সোমবার আসতেই বেশ অনেকটাই কমলো শয়তান ছবির আয়। সপ্তাহের শুরুতেই যেন অনেকটাই ফিকে হয়ে গেল শয়তানের দাপট। বিকাশ বহেল পরিচালিত এই ছবিটি সপ্তাহের শেষে জাঁকিয়ে ব্যবসা করলেও সোমবার অনকেটাই পড়ল আয়ের গ্রাফ। চারদিনে কত আয় করল এই ছবির?
শয়তান ছবির বক্স অফিস কালেকশন
শয়তান ছবিটি একটি আদ্যোপান্ত ভৌতিক ছবি। মুক্তি পাওয়ার পর প্রথম তিনদিন বক্স অফিসে বেশ ভালোই ব্যবসা করেছে এই ছবিটি। কিন্তু সোমবার এটি মাত্র ৭ কোটি টাকা আয় করেছে।
আরও পড়ুন: বড়পর্দায় আত্মপ্রকাশ করছেন আশা ভোঁসলের নাতনি জানাই! গর্বিত ঠাকুমা লিখলেন, 'ভীষণই উচ্ছ্বসিত...'
আরও পড়ুন: '১৫ দিনের জন্য আসত, তারপর ৪ মাস গায়েব হয়ে যেত...' ইরফান খানের জন্যই নিরাপত্তাহীনতায় ভুগতেন বাবিল!
মুক্তির দিন অর্থাৎ শুক্রবার, ৮ মার্চ বক্স অফিসে এটি ১৪.৭৫ কোটি টাকা আয় করেছে। শনিবার সেটা প্রায় ২৭.১২ শতাংশ বাড়ে। ফলে সেদিন বক্স অফিসে এই ছবিটি ১৮.৭৫ কোটি টাকা আয় করেছে। রবিবার এটি আরও ৯.৩৩ শতাংশ আয়ের পরিমাণ বেড়ে দাঁড়ায় ২০.৫ কোটি টাকায়। কিন্তু সোমবার আয়ের পরিমাণ ৬৫.৮৫ শতাংশ কমে হয় ৭ কোটি টাকা। ফলে ভারতীয় বক্স অফিসে এই ছবির মোট আয় চারদিন পর এখন দাঁড়িয়েছে ৬১ কোটি টাকায়। অন্যদিকে বিশ্বজুড়ে শয়তান আয় করেছে ৭৯.২৫ কোটি টাকা।
শয়তান প্রসঙ্গে
শয়তান ছবিটির পরিচালনা করেছেন বিকাশ বহেল। জিও স্টুডিয়োজ, দেবগন ফিল্মস, প্যানোরমা স্টুডিয়োজ নিবেদন করেছে এই ছবিটির। প্রযোজনার দায়িত্ব সামলেছেন জ্যোতি দেশপান্ডে, অজয় দেবগন, অভিষেক পাঠক, কুমার মঙ্গত পাঠক। এটি আদতে একটি গুজরাটি ছবির রিমেক। কৃষ্ণদেব ইয়াগ্নিক পরিচালিত সেই ছবিটির নাম ব্যাস। শয়তান ছবিতে অজয় দেবগন, আর মাধবন ছাড়াও আছেন জ্যোতিকা, জানকী বোডিওয়ালা, প্রমুখ।
অজয় দেবগনের অন্যান্য প্রজেক্ট
অজয় দেবগনকে আগামীতে ময়দান ছবিতে দেখা যাবে। এখানে অজয় দেবগন ছাড়াও আছেন গজরাজ রাও, প্রিয়মণি প্রমুখ। দেখা মিলবে একাধিক বাংলা তারকাদের। আছেন আরিয়ান ভৌমিক, রুদ্রনীল ঘোষ প্রমুখ। এটি ইদের দিন মুক্তি পাবে। এপ্রিল মাসে অজয়ের ময়দানের সঙ্গে মুখোমুখি হবে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের বড়ে মিয়া ছোটে মিয়া।