শাহরুখ খান ভক্তদের জন্য সুখবর। এই সপ্তাহের শেষে আবারও কিং খানের একগুচ্ছ হিট ছবি বড় পর্দায় মুক্তি পাচ্ছে। তাই আপনি যদি কিং খানের ভক্ত হয়ে থাকেন তাহলে কিন্তু কোনও ভাবেই এই সুযোগ মিস করা যাবে না। সপ্তাহের শেষটায় দেখে নিতে পারেন শাহরুখের দিল তো পাগল হ্যায়, চক দে ইন্ডিয়া এবং দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে।
এই ছবিগুলোর প্রযোজনা সংস্থার তরফে এদিন ইনস্টাগ্রামে পোস্ট করে জানানো হয়েছে তাঁরা নস্টালজিয়া ফিল্ম ফেস্টিভ্যালের আয়োজন করতে চলেছেন। সেখানেই দেখানো হবে শাহরুখ খানের এই তিনটি ছবি। ১৯ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে এই ফিল্ম ফেস্টিভ্যাল। পিভিআর এবং আইনক্সে দেখা যাবে এই সিনেমাগুলো।
আরও পড়ুন: 'এত কেন ভাবেন?' ফাইটারের ট্রেলারের বিরোধিতা করে সরব পাক তারকারা, সপাটে জবাব দিয়ে কী বললেন পরিচালক?
আরও পড়ুন: বলিউডের তিন খানই এবার কপ ইউনিভার্সে! শাহরুখ-সলমন-আমিরকে নিয়ে ছবির পরিকল্পনা রোহিতের?
ফলে দর্শকরা যে এই সপ্তাহের শেষটা হলে বসে আবারও নস্টালজিয়ায় ভাসবেন বা সেটার সুযোগ পাবেন সেটা বলাই বাহুল্য। যাঁরা কখনও হলে গিয়ে এই ক্লাসিক ছবিগুলো দেখেননি তাঁদের কাছে এটা একটা বড় সুযোগ যে বলার অপেক্ষা রাখে না। এক ব্যক্তি এই সুখবর শেয়ার করে লেখেন, 'আপনাদের পছন্দের ছবির ম্যাজিক এবার আরও একবার বড় পর্দায়। নস্টালজিয়া ফিল্ম ফেস্টিভ্যাল দেখুন পিভিআর এবং আইনক্সে। চলবে ১৯ থেকে ২২ জানুয়ারি।'
এই বিষয়ে বলে রাখা ভালো এই ফিল্ম ফেস্টিভ্যালে টিকিটের দাম রাখা হয়েছে ১১২ টাকা করে যাতে সকলেই এই ছবিগুলো দেখতে পারেন। সকলের সাধ্যের মধ্যে থাকতে পারে টিকিটের দাম।
শাহরুখের যে তিনটি আবারও হলে দেখানো হবে সেগুলোর মধ্যে দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল। এই ছবিতে মুখ্য ভূমিকায় শাহরুখ খান এবং কাজল ছিলেন। ১৯৯৭ সালে মুক্তি পেয়েছিল দিল তো পাগল হ্যায়। এখানে ছিলেন শাহরুখ, মাধুরী দীক্ষিত, এবং করিশ্মা কাপুর। চক দে ইন্ডিয়া ছবিটি ২০০৭ সালে মুক্তি পেয়েছিল।
এই ফিল্ম ফেস্টিভ্যাল ভারতের কিছু নির্দিষ্ট শহরে অনুষ্ঠিত হবে। এর মধ্যে আছে মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা, পুনে, সুরাট, হায়দ্রাবাদ, কোচি, ইত্যাদি।