তিনি অরিজিৎ সিং। তাঁর সুরের জাদুতে ভেসে যায় গোটা দেশ। মুগ্ধ বিদেশি সঙ্গীতপ্রেমীরাও। সেই অরিজিৎ আম্বানিদের অনুষ্ঠানে ডাক পাবেন না, তাও কি হয়! পেয়েছিলেন। সেই মতোই স্ত্রী কোয়েলের হাত ধরে অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে পৌঁছেও যান। ৩ মার্চ, শ্রেয়া ঘোষাল, অরিজিৎ সিং, প্রীতমদের সুরেলা পারফরমেন্স দিয়েই শেষ হয় এই মেগা অনুষ্ঠান।
অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিয়ের অনুষ্ঠানের ৩য় দিনে পারফর্ম করেন অরিজিৎ সিং, শ্রেয়া ঘোষাল, উদিত নারায়ণ, প্রীতম সহ আরও অনেকে। তাঁদের সেই সব অনুষ্ঠানের ভিডিয়ো রীতিমত ভাইরাল হয়েছে। রবিবার শ্রেয়া ঘোষাল এবং অরিজিৎ সিংয়ের যুগলবন্দিতে মুগ্ধ ছিলেন শ্রোতা-দর্শকরা। অরিজিৎ একাকীও তাঁর একাধিক গান পারফর্ম করেন।
তবে অনুষ্ঠান শেষে ফেরার পালা। অরিজিৎ যখন জামনগরের সেই অনুষ্ঠানস্থল থেকে বের হচ্ছেন তখন স্ত্রীকে আগলে রাখতে দেখা গেল গায়ককে। স্ত্রীর কোমর ধরে অনুষ্ঠানস্থল থেকে বের হতে দেখা যায় অরিজিৎকে। সেসময় অরিজিৎ পরেছিলেন ট্রাউজার, টি-শার্টের উপর চাপিয়ে নিয়েছিলেন জ্যাকেট। অন্যদিকে কোয়েল সিং-এর পরনে ছিল জিন্স ও গলাবন্ধ শোয়েটার, চোখে রোদচশমা, হাতে শাঁখাপলা। এক্কেবারেই ছিমছাম লুক। বের হওয়ার সময় অনুরাগীদের দিকে তাকিয়ে হাত নাড়েন অরিজিৎ। পাপারাৎজির উদ্দেশ্যে চুমু ছুড়ে দেন। তারপর স্ত্রীকে সঙ্গে নিয়ে বের হয়ে যান।
আরও পড়ুন-পিয়ার পোস্টের কমেন্টে অনুপম-প্রশ্মিতার ছবি, বেজায় রেগে গিয়ে কী লিখলেন গায়কের প্রাক্তন?
আরও পড়ুন-'কল্লু কা বিয়াহ'! প্রথমবার ভোজপুরী ছবিতে অভিনয়, কাজ করতে গিয়ে কোন সমস্যায় পড়েন খরাজ?
তবে এদিন আবারও অরিজিৎ-এর এই ভিডিয়োতে তাঁর প্রেমিক স্বামীর ইমেজটাই খুঁজে পেয়েছে নেটপাড়া। অরিজিৎ ও কোয়েলের ফ্যানপেজে উঠে এসেছে সেই মুহূর্তের ছবি ও ভিডিয়ো।
তবে এই প্রথম নয়, বারবার নেটপাড়ায় উঠে আসে অরিজিৎ-কোয়েলের রোম্যান্টিক মুহূর্ত। স্ত্রী কোয়েলকে সব সময়ের জন্য আগলে রাখেন অরিজিৎ। জিয়াগঞ্জ হোক, কিংবা দেশের অন্যত্র বা বিদেশ, অনুষ্ঠান ছাড়া সবসময়ই স্ত্রীর সঙ্গেই দেখা যায় অরিজিৎকে। আম্বানিদের অনুষ্ঠানেও আরও একবার সেই ছবিই উঠে এল। নেটপাড়ার কেউ কেউ আবার অরিজিৎ-কোয়েলের এই জুটিকে ‘শিব-পার্বতী’ জুটির তকমা দিয়েছেন। উঠে এসেছে আরও নানান মন্তব্য, তাতে অরিজিতের এই প্রেমিক স্বামীর ইমেজে মুগ্ধ নেটপাড়া।
প্রসঙ্গত, ১-৩ মার্চ তিন দিন ব্য়াপী আম্বানি পুত্রের প্রাক-বিবাহ অনুষ্ঠানে কে না ছিলেন না! হাজির ছিল প্রায় গোটা বলিউড। ছিলেন বিদেশের নামী, দামি ব্যক্তিত্বও। এসেছিলেন মাইক্রোসফটের সিইও বিল গেটস, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভাঙ্কা ট্রাম্প সহ বিশ্বের বিভিন্ন দেশের তারকা ও ক্রীড়া ব্যক্তিত্ব। সকলেই গুজরাটের জামনগরে আয়োজিত এই অনুষ্ঠানে দুর্দান্ত সময় কাটিয়েছেন বলে জানিয়েছেন।