রাত পোহালেই বিয়ে। ২৪ সেপ্টেম্বর, রবিবার সাতপাকে বাঁধা পড়বেন পরিণীতি চোপড়া-রাঘব চাড্ডা। রাজস্থানের তাজ লীলা প্যালেসে চলেছে এলাহী আয়োজন। সেখানেই যে বসবে বিয়ের আসর। আয়োজন দেখে মনে হচ্ছে রূপকথার কোনও রাজকন্যার সঙ্গে রাজপুত্রের বিয়ে। হ্যাঁ, আম-আদমির কাছে এবিয়ে রাজকন্যা-রাজপুত্রের বিয়েই বটে। তবে এবিয়েতে অতিথিদের জন্য নিয়ম কড়া। ছবি বা ভিডিয়ো তোলা নাকি নিষিদ্ধ!
কিন্তু একী, নিয়ম যে ভেঙে ফেললেন ভাগ্যশ্রী! লীলা প্যালেসে এলাহী আয়োজন দেখে ক্যামেরাবন্দি করার লোভ সামলাতে পারলেন না তিনি। অনুষ্ঠানের বিভিন্ন আয়োজনের একাধিক ছবি ভিডিয়ো তো তুললেনই, আবার সোশ্যাল মিডিয়ায় ফাঁসও করে ফেললেন সেগুলি…
শনিবার লীলা প্যালেসে পরিণীতি-রাঘব চাড্ডার সঙ্গীত পার্টি হওয়ার কথা। তার থিম নাকি নয়ের দশক। ভাগ্যশ্রীর শেয়ার করা ভিডিয়োতে দেখা গেল এই বিয়ের সমস্ত অনুষ্ঠানই রাজকীয়, তবে তাতে কোনও পাশ্চাত্য সংস্কৃতির ছোঁয়া নেই, পুরোটাই দেশি। ভিডিয়োতে রাতের খাবারের ডাইনিং টেবিল থেকে সুইমিং পুল, জলাশয় দিয়ে ঘেরা বাগান, সেসবই আলোর রোশনাইয়ে সেজে উঠেছে। সেখানেই বসে গান গাইছেন রাজস্থানী শিল্পীরা। রাতের খাবরের টেবিল গোলাপ দিয়ে সাজানো। বিয়ের মণ্ডপেও নাকি থাকবে গোলাপ, কেন না পরিণীতির নাকি গোলাপই পছন্দ।
আরও পড়ুন-রাঘব-পরিণীতির বিয়ে, কী হতে চলেছে দম্পতির ভবিষ্যৎ, জানাচ্ছেন খ্যতনামা জ্যোতিষী
আরও পড়ুন-বিবেক অগ্নিহোত্রীর দ্য ভ্যাকসিন ওয়ার দেখে কী বলছেন সুধা মূর্তি?
আরও পড়ুন-'সেলিম খানও তোমার মাকে অত্যাচার করতেন, তুমিও শিখেছ', সলমনকে আক্রমণ করে, এখন সোমি বলছেন…
আরও পড়ুন-আম্বানিদের গণেশ পুজো, বিসর্জনে প্রেমিকের সঙ্গে জাহ্নবীর 'ভাসান ডান্স' ভাইরাল…
এদিকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিয়ের অনুষ্ঠানের আরও কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে।
শুক্রবারই কাকভোরে রাজস্থানের উদয়পুরের উদ্দেশ্যে রওনা দেব হবু বর-কনে। দিল্লি এয়ারপোর্টে লেন্সবন্দি হন রাঘব-পরিণীতি। লাল রঙা জ্যাম্পস্যুটে পরিণীতি যেন আরও উজ্জ্বল, সঙ্গে জড়িয়ে রেখেছিলেন গোলাপি রঙের শাল। কালো টি-শার্ট আর ব্লু ডেনিমে দেখা মিলল রাঘবের। বিয়ের অনুষ্ঠান ঘিরে চরম ব্যস্ততা রয়েছে, তাই ওইদিন পাপারাৎজিদের ক্যামেরায় পোজ দিলেন না কেউই। যদিও অভিনন্দন বার্তার জবাবে ধন্যবাদ জানাতে ভোলেননি রাঘব-পরিণীতি।
বর-কনে দুই পরিবারই পঞ্জাবি। তাই পঞ্জাবি রীতি-নীতি মেনেই হবে বিয়ের সব অনুষ্ঠান। ২৩ সেপ্টেম্বর অর্থাৎ শনিবার ‘ওয়েলকাম লাঞ্চ’-এর মাধ্যমে অনুষ্ঠানের শুরু। এইদিনই রয়েছে পরিণীতির ‘চূড়া সেরিমনি’। ২৪ সেপ্টেম্বর রবিবার রাঘবের ‘সেহরাবন্দি’-র মাধ্যমে শুরু হবে বিয়ের অনুষ্ঠান। ঘোড়ায় চড়ে নয়, নৌকা করে পরিণীতিকে বিয়ে করতে যাবেন রাঘব। এই হাই প্রোফাইল বিয়েতে হাজির থাকার কথা রাজনীতি ও ফিল্ম জগতের তারকাদের। তাই নিরাপত্তা ব্যবস্থার উপর বিশেষ নজর রাখা হচ্ছে।