বাংলা নিউজ > বায়োস্কোপ > Salman-Shah Rukh-Aamir: ফাওয়াদকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগেছেন সলমন-শাহরুখরা! পাক নায়িকার আজব দাবিতে তাজ্জব নেটপাড়া

Salman-Shah Rukh-Aamir: ফাওয়াদকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগেছেন সলমন-শাহরুখরা! পাক নায়িকার আজব দাবিতে তাজ্জব নেটপাড়া

ফাওয়াদকে নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগেছেন সলমন-শাহরুখরা! পাক নায়িকার অবাক করা দাবি

 Salman-Shah Rukh-Aamir: ফাওয়াদ খান-সহ প্রভিতাবান পাক শিল্পীদের দেখে চরম নিরাপত্তাহীনতায় ভুগেছেন বলিউডের তিন খান, আজব দাবি পাক অভিনেত্রীর। 

তিন দশক ধরে বলিউডে রাজত্ব চালাচ্ছেন তিন খান। তাঁদের এই সাম্রজ্যে বছর খানেক আগে আচমকাই আলোচনায় উঠে এসেছিলেন আরও এক খান। ফাওয়াদ খান। এই পাক তারকা ভারতীয় উপমহাদেশে দারুণ জনপ্রিয়। খুবসুরত, কাপুর অ্যান্ড সনসের মতো ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে সবার। তবে উড়ি, পুলওয়ামার মতো ঘটনা কাল হয়ে দাঁড়ায় বলিউডে পাক শিল্পীদের জন্য। সম্প্রতি বলিউডের তিন খানকে নিয়ে বেঁফাস মন্তব্য করেছেন পাক তারকা নাদিয়া খান। 

 পাকিস্তানি অভিনেত্রী এবং টিভি উপস্থাপক নাদিয়া খানের একটি ভিডিয়ো সোশ্যালে ভাইরাল, যেখানে তিনি দাবি করছেন যে 'খানরা' সহ শীর্ষস্থানীয় বলিউড অভিনেতারা পাকিস্তানের প্রতিভাবান শিল্পীদের নিরাপত্তাহীনতায় ভুগছেন। তিনি ‘ক্যায়া ড্রামা হ্যায় আনকাট’-এ এমন বেফাঁস মন্তব্য করেন। সেই নিয়ে হইচই নেটপাড়ায়। 

ভারতীয় অভিনেতাদের নিয়ে যা বললেন নাদিয়া খান

 

উর্দুতে তিনি বলেন, 'ভরতীয় ছবিতে কাজ করার পর ফাওয়াদ খান এবং অন্যান্য পাকিস্তানি সেলিব্রিটিরা ভারতে এতটাই জনপ্রিয় যে বলিউডের শীর্ষস্থানীয় কয়েকজন অভিনেতা তাদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তারা কেবল দুই দেশের মধ্যে একটি রাজনৈতিক ইস্যু তৈরি করার চেষ্টা করেছিল এবং আমাদের শিল্পীরা যাতে সেখানে নিষিদ্ধ হয় বিষয়টি নিশ্চিত করেছিল। শুধু ভারতীয় রাজনীতিবিদরাই নন, সেখানকার শীর্ষ অভিনেতারাও ভয় পেয়েছিলেন।

নাদিয়া আরও বলেন, 'শুধু সিনেমা হারানোর ভয় নয়, ভারতীয় জনগণ পাকিস্তানি অভিনেতাদের কতটা ভালোবাসতে শুরু করেছিল সেটাও জরুরি। তারা আমাদের প্রতিভাকে এতটাই ভয় পেয়েছিল যে তারা আমাদের নিষিদ্ধ করেছিল। সম্প্রতি আমাদের অভিনেতা ওয়াহাজ এবং বিলাল (ওয়াহাজ আলি এবং বিলাল আব্বাস খান) যা করেছেন তাতে ভারতীয় জনগণ তাদের প্রেমে হাবুডুবু খাচ্ছে.. ভারতের এই তারকারা ভাইরাল, ভারতে তাঁদের ফ্যান ফলোয়িং সম্পর্কে আপনার কোনও ধারণাই নেই। এমনকি খানরাও (আমির খান, শাহরুখ খান, সালমান খান) নিরাপত্তাহীনতায় ভুগছেন – 'এই ছেলেরা যদি আমাদের ছবিতে আসে, আমরা কী করব?

নাদিয়ার কথায় আপত্তি নেটপাড়ার

ভারতে ফাওয়াদ খান কিংবা পাক ড্রামার জনপ্রিয়তা প্রশ্নাতীত। তবুও খানেদের আসন সুরক্ষিত তা আলাদা করে বলতে হয় না। নাদিয়ার বক্তব্যের প্রতিক্রিয়ায় এক এক্স ব্যবহারকারী লেখেন, ‘বিভ্রান্তির একটি সীমা আছে’। একজন মজা করে লিখেছেন, ‘খানেরা ভয়ে কাঁপছে’।

কেউ কেউ নাদিয়ার সঙ্গে একমত। একজন লিখেছেন, ‘বন্ধুরা, আমি ভারতীয়। আমি আমার দেশকে ভালোবাসি, কিন্তু উনি যা বলছে তা সত্য; শীর্ষ অভিনেতাদের মধ্যে নিরাপত্তাহীনতার কারণেই তারা তাদের (পাকিস্তানি শিল্পীদের) নিষিদ্ধ করেছিল ... রণবীর কাপুর আগামী ৫০ বছরে হিন্দি সিনেমার সেরা অভিনেতা, তবে অ্যায় দিল হ্যায় মুশকিলে ফাওয়াদ খানের ১০ মিনিটের অভিনয় রণবীরকে ছাপিয়ে গিয়েছিল, নিরাপত্তাহীনতা তো থাকবেই’। 

পাক শিল্পীরা সত্যি ভারতে নিষিদ্ধ? 

২০১৯ সালে পুলওয়ামা হামলার পরবর্তী সময়ে ভারতে পাক শিল্পীদের কাজ করবার উপর সম্পূর্নরূপে নিষেধাজ্ঞা জারি হয়েছে বলিউডে। অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA)-এর তরফে জারি লিখিতভাবে এই প্রতিবন্ধকতা আরোপ করা হয়। যদিও পাকিস্তানি শিল্পীদের উপর ভারতে কাজ করা নিয়ে আনুষ্ঠানিকভাবে ভারত সরকারের পক্ষ থেকে কোনওদিনই কোনও নিষেধাজ্ঞা জারি করা হয়নি। তাই এই নিয়ে কোনও আইনি প্রতিবন্ধকতা নেই। 

গত বছর বম্বে হাইকোর্টে ফৈয়জ আনওয়ার কুরেশির পিটিশন খারিজ করে। যেখানে জনৈক আবেদন জানিয়েছিলেন, ‘বলিউডে পাক শিল্পীরা নিষিদ্ধ, আইন আনুক কেন্দ্র’। সেই পিটিশন খারিজ করে বিচারপতি সুনীল বি শুক্রে এবং বিচারপতি ফিরদৌস পি পুনিওয়াল্লার ডিভিশন বেঞ্চ জানিয়েছিল, ‘এমনটা ঘটলে শিল্প-সংস্কৃতির মাধ্যমে সৌহার্দ্য বাড়ানোর প্রয়াস, শান্তিরক্ষার চেষ্টা এবং একতার পরিবেশকে নষ্ট করবে’।

বায়োস্কোপ খবর

Latest News

‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড নিয়ে উঠল প্রশ্ন, দাহ করার জন্য কেন এত তাড়াহুড়ো? IND vs BAN: বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ১ম টেস্টর স্কোয়াড থেকে বাদ পড়লেন কারা? ক্যাবিনেট বৈঠকে পুলিশ কমিশনারকে সরানো নিয়ে সিদ্ধান্ত নিন, মমতাকে নির্দেশ বোসের অবশেষে স্লট পেল আনন্দী! অন্বেষা-ঋত্বিকের 'ঘরওয়াপসি'র জেরে বন্ধ হচ্ছে কোন মেগা? ‘মা তারাই ধ্বংস করুক অসুরদের’, RG করের তরুণী চিকিৎসকের বিচার চেয়ে তারাপীঠে যজ্ঞ পুজোয় বাধা দিলে ছাড়ব না, দুর্গোৎসবের আগেই মৌলবাদীদের সতর্ক করল বাংলাদেশ সরকার ১৫ কিমি মানববন্ধনে 'মিশে গেল' শ্যামবাজার থেকে সোদপুর, ‘দিদির’ বিচার চাইছে খুদেরা বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট স্কোয়াডে ঢুকলেন আকাশ দীপ-যশ দয়াল, ফিরলেন পন্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.