শাহিদ কাপুর শুধু একজন প্রতিভাবান অভিনেতা হিসেবেই নয়, বলিউডের অন্যতম সেরা নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত। তাঁর অভিনয়ের তালিকায় অনেক জনপ্রিয় নৃত্য রয়েছে যা ক্রমাগত দর্শকদের মন্ত্রমুগ্ধ করে। সম্প্রতি শহিদ একটি আসন্ন ইভেন্টের জন্য তাঁর নাচের রিহার্সালের একটি ঝলক শেয়ার করেছেন, যেখানে তাঁকে কিয়ারা আডবানি, জ্যাকলিন ফার্নান্ডেজ, বরুণ ধাওয়ান, টাইগার শ্রফদের সঙ্গে জনপ্রিয় গান ‘জুম্মা চুম্মা’তে নাচতে দেখা গিয়েছে।
কিয়ারা আডভানির সঙ্গে ‘জুম্মা চুম্মা’য় নেচেছেন শাহিদ কাপুর
শুক্রবার, ৬ অক্টোবর শাহিদ কাপুর ইনস্টাগ্রামে দোহায় তাঁর আসন্ন গ্র্যান্ড ইভেন্ট থেকে পর্দার পিছনের ভিডিয়ো শেয়ার করেছেন। ভিডিয়োতে শাহিদ তাঁর কবীর সিং ছবির সহ অভিনেত্রী কিয়ারা আডবানি সহ বলিউড সেলিব্রিটিদের সঙ্গে নাচের মহড়ার ঝলক শেয়ার করেছেন। অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজও পুরোদমে অনুশীলনে যোগ দেন। ভাইরাল ভিডিয়োতে বরুণ ধাওয়ান, টাইগার শ্রফ এবং অন্যদেরও দেখা গিয়েছে।
আরও পড়ুন: ভারতীয় ডিজাইনারের পোশাকে সেলেনা গোমেজ, পোশাকের নকশায় থাকল বিশেষ শ্রদ্ধার্ঘ্য
বরুণ ধাওয়ান এবং টাইগার শ্রফের সঙ্গে ‘মজা হি মজা’-তেও নেচেছেন শহিদ কাপুর
ভিডিয়োতে শাহিদ তাঁর ‘জাব উই মেট’ ছবির ‘মজা হি মজা’ গানের জনপ্রিয় হুক স্টেপটিতে পুনঃরায় নেচেছেন। অভিনেতার সঙ্গে নাচের স্টেপে পা মিলিয়েছেন বরুণ ধাওয়ান ও টাইগার শ্রফ। ভিডিয়োতে তিন অভিনেতাকে শক্তি ও উৎসাহের সঙ্গে দেখা গিয়েছে।
বরুণ তাঁর ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার করেছেন। শাহিদ, টাইগার, কিয়ারা, জ্যাকলিন, রাকুল প্রীত সিং এবং অন্যান্যরা রয়েছেন সেই ছবিতে।