বাংলা নিউজ > বায়োস্কোপ > Sayantika-Zayed: সায়ন্তিকাকে ‘মিথ্যাবাদী’ আখ্যা, এবার একফ্রেমে ধরা দিলেন জায়েদ খান! হতে হল ট্রোলড

Sayantika-Zayed: সায়ন্তিকাকে ‘মিথ্যাবাদী’ আখ্যা, এবার একফ্রেমে ধরা দিলেন জায়েদ খান! হতে হল ট্রোলড

এক ছবিতে জায়েদ-সায়ন্তিকা 

Sayantika Banerjee-Zayed Khan: ‘টলিউডে কাজ পাচ্ছেন না’, এবার বাংলাদেশের ছবিতে সায়ন্তিকা। জুটি বাঁধলেন জায়েদ খানের সঙ্গে। ট্রোলের মুখে অভিনেত্রী। 

দীর্ঘদিন টলিগঞ্জের ছবিতে দেখা নেই সায়ন্তিকার! সপ্তাহখানেক আগেই খবর আসে ঢালিউডের বিতর্কিত নায়ক জায়েদ খানের সঙ্গে এবার জুটি বাঁধতে চলেছেন অভিনেত্রী। সেই খবরে সিলমোহরও দেন নায়িকা নিজে, কিন্তু উলটো সুর শোনা যায় জায়েদ খানের গলায়। ‘আলোচনার আসার জন্য মিথ্যা খবর রটাচ্ছেন নায়িকা’ সংবাদমাধ্যমে এমনটা বলে বসেন জায়েদ। নতুন সিনেমা নিয়ে সায়ন্তিকার সঙ্গে কোনও আলোচনা হয়নি, স্পষ্ট করেন বাংলাদেশি নায়ক। অথচ বৃহস্পতিবার আচমকাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একফ্রেমে দেখা মিলল জায়েদ খান ও সায়ন্তিকার।

সায়ন্তিকার সঙ্গে ছবি পোস্ট করে জায়েদ খান লেখেন- ‘ছায়াবাজ’। সায়ন্তিকাও একই ছবি পোস্ট করেন। ক্যাপশনে একটা শব্দও খরচ করেননি তিনি, হ্যাশট্যাগে লেখেন বাংলাদেশ। সুতরাং ‘ছায়াবাজ’ ছবিতে একসঙ্গে জুটি বাঁধছেন জায়েদ-সায়ন্তিকা তা স্পষ্ট। কিন্তু প্রশ্ন হল, তাহলে প্রথমে কেন সায়ন্তিকার নামে মিথ্যা অভিযোগ করলেন জায়েদ? এই নিয়ে সদুত্তোর মেলেনি। তবে জায়েদ খানে মুগ্ধ সায়ন্তিকা। সে দেশের এক সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘বিমানবন্দরে আমাকে নিতে গিয়েছিলেন জায়েদ খান। কী সুন্দর ব্যবহার তার! প্রথম দেখাতেই কথা বলে মনে হয়েছে, অসাধারণ মানুষ। যে কোনও শিল্পীর এটি অনেক বড় গুণ। আমার কাছে মনে হয়েছে, তার মধ্যে সেই গুণ আছে।' ভবিষ্যতে জায়েদ খানও টলিউডে কাজ করবেন বলে আশা প্রকাশ করেন সায়ন্তিকা।

ওদিকে জায়েদের সঙ্গে সায়ন্তিকার জুটি বাঁধার খবরে সিলমোহর পড়তেই সোশ্যালে হাসির খোরাক অভিনেত্রী। একজন লেখেন- ‘ফ্লপ হিরোর সঙ্গে ফ্লপ নায়িকার জুটি, ছবি তো আগে থেকেই ফ্লপ’। অপর একজন লেখেন-'সিয়াম, শুভদের সাথে সিনেমা করলে মানা যেতো। শেষ পর্যন্ত জায়েদ খান?? বুঝলাম যে তোমার অবস্থা শোচনীয়'। কেউ কেউ সায়ন্তিকাকে বিঁধে লেখেন- ‘এবার হিরো আলমের সঙ্গে জুটি বাঁধা বাকি রইল’।

টলিউডে শেষ কোন ছবিতে দেখা গিয়েছে সায়ন্তিকাকে, তা মনে করতে রীতিমতো বেগ পেতে হবে। শেষ পাঁচ বছরে সায়ন্তিকার ঝুলিতে একমাত্র ছবি ‘সেভিংস অ্যাকাউন্ট’। টলিউডে কাজ না থাকার জেরেই শেষে জায়েদ খানের নায়িকা হয়েছেন তিনি, নিন্দকদের মুখে এমনই কথা। তবে এইসব বিতর্কের কোনও জবাব দেননি সায়ন্তিকা। কক্সবাজারে ফুরফুরে মেজাজে শ্যুটিং শুরু করেছেন তিনি। অভিনেত্রী বলেন, ‘প্রথমবার বাংলাদেশে এসেছি। শ্যুটিংও শুরু করেছি। তাও আবার পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকতে। কী সুন্দর জায়গা।’ জায়েদ খান-সহ গোটা টিমের আতিথেয়তায় মুগ্ধ সায়ন্তিকা। 

 

 

 

 

বন্ধ করুন