আম্বানি পরিবারের ছোট ছেলের প্রাক-বিবাহ অনুষ্ঠান। ৩ মার্চ সেখানেই অনুষ্ঠানের শেষপর্বে এসে জমিয়ে চলছিল পার্টি। শাহরুখের ছবি 'রা ওয়ান' থেকে ছম্মক ছলো গাইছিলেন মার্কিন হিপহপ গায়ক একন। তবে একটু অন্যভাবে। ঢোলের তালে ছম্মক ছলো গাইছিলেন তিনি। ঢোলের সঙ্গে এর আগে কখনও একন গান গেয়েছেন কিনা তা সত্যিই জানা নেই!
আর একনের সেই গানের সুরে একসঙ্গে জমিয়ে নাচতে দেখা গেল শাহরুখ-গৌরী, সলমন, সুহানাদের। নাচছিলেন হবু বর অনন্ত আম্বানি, রাধিকা মার্চেন্ট সহ আরও অনেকেই। একন গাইতে গাইতে সলমনকে জড়িয়ে ধরলেন। সলমনও খোশ মেজাজে নাচছিলেন। তাঁর পরনে জিন্স, কালো টিশার্ট, লাল জ্যাকেট। তাঁর ঠিক পিছনেই নাচছিলেন গৌরী খান। গৌরী পরেছিলেন জিন্স, সাদা টি-শার্ট সঙ্গে ব্লেজার। মেয়ে সুহানাকে জড়িয়ে ধরে নাচছিলেন শাহরুখ। সুহানা নীল ড্রেসের সঙ্গে চাপিয়ে নিয়েছিলেন কালো জ্যাকেট। শাহরুখকেও কালো পোশাকেই দেখা গেল। তাঁদের সঙ্গে দেখা গেল শানায়া কাপুরকেও। হবু কনে রাধিকাকে কখনও গায়ক একন, কখনও আবার সলমন খানের সঙ্গে নাচতে দেখা গেল। সকলেই ছিলেন পার্টি মুডে।
আরও পড়ুন-কোয়েলের কোমর জড়িয়ে জামনগর ছাড়ছেন প্রেমিক স্বামী অরিজিৎ, 'শিব-পার্বতী'র তকমা দিল নেটপাড়া
এদিকে ৩ মার্চ অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠানে সমস্ত লাইম লাইট কেড়ে নিয়েছিলেন শাহরুখ -গৌরী। জামনগরে আম্বানিদের অনুষ্ঠানে উদিত নারায়ণের গানের সঙ্গে রোম্যান্টিক মুডে ধরা দিয়েছিলেন তাঁরা। 'বীরজারা'র গানে স্ত্রীর সঙ্গে জমিয়ে নাচেন বাদশা। বিয়ের এতবছর পরেও শাহরুখ-গৌরীর প্রেম দেখে মুগ্ধনেটপাড়া। সকলেই প্রায় এক সুরে বলছেন, শাহরুখ-গৌরীর প্রেম সত্য়িই সিনেমার মতোই চিরন্তন।
এদিকে গুজরাটের জামনগরে রাধিকা এবং অনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন দেশে, বিদেশের বহু শিল্পী, তারকারা। প্রথমদিনে গান গেয়ে তাক লাগিয়েছেন রিহানা। নাচতে দেখা যায় শাহরুখ খান, সলমন খান, আমির খানকে। ধোনি সহ অমিতাভ বচ্চন, বহু ব্যক্তিত্বকে দেখা যায় এই অনুষ্ঠানে। মেয়ে রাহাকে নিয়ে এসেছিলেন রণবীর আলিয়াও। শেষদিনের অনুষ্ঠানের শ্রেয়া ঘোষাল, অরিজিতের যুগলবন্দি মন কাড়ে অনুরাগীদের।