জুলাই মাসের শুরুতেই গায়ক অনীক ধর জানিয়েছিলেন দ্বিতীয় বার বাবা হতে চলেছেন তিনি। স্ত্রীর সাধের ছবি পোস্ট করে দিয়েছিলেন সুখবর। আর সোমবার হাজির সেই কাঙ্খিত দিন। কলকাতার এক বেসরকারি হাসপাতালে দ্বিতীয় সন্তানের জন্ম দিলেন অনীক ধর-পত্নী দেবলীনা। এবার ‘ইস্মার্ট জোড়ি’ অনীক-দেবলীনার ঘরে এল পুত্র সন্তান। ছেলের জন্মের খবর সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অনীক। আরও পড়ুন-রাত ১২টায় স্বস্তিকাকে জন্মদিনের শুভেচ্ছা,‘বন্ধুত্ব অটুট’ বললেন দিব্যজ্যোতি
সদ্যজাতের প্রথম ঝলকও এদিন প্রকাশ্যে আনেন সারেগামাপা-র বিজয়ী। মা ও ছেলে দুজনেই ভালো আছেন জানিয়েছেন অনীক। হাসপাতালের বিছানায় শুয়ে দেবলীনা, পাশে রাখা আছে খুদেকে। অনীক ও মেয়ে আদ্যা দাঁড়িয়ে রয়েছে দেবনীলার বেডের ঠিক পাশে। তিনজনের মুখেই হাসির ঝলক। পাঁচ বছর বয়সেই দিদি হয়ে গেল ছোট্ট আদ্যা। আর বাড়ির খুদে সদস্যা নয় সে।
শুভাকাঙ্খীদের উদ্দেশে অনীক লেখেন-'আজ ঈশ্বর আমাকে, দেবলীনাকে ও আমাদের পরিবারকে একটি সুস্বাস্হ্য সম্পন্ন পুত্র সন্তান উপহার দিয়ে আশীর্বাদ করেছেন। ঈশ্বর ও আমাদের সকল শুভাকাঙ্খীদের বুক ভরা ভালোবাসা ও প্রণাম জানাই। সবাই ভালো থাকবেন,ও আমাদের জন্য প্রার্থনা করবেন।'
ছেলে হওয়ার খবর জানিয়ে শুভেচ্ছার জোয়ারে ভাসছেন অনীক। তাঁর ঘনিষ্ঠ বন্ধু শুভশ্রী পোস্টের কমেন্ট বক্সে জানান, ‘অনেক অভিনন্দন, খুব ভালো খবর। ঈশ্বরের কাছে সবার মঙ্গল কামনা করি।’ শুভশ্রী নিজেও দ্বিতীয়বার অন্তঃসত্ত্বা, ডিসেম্বরে মা হবেন তিনি। অনীককে শুভেচ্ছা জানিয়েছেন অভিনেত্রী জ্যাসবীর কৌর, প্রযোজক অরিত্র দাস-সহ আরও অনেকে।
জুলাই মাসে বাবা হতে চলার খবর জানিয় অনীক লিখেছিলেন, 'জানানোর সময় এসেছে ‘হাম দো..হামারে দো। আপনাদের সকলের আশীর্বাদ চাই, ইশ্বর মহান। দেবলীনা আমি তোমাকে ভালোবাসি।’
প্রসঙ্গত, ২০১৪ সালে ১২ ডিসেম্বর দীর্ঘদিনের বান্ধবী দেবলীনাকে বিয়ে করেন অনীক। এরপর ২০১৮ সালের অগস্টে মেয়ের বাবা হন অনীক ধর। নাম রাখেন আদ্যা। তাঁর মেয়ের বয়স এখন ৫। প্রসঙ্গত ২০০৭-এ সারাগামাপা বাংলা জেতার পর লাইমলাইটে এসেছিলেন অনীক। সেই বছরই জি টিভির সারেগামাপা-র মঞ্চেও বিজয়ীর খেতাব জিতে নেন কলকাতার এই ভূমিপুত্র। এরপর অসংখ্য গানের রিয়ালিটি শো-এর মঞ্চে দেখা গিয়েছে অনীককে। বিগ বস বাংলার প্রথম সিজনও জিতেছিলেন অনীক। কলকাতা ও বলিউড দুই ইন্ডাস্ট্রিতেই কাজ করছেন তিনি। সম্প্রতি জিতের 'চেঙ্গিজ' -এ সুরকার ও গায়ক হিসাবে কাজ করেছেন অনীক ধর।