শার্লিন চোপড়া সম্প্রতি এক সাক্ষাৎকারে দাবি করেছেন, শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রা তাঁকে বুঝিয়েছিল অর্ধ-নগ্ন ফোটোশ্যুট আর পর্ন ভিডিয়ো খুব স্বাভাবিক একটা ব্যাপার! এটা সবাই করে। শুধু তাই নয়, শার্লিনকে বলা হয়েছিল শিল্পার খুব পছন্দ হয়েছে তাঁর কাজ!
‘রাজ কুন্দ্রা’ পর্ন কেসে শুক্রবার নিজের বয়ান রেকর্ড করেছেন শার্লিন মুম্বই ক্রাইম ব্রাঞ্চের কাছে। আপাতত পুলিশি হেফাজতেই আছেন রাজ। তাঁর জামিনের আবেদন বারবার খারিজ হচ্ছে আদালতে, অথবা পিছিয়ে যাচ্ছে শুনানির তারিখ। রাজ কুন্দ্রা-র মামলায় নিজেকে রাজসাক্ষী হিসেবে বিচারব্যবস্থার সামনে তুলে ধরেছেন শার্লিন চোপড়া। একের পর এক অভিযোগ এনেছেন তিনি রাজের বিরুদ্ধে। সঙ্গে জানিয়েছেন, রাজের কথাতেই তিনি পর্ন শ্যুট করার জন্য রাজি হয়েছিলেন।
ইন্ডিয়া টুডে টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে শার্লিন দাবি করেছেন, ‘রাজ কুন্দ্রা আমার মেন্টর ছিল। ওঁ আমাকে ভুল পথে চালিত করেছে এই বলে, আমি যা করছি, সাটা গ্ল্যামার। আমাকে এমনটাও বলেছিল আমার ছবি আর ভিডিও শিল্পার ভালো লেগেছে। রাজ কুন্দ্রাই আমাকে বিশ্বাস করিয়েছিল অর্ধ-নগ্ন ফোটোশ্যুট ও পর্ন শ্যুট স্বাভাবিক একটা ব্যাপার। সবাই করে, আমারও করা উচিত।’

শার্লিন আরও জানান, তিনি যখন প্রথম রাজের সঙ্গে দেখা করেন, ভেবেছিলেন ‘বড় ব্রেক’ পেতে চলেছেন। কিন্তু সেটার পরিবর্তে তাঁকে দিয়ে ‘ভুল কাজ’ করিয়ে নেওয়া হয়েছে। Armsprime-র সঙ্গে নিজের কনট্র্যাক্ট প্রসঙ্গে বলতে গিয়ে শার্লিন জানান, প্রথমে তা ‘গ্ল্যামার ভিডিয়ো’ দিয়ে শুরু হলেও তা শেষের দিকে ‘নগ্ন ভিডিয়ো শ্যুট’-এ চলে গিয়েছিল।
শার্লিনের দাবি রাজ তাঁকে বারবার বলতেন, তাঁর এই সব ভিডিয়ো-ফোটো শিল্পার খুব পছন্দ হয়েছে। শিল্পা তাঁর কাজের প্রশংসা করেছে। আর তাতেই আরও সাহসী শ্যুট করার অনুপ্রেরণা পেতেন নাকি তিনি। তাঁর কথায়, ‘তোমার কাজ যখন শিল্পার মতো অভিনেত্রী প্রশংসা করে, তখন তো তোমার উৎসাহ আসবেই। আমারও মনে হত, আমার আরও বেশি এই ধরনের শ্যুট করা উচিত।’