বাংলা নিউজ > বায়োস্কোপ > Shahid Kapoor: 'হায়দার'-এর জন্য ১টাকাও নিইনি, ওরা আমাকে Afford-করতে পারত না: শাহিদ

Shahid Kapoor: 'হায়দার'-এর জন্য ১টাকাও নিইনি, ওরা আমাকে Afford-করতে পারত না: শাহিদ

শাহিদ কাপুর 'হায়দার'

শাহিদকে প্রশ্ন করা হয় তিনি আর কোনও ছবি বিনা পারিশ্রমিকে করেছেন কিনা? তখন শাহিদ জানান, নাহ. 'হায়দার' ব্যক্তিক্রম ছিল। এরপরই অভিনেতা মজা করে হেসে বলেন, ‘আরে আমাকে তো সংসারটাও চালাতে হবে।’ প্রসঙ্গত, হায়দারে শাহিদ ছাড়াও ছিলেন টাবু, কে কে মেনন, ইরফান খান এবং শ্রদ্ধা কাপুর।

সম্প্রতি 'ফর্জি' দিয়ে OTT-র দুনিয়ায় পা রেখেছেন শাহিদ কাপুর। পরিচালক জুটি রাজ অ্যান্ড ডিকে-র পরিচালনায় তৈরি হয়েছে এই সিরিজ। 'ফর্জি'র প্রচারেই সম্প্রতি এক সাক্ষাৎকার দেন শাহিদ। সেখানে কথায় কথায় উঠে আসে ২০১৪য় মুক্তি পাওয়া শাহিদের ছবি 'হায়দার'-এর কথা। সেই ছবিতেও শাহিদের অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন বহু সিনেমাপ্রেমী। যার পরিচালক ছিলেন বিশাল ভরদ্বাজ। সাক্ষাৎকারে শাহিদ জানান, তিনি নাকি 'হায়দার'-এ অভিনয়ের জন্য একটা টাকাও নেননি।

ঠিক কী বলেছেন শাহিদ কাপুর?

শাহিদ বলেন, ‘আমিই একমাত্র যে হায়দার এক্কেবারেই বিনামূল্যে করেছে। ওঁরা আমাকে afford (পারিশ্রমিক দিতে পারত না) করতে পারত না। ওঁরা বলেছিল যে ওঁদের যদি আমাকে টাকা দিতে হয়, তবে ছবির বাজেট পাশ হবে না। কারণ এটা একটা পরীক্ষামূলক বিষয় নিয়ে ছবি। ওঁরা জানতে না, ছবিটি আদৌ সফল হবে কিনা! তবে এই ছবি বানানোর প্রয়োজন ছিল। তাই আমি বলি, ঠিক আছে, আমি এটার জন্য কোনও টাকা নেব না, এমনিই করে দেব।’

আরও পড়ুন-রেকর্ড হল গান, কীভাবে মহালয়ার শ্যুটিং করলেন অভিনেতারা?

আরও পড়ুন-কোটি আর কতদূর? ‘জওয়ান’ মুক্তির ১৬ দিনের মাথায় বিশ্বব্যাপী শাহরুখের ছবির আয় কত!

আরও পড়ুন-রূপকথার বিয়ের রাজকীয় আয়োজন, নিয়ম ভেঙে বিয়ের অনুষ্ঠানের ভিডিয়ো ফাঁস ভাগ্যশ্রীর

<p>শাহিদ 'হায়দার'</p>

শাহিদ 'হায়দার'

শাহিদকে প্রশ্ন করা হয় তিনি আর কোনও ছবি বিনা পারিশ্রমিকে করেছেন কিনা? তখন শাহিদ জানান, নাহ. 'হায়দার' ব্যক্তিক্রম ছিল। এরপরই অভিনেতা মজা করে হেসে বলেন, ‘আরে আমাকে তো সংসারটাও চালাতে হবে।’ প্রসঙ্গত, হায়দারে শাহিদ ছাড়াও ছিলেন টাবু, কে কে মেনন, ইরফান খান এবং শ্রদ্ধা কাপুর। ‘হায়দার’ শেক্সপিয়রের হ্যামলেটের একটি রূপান্তর। এটি শহীদ কাপুরের সেরা কাজগুলির মধ্যে একটি বলে বিবেচিত হয়।

এদিকে 'ফর্জি' সিরিজে শাহিদ কাপুরকে দেখা গিয়েছেে প্রতারকের বেশে। এই সিরিজে দেখা গিয়েছে শিল্পীর মতো করে প্রতারণা করতে পারে শাহিদের চরিত্রটি। তাঁর চরিত্রটি ভালো আঁকতে পারে। তাই যে কোনও জিনিসের সহজেই ডুপ্লিকেট বানাতে পারে শাহিদের চরিত্রটি। এখানে টাকা জাল করতে দেখা যায় তাঁর চরিত্রটিকে। এই সিরিজে শাহিদের সঙ্গে দেখা গিয়েছে বিজয় সেতুপতিকেও।

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

হরিয়ানার ভোটে 'বাজিগর' বিজেপি, নেপথ্যে ধর্মেন্দ্র এবং এক বাঙালি জম্মু ও কাশ্মীরে মুখ থুবড়ে পড়ল BJP, উপত্যকায় কোন কাঁটায় বিদ্ধ পদ্ম? NC-কংগ্রেস ঝড়ে বিজেপি সভাপতিরও হার জম্মু-কশ্মীরে, কে হবেন পরবর্তী মুখ্যমন্ত্রী? Health Tips: পুজোর মরসুমে হঠাৎ অসুস্থতার হাত থেকে বাঁচাবে এই সবুজ ফল ‘দেখ কেমন লাগে…’, RG Kar-এর সিনিয়র ডাক্তারদের গণ ইস্তফা, সমর্থন কিঞ্জল-শ্রীলেখার এত বছরেও IPL জেতা হয়নি! দুধের স্বাদ ঘোলে মিটিয়ে দলকে শুভেচ্ছা প্রীতি জিন্টার… অভিষেকের মেয়েকে কুমন্তব্য, ২ জনকে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে,CBI দিল আদালত বুধের তুলায় গমন, ১০ অক্টোবর থেকে ৪ রাশির বাড়বে হয়রানি মা দুর্গার মাথার পিছনে বাসুকি, নিয়ম ভেঙেই সাঁওতালি মন্ত্রে পুজো করেন সরস্বতী! 'সংরক্ষণকে সরিয়ে দেব' রাহুলের বার্তা বুমেরাং হল হরিয়ানায়, দাবি বিজেপির

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.