বাংলা নিউজ > বায়োস্কোপ > Sreelekha: 'মা কালীর নরকঙ্কালের মালায়...' জোজোর ছেলের গায়ের রং নিয়ে ট্রোল, খুদের হয়ে প্রতিবাদে গর্জে উঠলেন শ্রীলেখা

Sreelekha: 'মা কালীর নরকঙ্কালের মালায়...' জোজোর ছেলের গায়ের রং নিয়ে ট্রোল, খুদের হয়ে প্রতিবাদে গর্জে উঠলেন শ্রীলেখা

জোজোর ছেলের গায়ের রং নিয়ে ট্রোল, খুদের হয়ে প্রতিবাদে গর্জে উঠলেন শ্রীলেখা

Jojo-Sreelekha: শ্রীলেখা মিত্র অন্যায় দেখলে মোটেই চুপ করে থাকতে পারেন না। এবার আরও একবার প্রতিবাদে গর্জে উঠলেন তিনি। কারণ? জোজোর ছেলেকে নিয়ে হওয়া ট্রোল।

কিছু মাস আগে জোজোর ছেলেকে বিস্তর কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। না সেই খুদে কিছুই করেনি। কিন্তু তার গায়ের রঙের কারণে অযথা নানা কটূ মন্তব্য শুনতে হয়। তারপর জোজো নিজেই সেটার বিরোধিতা করেন। প্রতিবাদ করেন। এবার সম্প্রতি এতদিন পর যখন একটি অ্যাওয়ার্ড শোতে গায়িকার সঙ্গে শ্রীলেখার দেখা হয়, তখন জোজোর ছেলের সঙ্গে ছবি তুলে সেই ঘটনার বিরোধিতা করেন অভিনেত্রী।

আরও পড়ুন: হাতে বড় বড় নখ, হাইজিন বজায় রাখতে গান গাইতে গাইতেই ভরা মঞ্চে নখ কাটলেন অরিজিৎ! দেখুন কাণ্ড

কী লিখেছেন শ্রীলেখা?

এদিন শ্রীলেখা মিত্র জোজো এবং তাঁর ছেলের সঙ্গে একাধিক ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লেখেন, ‘এই মেয়েটির (জোজো) ফ্যান আমি বহুদিন থেকেই। জোজো ওর গানের জন্য তো বটেই মানুষ হিসেবেও আমার খুবই পছন্দের। কোনও মার প্যাঁচ নেই ওর মধ্যে। আর এখন তো ওর এসি হয়ে গিয়েছি আমি এই মিষ্টি পুচকুটাকে নিজের করার পর। কিন্তু শুনলাম ওকে নাকি ট্রোল করা হয়েছিল এই বাচ্চাটার কারণে। এটা আগে হলে মানতে অসুবিধা হতো, এখন আর হয় না। যত মানুষ চিনছি, তাদের কদর্য রূপ দেখছি ততই এই শ্রেণীর উপর বিদ্বেষ জন্মাচ্ছে। নিজেরা তো এমন কাজ করতে পারে না, কূপমুণ্ডকের দল। অন্যরা যে কাজ করছে সেটার প্রশংসা না করতে পারলে নিজেদের কালো মনের পরিচয় নিজেদের কাছেই রাখুন। নইলে মা কালীর নরকঙ্কালের মুণ্ডমালায় আপনার মুণ্ডুও থাকতে পারে।’

জোজো নিজেও এই পোস্ট আবার শেয়ার করেছেন তাঁর প্রোফাইলে। অনেকেই এই পোস্টে শ্রীলেখাকে সমর্থন করেছেন।

আরও পড়ুন: ক্রিকেটের মরশুমে নতুন রূপে সৃজিত, অনিন্দ্যর সঙ্গে জমিয়ে দিলেন RCB-GT এর ম্যাচের ধারাভাষ্য

আরও পড়ুন: সারেগামাপার অডিশনে গান না শুনে আড্ডা! অভিযোগ উঠতেই গৌরবের সাফাই, 'এটা প্রমাণিত হলে গান ছেড়ে দেব...'

কী ঘটেছিল জোজোর ছেলের সঙ্গে?

কিছু মাস আগে জোজো একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন তাঁর এবং তাঁর ছেলে আদির। সেখানে দেখা যাচ্ছে একটি শোতে যাওয়ার আগে সাজছেন গায়িকা। আর তখন মেকআপের সামগ্রী হাতে নিয়ে ছোট্ট আদি জিজ্ঞেস করেন 'এগুলো কী?' তাতে জোজো উত্তর দেন 'মেকআপ।' এরপর এই ভিডিয়োতে এক ব্যক্তি লেখেন, 'ভালো বাড়ির ছেলে দত্তক নিতে পারতে, মানায়নি।' এই কথা শুনেই ক্ষেপে যান তিনি। লাইভে বলে ওঠেন, ‘আমি ভালো বাড়ির ছেলে নিয়েছি না খারাপ বাড়ির ছেলে নিয়েছি, তাতে আপনার কী? আপনি খাওয়াচ্ছেন? আপনি পরাচ্ছেন? আপনি বলার কে। আমি জানি না ওঁনার সন্তান আছে কিনা, এত বড় মহিলা হয়ে ওঁনার জ্ঞান থাকা উচিত, দত্তক নেওয়ার সময় কেউ বেবিকে বেছে নিতে পারে না। আপনার বাচ্চাকে আমির খানের মতো দেখতে না হলে আপনার বাচ্চা নয়, বেচে দেবেন বাজারে? স্বামী হৃতিক রোশন না হলে চুমু খাবেন না? হ্যান্ডসাম লোকের সঙ্গে সম্পর্ক করবেন? আপনাদের মতো মানসিকভাবে অসুস্থ মহিলাদের জন্য বাকি মায়েরা বদনাম হন।’

বায়োস্কোপ খবর

Latest News

১৫ কিমি মানববন্ধনে 'মিশে গেল' শ্যামবাজার থেকে সোদপুর, ‘দিদির’ বিচার চাইছে খুদেরা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াডে ঢুকলেন আকাশ দীপ-যশ দয়াল, ফিরলেন পন্ত ‘ওঁর নতুন স্বামীই তো বলেছেন..’, সোহিনী-দীপ্সিতাকে দু'পাশে নিয়ে হাঁটতে চান কল্যাণ ভাদ্রপদের শেষ একাদশীতে পক্ষ পরিবর্তন করে শ্রীহরি, জেনে নিন তিথি ও পুজোর শুভ সময় 'ডাক্তারদের আন্দোলনের জন্য আমার ভাই চিকিৎসা পেল না, প্রাণটা গেল, জাস্টিস চাই' ১২ রানে আউট হয়েও সাঙ্গাকারার দুরন্ত রেকর্ড ভাঙলেন জো রুট, এলিট লিস্টে উঠলেন ছয়ে 'কেন ৩০ মিনিটের মধ্যে…' পলিগ্রাফ টেস্টে সঞ্জয়কে আর কী প্রশ্ন করা হয়েছিল? ‘অত্যাচারের সময় আমার মেয়েটা যখন মা-মা করে কাঁদছিল, সেই কান্নাটা রোজ কানে বাজে…’ পন্তের টেস্ট স্কোয়াডে ফেরা কার্যত পাকা, সোমবারই সুখবর পেতে পারেন বাংলার আকাশ দীপ প্রেমের বিয়েতে বাধা আসছে! রাধা অষ্টমীতে করুন এই কাজ, বাধা ঘুচবে শীঘ্র বিবাহ হবে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.