বহু বছর ধরে দেশের জনপ্রিয় সঙ্গীতের রিয়ালিটি শোগুলির মধ্যে অন্যতম Sa Re Ga Ma Pa। বর্তমানে এই প্রতিযোগিতা দুটি ভাগে সম্প্রচারিত হয়, একটি বড়দের, অপরটি ছোটদের। Sa Re Ga Ma Pa-র মতোই সমান জনপ্রিয় ছোটদের Sa Re Ga Ma Pa লিটল চ্যাম্পস। এই শোয়ের হাত ধরেই উঠে এসেছে দেশের বহু প্রতিভা। হিন্দি, বাংলা, মারাঠি সহ একাধিক ভাষায় এই শো অনুষ্ঠিত হয়। তবে প্রত্যেক বছরের মতোও এবারও হচ্ছে সারেগামাপা লিটল চ্যাম্পস। আর এবার বিজেতার জন্য থাকবে অনন্য এবং বহুমূল্যবান একটা পুরস্কার।
কিংবদন্তী গায়িকা লতা মঙ্গেশকরের পরিবারের তরফে Sa Re Ga Ma Pa লিটল চ্যাম্পস বিজেতার হাতে এই বহুমূল্যবান পুরস্কার তুলে দেওয়া হবে। কিন্তু কী এই পুরস্কার?
জানা যাচ্ছে, মঙ্গেশকর পরিবারের তরফে একটা রূপোর বীণা তুলে দেওয়া হবে প্রতিযোগিতার বিজয়ীর হাতে। আর একথা Sa Re Ga Ma Pa লিটল চ্যাম্পস (মারাঠি) ভাষায় অনুষ্ঠিত এই শোয়ে এসে নিজের মুখে জানিয়েছেন ঊষা মঙ্গেশকর। ঊষা হলেন লতা মঙ্গেশকরের ছোট বোন। প্রসঙ্গত, লতা মঙ্গেশকররা ৪বোন, লতা, আশা, ঊষা ও মীনা। আর এক ভাই হৃদয়নাথ মঙ্গেশকর। সকলেই সঙ্গীতের সঙ্গে যুক্ত। ঊষা মঙ্গেশকর নিজেও একজন নামী গায়িকা। চলতি শোয়ে এসে সুদেশ ভোসলের সঙ্গে গানও গাইতে শোনা যাবে ঊষা মঙ্গেশকরকে।
আরও পড়ুন-১০-এ ১০! বক্স অফিসের লড়াইয়ে সকলকে হারিয়ে দিল দশম অবতার, কী বলছেন সৃজিত-প্রসেনজিৎ?
আরও পড়ুন-'ঘরের ছেলে ঘরে ফিরল', ১৯ বছর পর ইন্ডিয়ান আইডলে ফিরে নস্টালজিক অভিজিৎ সাওয়ান্ত
আরও পড়ুন-গ্র্যান্ড ফিনালে সম্প্রচারের আগেই দেখুন কিছু ঝলক, কার মাথায় উঠবে গ্র্যান্ড এমজি ক্রাউন?
এদিকে মঙ্গেশকর পরিবারের তরফে এমন একটি অনন্যা ও বহুমূল্যবান পুরস্কারের ঘোষণা শুনে এদিন একপ্রকার বাকরূদ্ধ হয়ে যান সমস্ত প্রতিযোগী। ঊষা মঙ্গেশকরের কথায়, এই বীণা নেহাতই পুরস্কার নয়, মঙ্গেশকর পরিবারের তরফে সঙ্গীতের দুনিয়ায় নতুন প্রতিভাকে উঠে আসতে উৎসাহ দেওয়ার পন্থা।