বলিউডের অন্যতম খ্যাতনামা সঙ্গীতশিল্পী হলেন শান ওরফে শান্তনু মুখোপাধ্যায়। তিনি মাঝে মধ্যেই অরিজিৎ সিংয়ের প্রশংসা করে থাকেন। কিন্তু এদিন কেন বললেন 'অরিজিৎ সিং শেষ'? নেপথ্যে রয়েছে কোন কারণ?
অরিজিৎ সিংকে নিয়ে শানের মন্তব্য
শান এদিন একটি সাক্ষাৎকারে জানান ভারতীয় সঙ্গীতের ধারা বদলাচ্ছে। একজন সঙ্গীতশিল্পীকে আর অপেক্ষা করে থাকতে হয় না ছবিতে গান গেয়ে খ্যাতি অর্জন করার জন্য। প্লেব্যাক করলেই যে বিখ্যাত হওয়া যায় সেই ধারণা অনেকটাই পাল্টাচ্ছে বলে মত তাঁর। একই সঙ্গে জানান এই যুগটা এখন অনেক বেশি র্যাপারদের। বাদশা, নেহা কক্কর, গুরু রান্ধওয়াদের যুগ এটা, দাবি শানের।
আরও পড়ুন: ভুলভুলাইয়া ৩-এর কাজ ফেলেই গোয়ার সমুদ্র সৈকতে তৃপ্তি! কার সঙ্গে ছুটি কাটাচ্ছেন নায়িকা?
এই কথা বলতে গিয়ে পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে শান জানান, অরিজিৎ হলেন শেষ মানুষ যিনি ছবির গান গেয়ে এতটা খ্যাতি পেয়েছেন। বর্ষীয়ান গায়কের কথা, 'আজ সঙ্গীত জগতে যত বড় নাম আছে সবাই হয় র্যাপার নইলে নিজেদের ব্যান্ড আছে বা ইউনিক কোনও মিউজিক স্টাইল আছে। অরিজিৎ সিং শেষ মানুষ যিনি ফিল্ম মিউজিক থেকে খ্যাতি পেয়েছেন। কিন্তু এখন অধিকাংশ গায়ক তাঁদের অ্যালবামের গান থেকেই খ্যাতি পায়। আজকাল ফিল্ম মিউজিক থেকে আর কোনও তারকা তৈরি হয় না।'
প্রসঙ্গত শান তাঁর গোটা কেরিয়ারে বহু হিট গান উপহার দিয়েছেন। তাঁর গাওয়া একাধিক ছবির গান আজও জনপ্রিয়। এর মধ্যে অবশ্যই উল্লেখযোগ্য মুসু মুসু হাসি, ও লড়কি হ্যায় কাঁহা, চান্দ সিফারিস, জব সে তেরে ন্যায়না, ইত্যাদি। তবে ৫১ বছর বয়সে এসে তিনি তাঁর কেরিয়ারের নতুন অধ্যায় শুরু করেছেন। এখন গায়ক হওয়ার পাশাপাশি তাঁর পরিচয় তিনি আরজে বা রেডিয়ো জকি। রেডিয়ো নেশায় তিনি এখন একটি শো সঞ্চালনা করেন।
আরও পড়ুন: নির্বাচনের কোপ ঋতুপর্ণা-প্রসেনজিতের ৫০ তম ছবিতে! পয়লা বৈশাখের বদলে কবে মুক্তি পেতে পারে ‘অযোগ্য’?
আরও পড়ুন: লোকসভার আগেই শুরু দলবদলের খেলা! BJD-র হাত ছেড়ে পদ্ম শিবিরে যোগ দেওয়ার হিড়িক ওড়িয়া অভিনেতাদের
বলিউড ব্যবহার করতে পারেনি শানকে
শান এদিন সাক্ষাৎকারে জানিয়েছেন, 'গত ১০-১৫ বছরে বলিউড আমায় সঠিক ভাবে ব্যবহার করতে পারেনি। কিন্তু স্রোতের সঙ্গে ভেসে চলতে হয়। তাই আমি এখন আমার শিল্পকে আরও উন্নত করায় মন দিয়েছি।'