অভিনয়ের দৌলতে শুধুমাত্র টলিউডেই নয়, বলিউডেও নিজের জমি শক্ত করেছেন শাশ্বত চট্টোপাধ্যা। সাম্প্রতিক সময়ে রাজ চক্রবর্তীর 'আবার প্রলয়' ওয়েব সিরিজে রাউডি পুলিশ অফিসারের ভূমিকায় দেখা গিয়েছে শাশ্বতকে। খুব শীঘ্রই তাঁকে নাগ অশ্বিনের সাইন্স ফিকশন Kalki 2898 AD- ওরফে প্রজেক্ট কে-র মতো ছবিতে অমিতাভ বচ্চন, দীপিকা পাড়ুকোন, প্রভাস, কমল হাসান দিশা পাটানিদের মতো প্রথম সারির অভিনেতাদের সঙ্গেও দেখা যাবে তাঁকে।
বলাই বাহুল্য শাশ্বত চট্টোপাধ্যায় এই মুহূর্তে একপ্রকার নিজের অভিনয় কেরিয়ারের শীর্ষে রয়েছেন। এখন শোনা যাচ্ছে, আরও একটা তারকা খচিত ছবিতে বলিউডের ছবিতে দেখা যেতে চলেছে শাশ্বতকে। যেটি হল ‘দ্য ক্রিউ’। যে ছবিটি রিয়া কাপুর (অনিল কন্যা) বানাচ্ছেন বলে খবর, প্রযোজনা করছেন একতা কাপুর। সেই ছবিতে অভিনয় করার কথা করিনা কপুর, টাবু, কৃতি শ্যাননের। সেখানেই শাশ্বত চট্টোপাধ্যায়ের অভিনয় করার কথা শোনা যাচ্ছে। জানা যাচ্ছে মুম্বই ও আবু ধাবিতে হবে এই ছবির শ্যুটিং। আগামী বছর (২০২৪)এর ২২ মার্চ মুক্তি পাওয়ার কথা ছবিটির।
আরও পড়ুন-বিয়ের বছর ঘুরতেই অঙ্কিতা ও প্রান্তিকের পরিবারে এল নতুন সদস্য, শুভেচ্ছা নেটপাড়ার
আরও পড়ুন-জখম হয়েছেন, রক্তপাত হচ্ছে শ্রুতির, স্ত্রীর যন্ত্রণাতেও হেসে চলেছেন স্বর্ণেন্দু!
আরও পড়ুন-বিয়ের সাজে স্বস্তিকা, দিব্যজ্যোতির সঙ্গে প্রেমচর্চা উসকে লিখলেন, ‘তোমায় ভীষন ভালোবাসি’
এদিকে আবার অনুরাগ বসুর 'মেট্রো ইন দিনো'-তেও অভিনয় করছেন শাশ্বত। প্রসঙ্গত, সুজয় ঘোষের ‘কাহানি’ (২০১২) ছবিতে বব বিশ্বাসের চরিত্র অভিনয় করে সাড়া ফেলে দিয়েছিলেন শাশ্বত। পরে ২০১৭তে অনুরাগ বসুর 'জগ্গা জাসুস'-এ রণবীর-ক্যাটরিনার সঙ্গে কাজ করেন তিনি এরপর বহু হিন্দি ছবিতে অভিনয় করেছেন শাশ্বত, সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’তেও দেখা গেছে তাঁকে। অন্যদিকে তেলুগু, ইংরাজি ছবিতেও কাজ করেছেন শাশ্বত চট্টোপাধ্য়ায়।