সেলফি তুলতে আসছেন অক্ষয় আর ইমরান। ইতিমধ্যেই এই ছবির প্রথম ট্রেলার প্রকাশ্যেও এসে গিয়েছে। এবার এল দ্বিতীয় ট্রেলার। কিন্তু একি! ভক্তই কিনা শেষ পর্যন্ত অভিনেতাকে কড়া টক্কর দিল। আরে হ্যাঁ, ইমরান তো অক্ষয়ের বিশাল বড় ফ্যান। এমন পছন্দের অভিনেতাকে হাতের কাছে পেয়ে সেলফি না তুলে শেষে কিনা তাঁদের মধ্যে লড়াই বাঁধল! আর দুইয়ের সেই লড়াই জমে উঠতে দেখা গেল সেলফি ছবির দ্বিতীয় ট্রেলারে। সাক্ষী রইলেন তাঁদের সঙ্গী, ডায়না এবং নুসরত।
অক্ষয় কুমার নিজেই এই ছবির দ্বিতীয় ট্রেলার প্রকাশ্যে এনেছেন। সেখানে যে কেবল ছবির দুই মুখ্য পুরুষকে হাতাহাতি করতে দেখা গিয়েছে এমনটা একদমই নয়। একই সঙ্গে ডায়না পেন্টির এক ঝলকও দেখা গিয়েছে। বাদ যাননি ইমরান হাশমির অনস্ক্রিন স্ত্রী নুসরাত ভারুচাও ।
সেলফি ছবির নতুন ট্রেলার শেয়ার করে অক্ষয় লেখেন, 'সাধারণ মানুষের কথা তো অনেক শুনলেন এবার বিজয় কুমারেরটাও শুনুন।'
এই ট্রেলারে দেখা যাচ্ছে ইমরান হাশমি একটি ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আছেন। কেন? কেন আবার পছন্দের অভিনেতা, অক্ষয়ের থুড়ি বিজয়ের এক ঝলক দেখার জন্য। কিন্তু একি! এরপরই তাঁদের মধ্যে লড়াই বাঁধতে দেখা যায়। পুলিশের বেশে তখন ইমরান অক্ষয়কে বলেন, 'রাবণ রামের সঙ্গে যুদ্ধ করার সাহস পেয়েছিলেন কারণ তিনি রামের বড় ভক্ত ছিলেন। আর আমি আপনার সঙ্গে লড়াই করার সাহস আপনার থেকেই পেয়েছি।'
ড্রাইভিং লাইসেন্স ছাড়া ভোপালের রাস্তায় গাড়ি চালাচ্ছিলেন বিজয়, ওরফে অক্ষয়। তখন তাঁর পথ আটকান ওমপ্রকাশ আগরওয়াল ওরফে ইমরান। বিনা লাইসেন্সে এত জোরে গাড়ি চালানোর জন্য ওমপ্রকাশ তাঁকে আটকান। এরপরই দুইয়ের মধ্যে তর্ক থেকে হাতাহাতি বাঁধতে দেখা যায়।
এটি মালায়লাম ছবি ড্রাইভিং লাইসেন্সের হিন্দি রিমেক। মূল ছবিতে পৃথ্বীরাজ এবং সুরজ ভেঞ্জারামোদুকে দেখা গিয়েছিল। সেলফিতে ম্যায় খিলাড়ি তু আনাড়ি গানটির রিমেক ভার্সন আছে। সেখানে এই দুই অভিনেতাকে এক সঙ্গে পা মেলাতে দেখা যাবে। আগামী ২৪ ফেব্রুয়ারি ছবিটি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে।