বাংলা নিউজ > বায়োস্কোপ > অফ শোল্ডার টপ, ট্রাউজারে ভোলবদল ‘সর্বজয়া’ দেবশ্রীর, ‘হট বেব’ লাগছে, মত দর্শকদের

অফ শোল্ডার টপ, ট্রাউজারে ভোলবদল ‘সর্বজয়া’ দেবশ্রীর, ‘হট বেব’ লাগছে, মত দর্শকদের

ভোলবদল দেবশ্রীর।

এরকম ওয়েস্টার্ন লুকে নাকি এবার ‘সর্বজয়া’ ধারাবাহিকে অভিনয় করতে দেখা যাবে দেবশ্রী রায়কে। 

বুধবার ‘সর্বজয়া’ দেবশ্রী রায় সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করেন। তা নিয়ে তোলপাড় পড়ে গিয়েছে চারিদিকে। শাড়ি নয়, ছোট পরদার সর্বজয়াকে দেখা গেল একেবারে ‘কুল লুকে’! কালো অফ শোল্ডার টপের সাথে অভিনেত্রী বেছে নিয়েছেন কালো ট্রাউজার। কাঁধের উপর ফেলা সি-গ্রিন রঙের জ্যাকেট। দেবশ্রীকে এই সাজে দেখে অনেকেই যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না।

একসময় টলিউডে দাঁপিয়ে কাজ করেছেন। তবে রাজনীতির ময়দানে যাওয়ায় সরে দাঁড়ান বিনোদন দুনিয়া থেকে। গত বছরের মাঝামাঝি করে ফেলেন বড় ঘোষণা। নিজের কামব্যাক সিরিয়াল দিয়ে দেন চমক। এবারের, এই পোশাক নিয়ে চমকটা কেন? জানা গেল এটা একটা ম্যাগাজিনের কভার শ্যুট। সঙ্গে আবার নিজেই জানালেন, সর্বজয়া ধারাবাহিকেও এখন থেকে মাঝে মাঝেই তাঁকে প্যান্ট আর স্যুটে দেখা যাব। আসলে অসুস্থ হওয়ার ভান করছে সর্বজয়া। উদ্দেশ্য ব্যবসা পরিবারের লোকের হাত থেকে বাঁচানো। এর সেই কাজেই খোলস একেবারে বদলে ফেলতে দেখা যাবে তঁকে। একটা বড় টুইস্ট আসছে আর কি!

দেবশ্রীর অভিনয় শুরুর খবর নিয়ে যেমন ট্রোলিং হয়েছিল, এই পোশাক দেখেও কুৎসা রটানো ছাড়লেন না একটা বড় অংশ। তবে এবারেও দেবশ্রীর হয়ে এসব ট্রোলারদের সাথে লড়লেন তাঁর ভক্তরা। যাঁদের বক্তব্য, ৬০ বছর বয়সে এসেও যেভাবে নিজেকে ফিট রেখেছেন অভিনেত্রী, তা দেখে সকলেরই কিছু শেখা উচিত। সঙ্গে ‘সবসময়ের সুন্দরী’, ‘হট বেব তো পুরো’, ‘দিদি অন্য দলের সাপোর্টার হয়েও তোমায় ভালোবাসি’-র মতো নানা কমেন্ট পড়ল।

আর দেবশ্রী জানালেন, তিনি ট্রোলিংয়ে কান দেন না। তার আসল লক্ষ্য হল ভালো কাজ করা।

বন্ধ করুন