বাংলা নিউজ > বায়োস্কোপ > Sara Ali Khan: 'শক্তি, সম্ভ্রমের মিশেল', অ্যায় ওয়াতান মেরে ওয়াতানের শুট শেষের পর পোস্ট সারার

Sara Ali Khan: 'শক্তি, সম্ভ্রমের মিশেল', অ্যায় ওয়াতান মেরে ওয়াতানের শুট শেষের পর পোস্ট সারার

অ্যায় ওয়াতান মেরে ওয়াতান ছবির শ্যুটিং শেষ করলেন সারা আলি খান

Sara Ali Khan: অ্যায় ওয়াতান মেরে ওয়াতান ছবির শ্যুটিং শেষ করলেন সারা আলি খান। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে জানালেন সেই খবর। এক ছাত্রী থেকে স্বাধীনতা সংগ্রামী হয়ে ওঠার গল্প দেখা যাবে এই ছবিতে।

অ্যায় ওয়াতান মেরে ওয়াতান (Ae Watan Mere Watan) ছবিতে দেখা যাবে অভিনেত্রী সারা আলি খানকে (Sara Ali Khan)। এতদিন তিনি এই ছবির শ্যুটিংয়ে ব্যস্ত ছিলেন। অবশেষে সেটার কাজ শেষ হল। ছবির শ্যুটিং শেষ হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করে জানালেন সেই কথা।

অ্যায় ওয়াতান মেরে ওয়াতান ছবিটি আদতে একটি পিরিয়ড ড্রামা ঘরানার ছবি। এতদিন এই ছবির শ্যুটিং চলার পর সেটা সদ্যই শেষ হল। এই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা যাবে সারা আলি খানকে। ছবির শ্যুটিং শেষ হওয়ার পর ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে সেই বার্তা ভাগ করে নিলেন অভিনেত্রী। নিজের সেই পোস্টে তিনি এই ছবির নির্মাতাদের ধন্যবাদ জানিয়েছেন তাঁকে এই ছবিতে কাজ করার সুযোগ দেওয়ার জন্য।

এই ছবিটি একটি সত্য ঘটনার উপর নির্ভর করে বানানো হয়েছে। ছবির গল্পে উঠে আসবে এক কলেজ ছাত্রীর জীবনের গল্প। কলেজে পড়াকালীন সে কীভাবে স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়ে, সাধারণ এক কলেজ পড়ুয়া থেকে কীভাবে স্বাধীনতা সংগ্রামী হয়ে ওঠে সেই গল্পই এখানে দেখা যাবে। গল্পের প্রেক্ষাপট হচ্ছে ১৯৪২ সাল। অর্থাৎ যখন গোটা দেশ ভারত ছাড়ো আন্দোলন নিয়ে উত্তাল সেই সময়। সারার চরিত্রের মধ্যে দিয়ে তুলে ধরা হবে সাহসিকতা, দেশাত্মবোধ এবং ত্যাগের গল্প।

এই ছবির পরিচালনা করেছেন কন্নন আইয়ার। তবে এই ছবি বড়পর্দায় নয়, মুক্তি পাবে ওয়েব মাধ্যমে। অ্যামাজন প্রাইমে মুক্তি পাবে এই ছবি। এছাড়া আগামীতে অভিনেত্রীকে মার্ডার মুবারক এবং জারা হাটকে জারা বাচকে ছবিতেও দেখা যাবে।

এই ছবির শ্যুটিংয়ের শেষ হওয়ার কথা ঘোষণা করে সারা তাঁর ইনস্টাগ্রামে মহাত্মা গান্ধীর একটি বাণী লেখেন, 'এমন ভাবে বাঁচো যেন এটাই তোমার শেষদিন। এমন ভাবে শেখো যেন তুমি চিরকাল বেঁচে থাকবে।' তারপর তিনি লেখেন, 'ধন্যবাদ কন্নন স্যার আমায় এই চরিত্রটির জন্য বাছার জন্য। এই চরিত্র যেন শক্তি, সম্ভ্রম এবং প্যাশনের আদর্শ মিশেল। এই ছবি চিরকাল আমার সঙ্গে থেকে যাবে। জয় ভোলানাথ।'

বায়োস্কোপ খবর

Latest News

সিবিআই দফতরে রাজ্য পুলিশের কর্তা, সেই ডিসি নর্থ! বেরোলেন ঘণ্টাখানেক পরে মাত্র ৪৯ বছর বয়সে জীবনাবসান মাঙ্গে খানের, লোক শিল্প হারালো অনবদ্য এক গায়ককে বহিষ্কারের সিদ্ধান্ত থেকে পিছিয়ে থ্রেট কালচারে অভিযুক্ত ৫পড়ুয়া সাসপেন্ড ৬ মাস কাশ্মীরে ভোটের ঠিক আগে পাঁচ বছর বাদে জেল থেকে মুক্ত সাংসদ রশিদ, তুঙ্গে জল্পনা নমাজের সময় ঢাক বাজাবেন না, দুর্গাপুজোয় শান্তিরক্ষায় নির্দেশ বাংলাদেশে এমি অ্যাওয়ার্ডসের মঞ্চে এবার ভারতীয় সঞ্চালক! কে এই গুরুদায়িত্ব পালন করবেন? ৬তলা থেকে ঝাঁপ! বাবার আকস্মিক মৃত্যুর পর প্রথমবার মুখ খুললেন বিধ্বস্ত মালাইকা ‘রাজনীতির খেলা নেই’,ভোররাতে কেন মেল মমতাকে? জবাব দিলেন ডাক্তাররা কাউন্টি ম্যাচে একাই ‘৯ উইকেট’ নিয়ে যুজবেন্দ্র চাহাল বোঝালেন, টেস্টের জন্য তৈরি কে প্রথম কাছে এসেছি শেষ হওয়ার জল্পনা তুঙ্গে, মোহনা বললেন, 'ভাবতেই পারিনি...'

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.