এই মুহূর্তে বাংলা টেলিভিশনের হার্টথ্রব জুটি সূর্য-দীপা। দীর্ঘসময় পর ভুল বোঝাবুঝি মিটতে চলেছে এই জুটির। সোনা-রূপাই যে তাঁর সন্তান, সেটা জেনে যাবে সূর্য। সেই প্রোমো আগেই সামনে এসেছে। গল্পের মতো বাস্তবেও সব ভুল বোঝাবুঝি মিটে গেছে স্বস্তিকা-দিব্যজ্যোতির। আরও পড়ুন-জন্মদিনে দিব্যজ্যোতিকে শুভেচ্ছা স্বস্তিকার! ঝামেলা মিটল ‘অনুরাগের ছোঁয়া’ জুটির?
গত মাসে ইনস্টাগ্রামে পরস্পরকে আনফলো করে দিয়েছিলেন ‘অনুরাগের ছোঁয়া’ জুটি। কিন্তু দু-দিন আগেই ফের ইনস্টায় একে অপরকে অনুসরণ করছেন তাঁরা। ২রা সেপ্টেম্বর দিব্যজ্যোতির জন্মদিনে আদুরে শুভেচ্ছা জানিয়েছিলেন স্বস্তিকা। আর এদিন নায়িকার জন্মদিনে মিষ্টি শুভেচ্ছা এল নায়কের তরফে। রাত ১২টা বাজতেই সোশ্যাল মিডিয়ায় স্বস্তিকার সঙ্গে একটি মিষ্টি ছবি পোস্ট করে জন্মদিনের শুভেচ্ছা জানান দিব্যজ্যোতি। তাহলে কী সূর্য-দীপার মতো স্বস্তিকা-দিব্যজ্যোতির বন্ধুত্বও জোড়া লাগল? প্রশ্ন করতেই হিন্দুস্তান টাইমস বাংলাকে অভিনেতা বললেন- ‘কোনও ঝগড়া নেই আমাদের। স্বস্তিকার সঙ্গে দিব্যজ্যোতির বন্ধুত্ব সারাজীবন থাকবে। স্বস্তিকাকে প্রশ্ন করলেও ও এই কথাটাই বলবে। স্বস্তিকার সঙ্গে আমার কীসের ঝামেলা? কোনও ঝামেলা নেই।’
তাহলে ইনস্টাগ্রামে পরস্পরকে আনফলো কেন করেছিলেন? প্রশ্ন শুনে সূর্যর জবাব,'আমরা কতটা ম্যাচিউর বলুন তো? আমাদের বয়সটাই বা কত? একটা ঘরে অনেকগুলো বাসন রাখলে টুংটাং শব্দ তো হবেই। কিন্তু তা বলে কেউ সেই বাসনগুলো ছু়ড়ে ফেলে দেয় না। আমাদের বন্ধুত্বটাও সেইরকমই।'
পর্দায় সোনা-রূপার বাবার চরিত্রে অভিনয় করলেও দিব্যজ্যোতি এখন সবে ২৪, ওদিকে স্বস্তিকা সদ্য ২০-র গণ্ডি পার করেছেন। এদিন নায়িকার উদ্দেশে সোনা-রূপার বাবা লেখেন-'তোমার ব্যক্তিগত নববর্ষের জন্য উচ্ছ্বাস। জীবনের সব ইচ্ছে আর চাওয়া-পাওয়া পূরণের ৩৬৫ দিনের একটা নতুন জার্নির আজ প্রথম দিন। সবসময় আনন্দে থেকো, যে সফরটা শুরু করেছো সেটা উপভোগ করো। তোমাকে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা'।
পালটা জবাবে স্বস্তিকা লেখেন- ‘থ্যাঙ্ক ইউ হিরো’। স্বস্তিকা-দিব্যজ্যোতির ভাঙা বন্ধুত্ব জোড়া দেখেছে উচ্ছ্বসিত ফ্যানেরা। একজন লেখেন- ‘এটাই দেখতে চেয়েছিলাম। এর চেয়ে আর ভালো দিন কী হতে পারে, তোমাদের বন্ধুত্ব অটুট থাক’। অপর একজন লেখেন-'আমার ফেভারিট জুটিক আবার একসঙ্গে দেখে ভালো লাগছে'।
শুধু সূর্যই নয়, এদিন দীপার অনস্ক্রিন শাশুড়ি মা অর্থাৎ অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র, দীপার দেওর জয় অর্থাৎ প্রারব্ধি, বোন তথা জা উর্মি ওরফে সৌমিলি চক্রবর্তী তাঁকে শুভেচ্ছা জানাতে ভোলেননি। ফ্যানেদের তরফেও উপচে পড়ছে শুভেচ্ছা।