২০১৪-তে চেতন ভগতের 'টু স্টেটস' উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল ছবি। যেখানে অভিনয় করেছিলেন আলিয়া ভাট ও অর্জুন কাপুর। পরিচালক ছিলেন অভিষেক বর্মন। ছবিটা মন কেড়েছিল সিনেমাপ্রেমীদের। সম্প্রতি, সেই পরিচালক বিশাল ভরদ্বাজ জানিয়েছেন, তিনিও চেতন ভগতের ওই একই উপন্যাস অবলম্বনে সিনেমা বানাতে চেয়েছিলেন। আর সেটাও নাকি কিং খান শাহরুখকে নিয়ে। কিন্তু সেটা সম্ভব হয়নি।
কিন্তু কেন হয়নি সেই ছবি?
সম্প্রতি মিড ডে-কে দেওয়া সাক্ষাৎকারে বিশাল ভরদ্বাজ জানিয়েছেন, ‘শাহরুখের সঙ্গে আমি টু-স্টেটস ছবিটি করার বিষয়ে আলোচনা করি। তবে এর পটভূমি নিয়ে আমাদের মতভেদ ছিল। আমি শ্যুটিং সেট কলেজে নয়, ICICI-এর মতো একটা ব্যাঙ্কে করতে চেয়েছিলাম। সুতরাং, সেখানেই আমাদের মত পার্থক্য ছিল। শাহরুখ এই ছবির জন্য অন্যরকম পরিবেশে চেয়েছিলেন।’ তবে বিশাল ভরদ্বাজ বলেন, ‘শাহরুখ সবসময়ই বলেন এবং আমিও অনুভব করি যে আমাদের একসঙ্গে একটা ছবি করতে হবে।’
বিশাল ভরদ্বাজ জানান, ‘জওয়ান সিনেমার পরে আমাদের কথা হয়েছে এবং প্রতি বছর, যখনই জন্মদিন কিংবা অন্যকোনও সামাজিক অনুষ্ঠানে আমাদের দেখা হয়েছে তখনই আমাদের সেই একই কথা হয়েছে যে আমার আর ওঁর একসঙ্গে একটা সিনেমা করা উচিত। অর্থাৎ আমার আর শাহরুখের এই একই অনুভূতি আছে। আশা করছি আমরা এবার একসঙ্গে কোনও কাজ করব।’
মিস্টার মেহতা এবং মিসেস সিং নামে একটা ছবিতে আমির খানের সঙ্গেও কাজ করেছিলেন বিশাল ভরদ্বাজ। সাক্ষাৎকারে সেবিষয়েও কথা বলেছেন তিনি। বিশাল বলেন, ‘আমির যে ছবিগুলি করেন সে সম্পর্কেও ওঁর খুব শক্তিশালী সৃজনশীল দৃষ্টিভঙ্গি থাকে। আমির যখন ছবিটি করতে রাজি হয়েছিলেন, তখন তিনি হয়তো এটা নিয়ে ভাবেননি কিন্তু যখন আমরা শুটিং শুরু করতে যাব, তখন ওকে আমি ছবির বিষয়ে বলছিলাম উনি সেটা নিয়ে অস্বস্তিতে ছিলেন। আমির জানান, তিনি কিছু পরিবর্তন করতে চান এবং আমি ভেবেছিলাম, সেটাই ছবিটা তৈরি করার একমাত্র উপায়। জানিয়ে দিয়েছিলেন এই পরিবর্তন নাহলে তিনি ছবিটা করতে চান না।’
বিশাল বলেন, ‘আমি আর আমির আলাদা হয়েছি, কারণ আমরা দুজনেই ভীষণ শক্ত, আমাদের এমন কিছুতে কাজ করা উচিত যেখানে হয় আমি ওকে আমার ভাবনায় রাজি করাব বা ও আমাকে ওঁর ভাবনায় রাজি করাবে। জানি না সেই দিন কবে আসবে’।
বিশাল ভরদ্বাজ সম্প্রতি নেটফ্লিক্স ছবি খুফিয়া পরিচালনা করেছেন।