বাংলা নিউজ > বায়োস্কোপ > Sarbojaya: কম্পিউটার চালাতে জানে না সর্বজয়া! অফিসে দেওরের কাছে চরম হেনস্থা

Sarbojaya: কম্পিউটার চালাতে জানে না সর্বজয়া! অফিসে দেওরের কাছে চরম হেনস্থা

কোন দিকে মোর নেয় ‘সর্বজয়া’র গল্প!

স্বামী সঞ্জয় অসুস্থ থাকায় অফিসে এসেছে সর্বজয়া। এরপর?

এই দুর্গাপুজোতেই সর্বজয়া-র জীবনে এসেছে টুইস্ট। স্ত্রী সর্বজয়াকে বাঁচাতে গিয়ে গুরুতর আহত হয়েছেন সঞ্জয়। পুজো মণ্ডপে সর্বজয়ার মাথায় ঝাড়বাতি ভেঙে পড়ছে দেখতে পেয়ে বাঁচাতে ছুটে যায় সঞ্জয়। কিন্তু স্ত্রীকে বাঁচাতে পারলেও শেষ রক্ষা হয় না। গুরুতর আহত হন সঞ্জয় নিজে। সেখানে পুজোর আনন্দ মাথায় উঠেছে গোটা পরিবারের।

অসুস্থ শিল্পপতি সঞ্জয়। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন তিনি। এসবের মধ্যেই চ্যানেলের তরফে শেয়ার করা হয়েছে একটি নতুন ভিডিয়ো। সেখানে দেখা যাচ্ছে, স্বামী সঞ্জয় অসুস্থ থাকায় অফিসে এসেছে সর্বজয়া। অফিসের মিটিংয়েও বসতে দেখা যায় তাঁকে। কিন্তু বর্তমান যুগের সঙ্গে ল্যাপটপ, কম্পিউটারে স্বাচ্ছন্দ্য নন নায়িকা! আর এই বিষয়টা নিয়েই অফিস ভর্তি লোকের সামনে ঠাট্টা করতে শুরু করে তাঁর দেওর।

কম্পিউটারে অনভ্যস্ত সর্বজয়া। সারা জীবন সংসার করে এসেছে সে। অফিসের কাজ কী করে সামলাবে সে? এখন দেখার সঞ্জয় চৌধুরীর অ্যাক্সিডেন্টের পর কীভাবে স্বামীর দায়িত্ব সামলায় ‘সর্বজয়া’! নেটিজেনদের অবশ্য মন্তব্য, ‘এবার কম্পিউটার শিখবে সে’।

 

বন্ধ করুন