গত বছর ১ জানুয়ারি, সাতপাকে বাঁধা পড়েছিলেন অঙ্কিতা চক্রবর্তী ও প্রান্তিক বন্দ্যোপাধ্যায়। টলিপাড়ার লোকজনকে খবর না দিয়ে কিছুটা গোপনে ঘনিষ্ঠদের উপস্থিতিতে পাহাড়ি নিস্তব্ধতায় একে অপরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন অঙ্কিতা-প্রান্তিক। যাকে বলে কিনা গান্ধর্ব মতে বিয়ে। বিয়ের বছর ঘুরতে না ঘুরতেই অঙ্কিতা ও প্রান্তিকের পরিবারে এল নতুন সদস্য। বাড়িতে নতুন সদস্য আসার আনন্দ সোশ্যাল মিডিয়ায় সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন অঙ্কিতা ও প্রান্তিক।
ভাবছেন তো অঙ্কিতা-প্রান্তিকের ছেলে হল নাকি মেয়ে? আজ্ঞে না, অঙ্কিতা সন্তানের জন্ম দেননি। তবে বাড়িতে এনেছেন সদ্যোজাত কাঠবেড়ালিকে। যার লোমও ঠিকমতো গজায় নি। ধীরে ধীরে সিরিঞ্জে করে খাইয়ে, আদরে যত্নে তাকে সন্তান স্নেহে বড় করে তুলছেন অঙ্কিতা ও প্রান্তিক। ঠিক যেমন ‘প্রি-ম্যাচিওর’ শিশুর যত্ন নেওয়া হয়, সেভাবেই সদ্যোজাত কাঠবেড়ালির যত্ন নিচ্ছেন তাঁরা। অঙ্কিতা ও প্রান্তিকের হাতের তালুর মধ্যে দেখা গিয়েছে কাঠবেড়ালিটিকে। কখনও আবার সে আদরে অঙ্কিতার নাক, গালও চেটে দিয়েছে। কখনও আবার অঙ্কিতার বাড়ির ড্রয়িংয়ে সাদানো গাছে চড়তেও দেখা গিয়েছে কাঠবেড়ালিটিকে। প্রাণীটির চিঁচিঁ শব্দে ভরে উঠেছে অঙ্কিতা-প্রান্তিকের বাড়ি।
আরও পড়ুন-'আয়ুষ্মান চাননি আমি বধাই হো-তে ওঁর মায়ের চরিত্রে অভিনয় করি', অকপট নীনা গুপ্ত
আরও পড়ুন-জ্যান্ত জ্বালানো হল কিছু মানুষকে, হিন্দু-মুসলিম ধর্মীয় হিংসার মাঝে পড়ে কী করবেন অঙ্কুশ!
আরও পড়ুন-বক্স অফিসের লড়াইয়ে ফুকরে-৩, চন্দ্রমুখী-২ আর দ্য ভ্যাকসিন ওয়ার, ১ম, ২য়, ৩য় কে?
নতুন এই সদস্যকে গিয়ে এখন সুন্দরভাবে দিন কাটছে অঙ্কিতা ও প্রান্তিকে। এই প্রাণীটিই এখন হয়ে উঠেছে তাঁদের দুনিয়া। অঙ্কিতার পোস্টে সৃজিত মুখোপাধ্যায়ের স্ত্রী মিথিলাকেও কমেন্ট করতে দেখা গিয়েছে।
কাজের ক্ষেত্রে এই মুহূর্তে লীনা গঙ্গোপাধ্যায়ের ধারাবাহিক ‘ঝনক’-এ দেখা যাচ্ছে অঙ্কিতা চক্রবর্তীকে। অন্যদিকে প্রান্তিক বন্দ্যোপাধ্যায়ও সম্প্রতি 'গভীর জলের মাছ' সহ বেশকিছু ওয়েব সিরিজে কাজ করেছেন। সবমিলিয়ে দিব্যি কাটছে অঙ্কিতা-প্রান্তিকের বিবাহিত জীবন।