টলিগঞ্জে ঝাঁকিয়ে বসেছে ডেঙ্গির থাবা। দিন কয়েক আগেই ডেঙ্গিতে আক্রান্ত হন অভিনেতা রুবেল দাস, এখন খানিকটা সুস্থ তিনি। টেলি অভিনেত্রী তথা মডেল সায়ন্তনী গুহঠাকুরতাও ডেঙ্গি আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে। শুক্রবারই ছুটি পেয়েছেন। ডেঙ্গির কবলে পড়ে হাসপাতালের বিছানায় শ্রীজাত! এর মাঝেই এল আরও এক খারাপ খবর। আরও পড়ুন-প্লেটলেট ৪১ হাজারে নেমে গিয়েছে ডেঙ্গি আক্রান্ত শ্রীজাতর! এখন কেমন আছেন কবি?
ডেঙ্গি আক্রান্ত বাংলা টেলিভিশনের ‘মুকুট’ শ্রাবণী ভুঁইয়া। বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ শ্রাবণী। ‘জীবনসাথী’, ‘মাধবীলতা’র মতো মেগায় দেখা মিলেছে তাঁর। মুকুট ধারাবাহিকেই শেষ দেখা গিয়েছিল তাঁকে। মা-কে নিয়ে সম্প্রতি বাইরে ঘুরতে গিয়েছিলেন শ্রাবণী। তারপর থেকেই জ্বর আসছে ঘনঘন। পরীক্ষার পর জানতে পারেন ডেঙ্গি আক্রান্ত তিনি। কাজের সূত্রে কলকাতায় থাকলেও কাঁথির মেয়ে শ্রাবণী। এই মুহূর্তে সেখানেই রয়েছেন।
আগের চেয়ে এখন অনেকটাই ভালো রয়েছেন শ্রাবণী। সবার শুভ কামনায় হাসপাতালে ভর্তি হতে হয়নি তাঁকে, বাড়িতেই চলছে চিকিৎসা। আসলে শ্রাবণীর জেঠু ডাক্তার, তাঁর তত্ত্বাবধানেই চলছে চিকিৎসা। রক্ত পরীক্ষার রিপোর্ট ভালো, প্লেটলেট বর্তমানে স্বাভাবিক রয়েছে। যদিও খুব দুর্বল হয়ে পড়েছন মেনে নিলেন সে কথা। অভিনেত্রী জানান, ‘মাঝে এমন অবস্থা হয়ে গিয়েছিল যে ভাষায় বলতে পারব না। প্লেটলেট এখন স্বাভাবিক। রক্ত পরীক্ষার রিপোর্টও আগের থেকে ভাল এসেছে। কিন্তু খুব দুর্বল হয়ে দিয়েছে আমাকে। ধীরে ধীরে সুস্থ হচ্ছি।’
আপতত দিন কয়েকের বিশ্রাম। কালীপুজোর পর কলকাতায় ফিরবেন শ্রাবণী। হাতে বেশ কিছু সিরিয়ালের অফার রয়েছে,সেই নিয়ে কথাবার্তাও চলছে। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। শ্রাবণী যদিও শ্যুটিং চলাকালীন ডেঙ্গি আক্রান্ত হয়নি, তবুও স্টুডিওপাড়ায় ডেঙ্গি নিয়ে বাড়ছে উদ্বেগ।
ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস আনন্দবাজারকে জানান, ‘মশার উৎস খোঁজার কাজ তো আমাদের নয়। এই দায়িত্ব কলকাতা কর্পোরেশনের। যাঁর স্টুডিয়ো তাঁরও দায়িত্ব’। ডেঙ্গি আক্রান্ত শিল্পীকে মশা কখন কামড়েছে সেটা আদৌ স্টুডিয়োয় কি না, তা ঠাওর করা কঠিন, তবে কোনও সংশ্লিষ্ট স্টু়ডিয়োর ক্ষেত্রে দেখি বার বার এই ঘটনা ঘটলে সর্তকতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
পুজো মিটতে না মিটতেই ফের ডেঙ্গির থাবা শহর জুড়ে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শুধু মহালয়া থেকে দশমী পর্যন্তই রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন প্রায় ৯ হাজার। বর্তমানে রাজ্য সরকারের তরফে ডেঙ্গি রুখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সদ্যই ডেঙ্গি পরিস্থিতি নিয়ে জেলাশাসক এবং সিএমওএইচদের নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যসচিব, হাজির ছিলেন স্বাস্থ্যসচিবও। পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। জনসাধারণকে সচেতন করতে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে।