বলিউডের খ্যাতনামা অভিনেত্রী শাবানা আজমি। সম্প্রতি 'রকি অর রানি কি প্রেম কাহানি'-তে দেখা গিয়েছে তাঁকে। ছবিতে তাঁর অভিনয় সকলের কাছেই প্রশংসিত হয়েছে। এক সাম্প্রতি সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ‘পরওয়ারিশ’ ছবির শ্যুটিং সেটে কীভাবে অপমানের মুখোমুখি হয়েছিলেন তিনি। এমনকি সেই সময় বলিউড ছেড়ে দেওয়ার কথা ভেবেছিলেন।
সম্প্রতি একটি সাক্ষাৎকারে শাবানা আজমি জানিয়েছেন, ‘পরওয়ারিশ’ ছবির সেটে কোরিওগ্রাফার হাতে প্রকাশ্যে অপমানিত হয়েছিলেন। যার ফলে অল্প বয়সেই কেরিয়ারে ইতি টানতে চেয়েছিলেন প্রবীণ অভিনেত্রী। ছবির পরিচালক মনমোহন দেশাই এই ঘটনার জন্য আজমির কাছে ক্ষমাও চেয়েছিলেন। সেটেই নাকি কাঁদতে শুরু করেছিলেন অভিনেত্রী। শ্যুটিংয়ের পোশাক পরেই খালি পায়ে সেট ছেড়ে বেরিয়ে যান তিনি। আরও পড়ুন: থাই স্লিট লাল ঝলমলে গাউন, জন্মদিন পার্টিতে হুমার সাজে মুগ্ধ নেটপাড়া
'পরওয়ারিশ' সেটে অপমানের কথা স্মরণ করলেন শাবানা আজমি
আদি পোচা-র সঙ্গে একটি পডকাস্টের সময়, শাবানা আজমি সেই সময়ের কথা মনে করেছিলেন যখন তিনি 'পরওয়ারিশ'-এর শ্যুটিং করছিলেন। অভিনেত্রী এমন একটি ঘটনা প্রকাশ করেছিলেন, যেখানে তিনি এতটাই অপমানিত বোধ করেছিলেন পুরোপুরি চলচ্চিত্র শিল্প ছেড়ে দিতে চেয়েছিলেন!
শাবানা আজমি বলেন, ‘আমি প্রাণ বাঁচাতে নাচতে পারি না। আমার বাম পায়ে দুটি চোট আছে। কামাল মাস্টারকে জিজ্ঞেস করেছিলাম, তিনি কোরিওগ্রাফার। আমি বললাম, ‘দয়া করে আমাকে রিহার্সাল দিন’। তিনি বললেন রিহার্সালের দরকার নেই। আপনাকে শুধু হাততালি দিতে হবে। আমি বললাম ঠিক আছে। কিন্তু যখন আমরা সেটে গেলাম, তখন এটি ছিল একটি পূর্ণাঙ্গ নাচের নম্বর। আমি নীতু সিং এর সঙ্গে ছিলাম বলে এটা খুবই ভয়ের ছিল। আমার ডান পা রাখা উচিত নাকি বাম পা রাখা উচিত তা বোঝার আগেই নীতু দুটি রিহার্সাল করে সেখানে বসে থাকতেন'।
নার্ভাসনেস থেকে, অভিনেত্রী তখন কোরিওগ্রাফারকে জিজ্ঞাসা করেছিলেন তিনি কয়েক ধাপ পরিবর্তন করতে পারেন কিনা। সেটে অনেক জুনিয়র শিল্পী ছিলেন। যেটা ঘটেছিল তা অভিনেত্রী আশা করেননি। তিনি স্মরণ করেন বলেন, ‘আচ্ছা, লাইট অফ। এখন শাবানা জি কমল ড্যান্স মাস্টারকে নাচের স্টেপ শেখাবেন। এটা এতই অপমানজনক এবং খারাপ লেগেছিল যে আমি সেট থেকে পালিয়ে গিয়েছিলাম। আমি একটি জঘন্য পোশাক পরেছিলাম, কিন্তু তাও বাইরে বেরিয়ে দেখি আমার গাড়ি নেই, তাই সেই পোশাক পরে আমি খালি পায়ে জুহুতে আমার বাড়ির দিকে হাঁটতে শুরু করি, কাঁদতে কাঁদতে বলি, ‘আমি আর কোনও হিন্দি ছবিতে কাজ করব না। আমি অপমানিত হতে চাই না'।
পরে অবশ্য পরিচালক মনমোহন দেশাই অভিনেত্রীর কাছে ক্ষমা চেয়েছিলেন। শাবানা আরও বলেছেন, ‘আমি মনে মনে বলেছিলাম এটি এমন কিছু যা আমি আর কখনও করব না। সেই অপমান এমন কিছু যা আমি আজও মনে লেগে আছে। এখন আমাকে কোনও ডান্স স্টেপ করতে হলে আমি এখন অনেক বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি, কিন্তু আবার টেনশনও হয়। ভয়ঙ্কর অভিজ্ঞতা’।
'পরওয়ারিশ' সম্পর্কে
১৯৭৭ সালে মুক্তি পেয়েছিল 'পরওয়ারিশ'। ছবিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, নীতু সিং, শাম্মি কাপুর এবং বিনোদ খান্না। ছবির পরিচালনা করেছেন মনমোহন দেশাই।