্গাপুজোর ঠিক আগে আগেই মুক্তি পাবে এই সিরিজ। জানা গিয়েছে সব ঠিক থাকলে অক্টোবরে আসছে ‘বোধন ২’।