বাংলা নিউজ > দেখতেই হবে > Mahalaya 2023: রেকর্ড হল মহালয়ার গান, কীভাবে শ্যুটিং করলেন অভিনেতারা?

Mahalaya 2023: রেকর্ড হল মহালয়ার গান, কীভাবে শ্যুটিং করলেন অভিনেতারা?

দুর্গাপুজোর আর কদিন বাকি যেন? এক মাসও না। দেখতে দেখতে পুজো চলেই এল!পাড়ায় পাড়ায় প্যান্ডেল বাঁধার যেমন তোড়জোড় চলছে, তেমনই চলছে শপিং। রেডিও সারানোর প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে। টেলিভিশনের পর্দায় মহিষাসুরমর্দিনী সম্প্রচারের জন্য শুট তো হয়ে গিয়েছে। এবার জি বাংলায় মহালয়া অনুষ্ঠানের নাম দেওয়া হয়েছে নবপত্রিকায় দেবী বরণ। চলুন দেখেনি কীভাবে হল 'মহালয়া'র অনুষ্ঠানের শ্যুটিং…