বাংলা নিউজ > বায়োস্কোপ > Shreyas Talpade: বন্ধ হয়ে গেছিল হার্ট, শ্রেয়স বাড়ি ফিরতেই স্ত্রী লিখলেন 'বিপর্যয়' কাটিয়ে ওঠার গল্প

Shreyas Talpade: বন্ধ হয়ে গেছিল হার্ট, শ্রেয়স বাড়ি ফিরতেই স্ত্রী লিখলেন 'বিপর্যয়' কাটিয়ে ওঠার গল্প

শ্রেয়স বাড়ি ফিরতেই স্ত্রী লিখলেন 'বিপর্যয়' কাটিয়ে ওঠার গল্প

Shreyas Talpade: গত সপ্তাহের বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হন শ্রেয়স তালপাড়ে। অবশেষে ছুটি পেয়ে বাড়ি গেলেন অভিনেতা।

গত বৃহস্পতিবার শুটিং থেকে ফিরে গুরুতর অসুস্থ হয়ে পড়েন গোলমাল অভিনেতা শ্রেয়স তালপাড়ে। হৃদরোগে আক্রান্ত হন তিনি। তড়িঘড়ি করে তাঁকে মুম্বইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশেষে সপ্তাহখানেকের মাথায় হাসপাতাল থেকে ছাড়া পেলেন শ্রেয়স। আর সেই খবর খোদ অভিনেতা স্ত্রী জানিয়েছেন। পোস্ট করেছেন তাঁদের একাধিক ছবিও।

ছুটি পেয়ে বাড়ি গেলেন শ্রেয়স তালপাড়ে

ওয়েলকাম টু দ্য জঙ্গল ছবির শুটিং থেকে ফিরে গত বৃহস্পতিবার অসুস্থ হয়ে পড়েন শ্রেয়স তালপাড়ে। হৃদরোগে আক্রান্ত হলে হাসপাতালে ভর্তি করানো মাত্রই তাঁর অ্যাঞ্জিওপ্লাস্টি করানো হয়। তারপর তাঁকে রাখা হয়েছিল আইসিইউতে। ধীরে ধীরে সুস্থ হতে থাকেন তিনি। অবশেষে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরলেন তিনি।

আরও পড়ুন: বদলের বার্তা দিয়ে প্রকাশ্যে প্রধানের টাইটেল ট্র্যাক, সারেগামাপার রথীজিতের গান যেন পারফেক্ট রক সং!

আরও পড়ুন: ক্যাটরিনার মেরি ক্রিসমাসের ট্রেলার ফেরাল অন্ধাধুনের স্মৃতি, পরতে পরতে লুকিয়ে রহস্য-উত্তেজনা

শ্রেয়স তালপাড়ের স্ত্রী দীপ্তি এদিন একাধিক ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। তাঁদের সেই ছবিগুলো পোস্ট করে অভিনেতার স্ত্রী লেখেন, 'আমার জীবন, শ্রেয়স সুস্থ স্বাভাবিক ভাবে বাড়ি চলে এসেছে। আমি ওর সঙ্গে খুব ঝগড়া করতাম যে কোথায় বিশ্বাস করতে হয় আর কোথায় নয় সেটা নিয়ে। আজ আমি আমার সেই প্রশ্নের উত্তর পেয়েছি। ঈশ্বর। আমাদের জীবনে যখন এত বড় বিপর্যয় নেমে এসেছিল তখন উনি সঙ্গে ছিলেন। আমি কখনও ওর অস্তিত্ব নিয়ে আর প্রশ্ন তুলব না।'

তাঁকে এই বিপদের সময় যাঁরা সাহায্য করেছেন সেই সমস্ত সহনাগরিকদের তিনি ধন্যবাদ জানিয়েছেন এই পোস্টে। জানিয়েছেন তাঁরা কীভাবে সেই সময় সাহায্য করছিলেন তাঁকে। এদিন তিনি তাঁর বন্ধু, পরিবার এবং সিনে দুনিয়াকেও ধন্যবাদ জানান এই বিপদে তাঁদের পাশে থাকার জন্য। সাহায্য করার জন্য। যে হাসপাতালে শ্রেয়স তালপাড়ে ভর্তি ছিলেন সেখানকার চিকিৎসক এবং স্টাফদের ধন্যবাদ জানিয়েছেন তাঁর স্বামীকে যত্ন নিয়ে সারিয়ে তোলার জন্য। বাদ দেননি ভক্তদের। তাঁর মতে সকলের প্রার্থনার জন্যই অভিনেতা এত জলদি সুস্থ হয়ে বাড়ি ফিরে ইলন।

শ্রেয়স তালপাড়ের বিষয়

শ্রেয়স তালপাড়ে বলিউডের একজন অতি পরিচিত মুখ। ওম শান্তি ওম, গোলমাল, ইত্যাদি ছবিতে কাজ করেছেন তিনি। কিন্তু গত ১৪ ডিসেম্বর অসুস্থ হয়ে পড়েন তিনি। তাঁর বন্ধু তথা অভিনেতা ববি দেওল জানান শ্রেয়সের নাকি ১০ মিনিটের জন্য হার্ট বন্ধও হয়ে যায়। কিন্তু সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন অভিনেতা।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

কার টাকায় সঞ্জয় রায় মদ খেয়েছিল?‌ আরজি কাণ্ডে সিবিআই চার্জশিটে নয়া মোড় দুঃসংবাদ আসতেই থামল গরবার উদযাপন! রতন টাটাকে শেষ শ্রদ্ধা জানালেন শিল্পীরা দুর্গাপুজো মণ্ডপে স্লোগান তোলা ৯ জনের পুলিশ হেফাজত, ধৃতরা কি ডাক্তার?‌ জো রুটের হাত ধরে টেস্ট দেখা মিলল শততম ২৫০+ স্কোরের! ইংরেজদের ঝুলিতে আরও রেকর্ড… দাদা রতন টাটার শেষকৃত্যে হাজির জিম্মি টাটা! ছিলেন অমিত শাহ-একনাথ শিন্ডেরাও রানি-কাজলদের মুখার্জি বাড়ির পুজোয় হাজির রণবীর কাপুর তাজ হোটেলে জঙ্গীহানা, টানা তিন দিন সামনের রাস্তায় দাঁড়িয়ে ছিলেন রতন টাটা আর মোবাইল আমদানি করবে না ভারত, সবই তৈরি হবে স্বদেশে: রিপোর্ট শিলাজিৎ-এর জন্মদিন, সেলিব্রেশনে হাজির হলেন কারা? সপ্তমীতে পুজো পরিক্রমায় বেরতেই ব্যারিকেড পুলিশের, মিছিল ঘিরে ধর্মতলায় অশান্তি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.