সদ্যই ঘোষণা করা হয়েছে তৃণমূলের এবারের লোকসভা নির্বাচনের প্রার্থী তালিকা। আর সেই এবার নাম নেই নুসরত জাহানের। তারপরই একটি রহস্যময় পোস্ট করে বসলেন অভিনেত্রী। কাকে উদ্দেশ্য করে লিখলেন এই পোস্ট?
নুসরত জাহানের নতুন পোস্ট
নুসরত জাহান এদিন একটি ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেখানে তাঁকে নীল রঙের একটি পোশাকে দেখা যাচ্ছে। কানে লম্বা দুল এবং হাতে স্মার্ট ওয়াচ। সামনে রাখা বিভিন্ন ধরনের খাবার এবং পানীয়। এই ছবিটি পোস্ট করে এদিন নুসরাত লেখেন, 'আমি টক (খারাপ) লোকজনের তুলনায় সাওরডো (এক ধরনের পাউরুটি) খেতে বেশি পছন্দ করি।'
আরও পড়ুন: চিকিৎসকের বারণ উপেক্ষা করে হুইলচেয়ারে বসেই ভুল ভুলাইয়া ৩ - এর কাজ শুরু করলেন আনিস বাজমি!
আরও পড়ুন: ব্রহ্মাস্ত্রর অফার ফেরানোয় ব্ল্যাকলিস্ট করা হয় সিদ্ধান্তকে! বললেন, 'পুরো বদনাম হয়ে গেছিল...'
এরপরই বিষয়টা অনেকেরই চোখে লেগেছে। তবে কি নুসরত ইঙ্গিত করলেন তৃণমূলের এবারের প্রার্থী তালিকাকে? গত ১০ জানুয়ারি জনগর্জন সভায় ঘোষিত হয় এবার লোকসভা নির্বাচনে কোন কেন্দ্রে কে লড়াই করছেন। আর বলাই বাহুল্য সেই তালিকা বেশ চমকপ্রদ ছিল।
চমক দিয়ে এবারের প্রার্থী তালিকায় মিমি চক্রবর্তী, নুসরত জাহানের নাম নেই। বরং নতুন মুখ হিসেবে এন্ট্রি নিয়েছেন দিদি নম্বর ওয়ান রচনা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই সোশ্যাল মিডিয়ায় চলছে নানা মিম, নানা ট্রোল। নুসরাতের টিকিট না পাওয়া নিয়েও করা হচ্ছে মন্তব্য। এবার এই পোস্টের মাধ্যমে অভিনেত্রী কি বিশেষ কোনও ইঙ্গিত দিলেন?
আরও পড়ুন: আবির গানে দোলের আগেই রাঙিয়ে দিলেন ইমন, বসন্ত উৎসবে মাতালেন ঊষা উত্থুপ - জোজো - ফকিরারা
কে কী বলছেন?
নুসরত এই পোস্ট করতে এক ব্যক্তি লেখেন, 'নুসরত জাহান এবার তোমাকে তৃণমূল টিকিট দেয়নি লোকসভা ভোটের জন্য জানি তাই তোমার খারাপ লেগেছে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিশ্চয় ব্যাপারটা ভেবে দেখবেন। তুমি কিন্তু তাই বলে বিজেপি জয়েন করো না।' কেউ আবার তাঁকে সন্দেশখালি কাণ্ড নিয়ে কটাক্ষ করেন।