বছরের শুরুতে ধামাকা করেছিল শাহরুখ খানের পাঠান। এবার আসছে জাওয়ান আটলির পরিচালনায়। সম্প্রতিই ২ মিনিট ১২ সেকেন্ডের ‘জওয়ান’ প্রিভিউ ঝড় তুলেছে ইন্টারনেটে। মারকাটারি অ্যাকশন, হেলিকপ্টারে মারপিট, কার চেজিং, শাহরুখের নাচ নিয়ে একেবারে জমজমাট। আর শাহরুখের ন্যাড়া মাথা চেহাড়া তো টক অফ দ্য টাউন। মাত্র ২৪ ঘণ্টায়, সমস্ত মিডিয়া জুড়ে ১১২ মিলিয়ন ভিউজ পেয়েছে এই প্রিভিউ। ছবির মুক্তি পাওয়ার কথা ৭ সেপ্টেম্বর।
এবার সামনে এল জাওয়ানের নতুন পোস্টার। যাতে দেখা মিলল দক্ষিণের নায়িকা নয়নতারার। নয়নতারার ডেয়ার ডেভিল লুক ইতিমধ্যেই ভাইরাল। সোমবার এই পোস্টার শেয়ার করা হয় নির্মাতাদের তরফে, শেয়ার করেন স্বয়ং কিং খান নিজেও। শাহরুখ খান লেখেন, 'ঝড়ের আগে যে বাজ পড়ে ইনিও তাই! নয়নতারা।'
কালো পোশাক, কালো সানগ্লাস, হাতে বড় বন্দুক। নয়নতারাকেও যে ছবিজুড়ে অ্যাকশন মুডেই পাওয়া যাবে চতা বুঝিয়ে দিল পোস্টারখানাই। আর এবার বউয়ের দরাজ গলায় প্রশংসা করলেন দক্ষিণের বিখ্যাত পরিচালক বিঘ্নেশ শিবন। আরও পড়ুন: সুশান্ত মৃত্যু সম্পর্কিত মাদক মামলায় বড় স্বস্তি রিয়ার! জামিনের বিরোধিতা প্রত্যাহার করল সিবিআই
বিঘ্নেশ শাহরুখের টুইট শেয়ার করে লিখলেন, ‘খুশি আর তোমার জন্য গর্বিত নয়নতারা। শাহরুখ খান স্যারের একজন বড় ভক্ত তুমি। শুধুমাত্র শাহরুখের সিনেমাই দেখতে। আর সেখান থেকে ওঁর বিপরীতে, তাও এত বড় সিনেমায় অভিনয় করা সত্যিই বড় ব্যাপার। তোমার যাত্রা সবে শুরু হল। প্রিয় বউ, তুমিই অনুপ্রেরণা। আমাদের গোটা পরিবার তোমার জন্য গর্বিত।’ আরও পড়ুন: ‘আমার সঙ্গে দেখা করার ভিক্ষে চাইছে’, নাম না করে রণবীর-আলিয়ার বিয়ে ‘নকল’ বললেন কঙ্গনা?
৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলুগু ভাষায় মুক্তি পাবে এই ছবি। পাঠান বিশ্বব্যপী ১০০০ কোটির ব্যবসা করেছিল। আশা করা যাচ্ছে, শাহরুখের হোম প্রোডাকশনে তৈরি এই সিনেমাও পাঠানের মতোই সাড়া ফেলবে দেশজুড়ে। সবমিলিয়ে চলতি বছরটা শাহরুখেরই হতে চলেছে বলিউডে।
কাজের সূত্রে পাঠান ও জওয়ান-এর পর চলতি বছর শেষে ‘ডাঙ্কি’ নিয়ে হাজির হবেন শাহরুখ খান। সেই ছবিতে প্রথমবার রাজ কুমার হিরানির সঙ্গে জুটিতে থাকবেন কিং খান। ক্রিসমাসে মুক্তি পাওয়ার কথা ‘ডাঙ্কি’র। সঙ্গে সলমন খানের টাইগার ৩ ছবিতেও পাঠান হিসেবে কেমিও করার কথা রয়েছে।