ডেঙ্গি আক্রান্ত কবি তথা ‘মানবজমিন’ পরিচালক শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। শারদীয়া মিটতেই চিন্তার ভাঁজ শ্রীজাত ভক্তদের কপালে। মঙ্গলবার শহরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি হন কবি, তারপর থেকেই উদ্বিগ্ন অনুরাগীরা। কেমন আছেন তিনি? হাসপাতাল সূত্রে খবর, মঙ্গলবার সন্ধ্য়ায় তাঁর প্লেটলেট কাউন্ট কমে যায় ৪১ হাজারে। যদিও চিকিৎসকরা জানাচ্ছেন, শ্রীজাতর অবস্থা স্থিতিশীল। উদ্বেগের খুব বেশি কারণ নেই।
মঙ্গলবার থেকে জ্বর আসেনি শ্রীজাতর। বুধবার সকালে স্বাভাবিক প্রাতঃরাশ সারেন কবি। শ্রীজাতর প্লেটলেট কাউন্ট যাতে আর না কমে সেইদিকেই নজর রাখছেন চিকিৎসকরা। এদিন ফের তাঁর প্লেটলেট পরীক্ষার জন্য পাঠানো হয়েছে শ্রীজাতর। হাসপাতালে ভর্তির আগে তাঁর প্লেটলেট কাউন্ট ছিল ৬০ হাজার।
পুজো মিটতে না মিটতেই ফের ডেঙ্গির থাবা শহর জুড়ে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, শুধু মহালয়া থেকে দশমী পর্যন্তই রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন প্রায় ৯ হাজার। টলিউডেরও একের পর এক তারকা আক্রান্ত হচ্ছেন ডেঙ্গিতে। কিছুদিন আগেই ডেঙ্গি আক্রান্ত হয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায়। সম্প্রতি ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ‘নিম ফুলের মধু’র রুবেল দাস এবং অভিনেত্রী-মডেল সায়ন্তনী গুহঠাকুরতা। আপতত দুজনেই সুস্থ রয়েছেন।
গত কয়েকদিন ধরেই একটানা জ্বরে ভুগছিলেন ‘চল রাস্তায় সাজি ট্রামলাইন’-এর লেখক। জ্বর কমছিল না বলে চিকিৎসকদের মতো হাসপাতালে ভর্তি হন তিনি। বর্তমানে রাজ্য সরকারের তরফে ডেঙ্গি রুখতে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। সদ্যই ডেঙ্গি পরিস্থিতি নিয়ে জেলাশাসক এবং সিএমওএইচদের নিয়ে নবান্নে বৈঠক করেন মুখ্যসচিব, হাজির ছিলেন স্বাস্থ্যসচিবও। পরিস্থিতির দিকে নজর রাখছেন মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। জনসাধারণকে সচেতন করতে একাধিক উদ্যোগ নেওয়া হচ্ছে।