প্রধান মুক্তি পেতে আর ঠিক দুদিন বাকি। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে দেব অভিনীত ছবি প্রধান। তার ঠিক আগেই প্রকাশ্যে এল এই ছবির টাইটেল ট্র্যাক। গানটি গেয়েছেন সারেগামাপা খ্যাত রথীজিৎ ভট্টাচার্য।
মুক্তি পেল প্রধান ছবির টাইটেল ট্র্যাক
মুক্তি পেল প্রধান ছবির টাইটেল ট্র্যাক। গানটি গেয়েছেন রথীজিৎ ভট্টাচার্য। রথীজিৎকে প্রধানত দর্শকরা জি বাংলার সারেগামাপায় মেন্টরের ভূমিকায় দেখেছেন। তাঁর তৈরি করা এবং গাওয়া প্রধান টাইটেল ট্র্যাক এবার মুক্তি পেল।
আরও পড়ুন: ‘একেন বাবু’ করার আগে অনির্বাণ জানতেনই না এই চরিত্রর কথা! খোলামেলা আড্ডায় আর কী বললেন?
এই গানের ভিজ্যুয়ালে ধরা পড়েছে দীপক প্রধান হিসেবে দেবকে। পুলিশ অফিসারের ভূমিকায় ধর্মপুরে তিনি কীসের কীসের সাক্ষী থাকেন আর কী কী করেন সবটাই এখানে উঠে এসেছে। তাঁর সঙ্গে রয়েছেন সোহম চক্রবর্তীও। অন্যদিকে ধর্মপুরের প্রধান জটিলেশ্বর ওরফে অনির্বাণ চক্রবর্তীকেও দেখা গেল এই গানের ভিডিয়োতে। গানের লিরিক্সে উঠে এসেছে বিপদে পড়ে কীভাবে মানুষের পাশে থাকে প্রধান ওরফে দীপক প্রধান। দেওয়া হয়েছে বদলের বার্তা।
প্রধান প্রসঙ্গে
অভিজিৎ সেন পরিচালিত এই ছবিতে প্রধান ভূমিকায় দেখা যাবে দেবকে। তাঁর বিপরীতে এই ছবিতে প্রথমবার অভিনয় করলেন সৌমিতৃষা কুণ্ডু। এখানে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন পরাণ বন্দ্যোপাধ্যায়, অনির্বাণ চক্রবর্তী, মমতা শঙ্কর, সোহম চক্রবর্তী, বিশ্বনাথ বসু, প্রমুখ। এই ছবিতে দেবের চরিত্রের নাম দীপক প্রধান। তিনি একজন পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করেছেন।