বাংলা নিউজ > বায়োস্কোপ > Satyaprem Ki Katha box office: জিহাদ বিতর্কও বাঁচাতে পারল না ‘৭২ হুঁরে’-কে! রমরমা কার্তিক-কিয়ারার সত্যপ্রেমেরই

Satyaprem Ki Katha box office: জিহাদ বিতর্কও বাঁচাতে পারল না ‘৭২ হুঁরে’-কে! রমরমা কার্তিক-কিয়ারার সত্যপ্রেমেরই

কেমন ব্যবসা করছে সত্যপ্রেম কি কথা?

সত্যপ্রেম কি কথা-কে বক্সঅফিসে টক্কর দিচ্ছে আপাতত দুটি সিনেমা, বিদ্যা বালনের নিয়ত আর সঞ্জয় পুরান সিং চৌহান পরিচালিত ‘৭২ হুঁরে’। রবিবারে কাকে দেখতে হলে লোক হল বেশি?

Satyaprem Ki Katha box office day 11 collection: প্রথম সপ্তাহেই সোমবার থেকে কমতে শুরু করেছিল কার্তিক আরিয়ান ও কিয়ারা আডবানির ‘সত্যপ্রেম কি কথা’র আয়ের অঙ্ক। আর শুক্রবারে এসে তা ছিল সবচেয়ে কম। তবে দ্বিতীয় সপ্তাহান্তে ফের ছবির পালে হাওয়া লেগেছে। প্রাথমিক অনুমান অনুসারে, দ্বিতীয় রবিবারে সত্যপ্রেম কি কথা-র আয় ৫.২৫ কোটি। আর সব মিলিয়ে ১১ দিনে ছবির মোট আয় ৬৬ কোটি। 

সত্যপ্রেম কি কথা-কে বক্সঅফিসে টক্কর দিচ্ছে আপাতত দুটি সিনেমা, বিদ্যা বালনের নিয়ত আর সঞ্জয় পুরান সিং চৌহান পরিচালিত ‘৭২ হুঁরে’। দীর্ঘদিন পর পর্দায়  ফিরেছেন বিদ্যা নিয়ত দিয়ে। তিনি ছাড়াও রয়েছেন রাহুল বোস, রাম কাপুর, প্রাজক্তা কোহলি।

সত্যপ্রেম কি কথা-র বক্সঅফিস 

Sacnilk.com-এর একটি প্রতিবেদন অনুসারে, ‘সত্যপ্রেম কি কথা’-র দ্বিতীয় শুক্রবারের আয় ছিল সর্বনিম্ন, মাত্র ২.৮৫ কটি। তবে শনিবার ৬৬ শতাংশ বৃদ্ধি ঘটিয়ে আয়ের অঙ্ক গিয়ে দাঁড়ায় ৪.৭৫ কোটি। রবিবার ছবিটি বক্স অফিস থেকে ৫.২৫ কোটি সংগ্রহ করেছে। আর ১১ দিনের মোট আয় গিয়ে দাঁড়িয়েছে ৬৬.০৬ কোটি। 

ছবিটি ২৯ জুন বৃহস্পতিবার মুক্তি পেয়েছিল। প্রথম দিনের আয় ছিল ৯.২৫ কোটি। এরপর শনিবার ও রবিবারে ১০ কোটি এবং ১২.১৫ কোটি আয় করে। ৫০ কোটির ঘর পেরোতে সময় লেগে যায় সত্যপ্রেম কি কথা-র প্রায় এক সপ্তাহ। 

৭২ হুঁরে-র বক্স অফিস

৭২ হুঁরে মুক্তির আগে কম বিতর্ক হয়নি। যদিও সঞ্জয় পুরান সিং চৌহান পরিচালিত ছবির প্রতি সেভাবে আগ্রহ দেখালো না দর্শক। কাশ্মীর ফাইলস, কেরালা স্টোরি-র পর অনেকেই ভেবেছিলেন হল ভর্তি করবে লোক এই ছবি দেখতেও। তবে তেমনটা হল না। প্রথম সপ্তাহান্তে, অর্থাৎ তিন দিনে মাত্র ৩ কোটি আয় হল ৭২ হুঁরে ছবিটির। 

নিয়ত-এর বক্স অফিস

সিনেমা হলে এর আগেও হিট ছবি উপহার দিয়েছেন বিদ্যা বালন। নিয়ত-এর আয় দেখেও মন হচ্ছে ছবি ছাড়িয়ে যাবে ১০০ কোটির ঘর। শুক্রবার সিনেমার আয় ছিল ২.৮৫ কোটি। তবে শনিবারে তা বেড়ে হয় ৪.৭৫ কোটি। এবং রবিবারে গিয়ে আরও বাড়ে। আয় হয় ৫ কোটি। যা নিসন্দেহে প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা এবং পরিচালক সমীর বিদওয়ানদের জন্য সুখবর। 

আপাতত বক্স অফিসে পাখির চোখ করণ জোহরের কামব্যাক মুভি রকি অউর রানি কি প্রেম কাহানি। যে সিনেমা দিয়ে প্রায় ৭ বছর পর তিনি ফিরেছেন পরিচালনায়। রমকম ড্রামায় রয়েছেন রণবীর সিং আর আলিয়া ভাট। এছাড়াও রয়েছেন শাবানা আজমি, জয়া বচ্চন, ধর্মেন্দ্র। বাংলার টোটা রায়চৌধুরী, চূর্ণী গঙ্গোপাধ্যায়ও রয়েছেন গুরুত্বপূর্ণ চরিত্রে। 

 

 

 

 

 

 

 

 

 

বায়োস্কোপ খবর

Latest News

LIVE: আজ কাটবে জট? একগুচ্ছ প্রশ্ন নিয়ে আলো ফুটল জুনিয়র ডাক্তারদের অবস্থান মঞ্চে ধনু-মকর-কুম্ভ-মীনের বুধবার কেমন কাটবে? জানুন রাশিফল দুর্গাপুজোয় ফোন কেনার প্ল্যান? জিও ফোন প্রাইমা২ পাবেন ৩ হাজার টাকার মধ্যে সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে বুধবার? জানুন রাশিফল প্রাইভেট গাড়িতে GNSS থাকলে হাইওয়ে-সফরে বড় ছাড়! বুধে ৭ জেলায় সতর্কতা, বৃহস্পতিতে ভারী বৃষ্টি ৪টিতে, শুক্র ও শনিতে কোথায় হবে? বাবরের সঙ্গে সেলফি তুলতে গিয়ে বিপত্তি! ভক্তের সঙ্গে দুর্ব্যবহার পাক তারকার ইংল্যান্ড সিরিজে ভালো খেলতে পারাই বাড়তি আত্মবিশ্বাস জুগিয়েছে: শুভমন গিল প্যারালিম্পিক্স পদকজয়ীদের মোটা আর্থিক পুরস্কার,রুপো জিতে ৫০ লক্ষ, সোনাজয়ীদের কত?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.