বাংলা নিউজ > বায়োস্কোপ > Shruti Das on Atlee: ‘কালো ছেলে…’, শাহরুখের জাওয়ান পরিচালক অ্যাটলির সঙ্গে ভাইয়ের তুলনা ‘পাখি’ শ্রুতির

Shruti Das on Atlee: ‘কালো ছেলে…’, শাহরুখের জাওয়ান পরিচালক অ্যাটলির সঙ্গে ভাইয়ের তুলনা ‘পাখি’ শ্রুতির

অ্যাটলি কুমারের সঙ্গে নিজের ভাইয়ের তুলনা করলেন শ্রুতি দাস। 

‘রাঙা বউ’-খ্যাত অভিনেত্রী শ্রুতি দাস নিজের ভাইয়ের সঙ্গে তুলনা করেছেন অ্য়াটলির। ভাইকে ছোটবেলায় গায়ের রংয়ের জন্য কত কটাক্ষ শুনতে হয়েছে তা উল্লেখ করেছেন সামাজিক মাধ্যমের এক পোস্টে। আর তাতেই উঠে এসেছে জওয়ান পরিচালক অ্যাটলি কুমারের প্রশংসা। 

বক্স অফিসে রমরমা শাহরুখ খানের জওয়ানের। প্রথম দিনেই ৭০ কোটির উপর ব্যবসা করে ফেলেছে কিং খানের এই অ্যাকশন ফিল্ম। তবে শাহরুখের সঙ্গে আরও একটা নাম সবার মুখে মুখে ঘুরছে। তা হল ছবির প্রযোজক অ্যাটলি কুমার। দক্ষিণের ছবিতে কাজ করেছেন বেশি অ্যাটলি। তবে শাহরুখের সঙ্গে জওয়ান ছিল তাঁর ‘ড্রিম প্রোজেক্ট’। সেই স্বপ্নই পূরণ হয়েছে অবশেষে। জওয়ান তৈরির সময়তেই বাবা হয়েছেন। জীবনের সেই বিশেষ সময়তেও কোনও ছুটি নেয়নি ‘কালো ছেলেটা’। ভাবছেন হঠাৎ এরকম বর্ণ বিদ্বেষ কেন? টলিউডের ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শ্রুতি দাস আসলে নিজের ভাইয়ের সঙ্গে তুলনা করেছেন অ্য়াটলির। ভাইকে ছোটবেলায় গায়ের রংয়ের জন্য কত কটাক্ষ শুনতে হয়েছে তারও উল্লেখ করেছেন নিজের পোস্টে। লিখেছেন, ‘কালো ছেলে’ অ্যাটলির স্বপ্নপূরণে তিনিও গর্বিত। 

শ্রুতি লিখলেন, ‘কালো ছেলেটা দুনিয়া কাঁপিয়ে দিলো’। এরপরই সরাসরি ভাইয়ের প্রসঙ্গে আসেন তিনি। লেখেন, ‘আমার ভাই শাশ্বত দাস কালো। ছোট থেকে ও ফুটবলের পোকা। ও কাটোয়া কেডিআই স্কুলে যখন পড়ত তখন, স্কুলের মাঠে খেলতে যেত সেই সময়। শুনেছি ওকে নাকি বাকিরা নাইজেরিয়ান (সম্ভবত) ফুটবলার বলে বডিশেমিং করত (কালো বলে)।’

শ্রুতি লেখেন বাদ ছিল না পাড়া প্রতিবেশিরা। কিন্তু তিনি বিশেষ করে স্কুলে বুলি হওয়ার ঘটনাই বলতে চান। কারণ সম্প্রতি ওএমি ২ দেখে স্কুলে বাচ্চার উপর হওয়া মানসিক অত্যাচার একজন সচেতন নাগরিক হিসেবে তুলে ধরতে চান। 

শ্রুতি এরপরই লেখেন, ‘অ্যাটলি কুমারও নিশচয়ই কারওর ভাই। ছোট থেকে নিশ্চয়ই ওঁকেও অনেক কটুক্তি সহ্য করতে হয়েছে। উনি পেরেছেন। আমার আপনার ভাইরাও পারবে। আমাদের বাড়ির কালো ছেলেটাও সম্মান পাবে এবং মাথা তুলে দাঁড়াবে।’

পোস্টের শেষে শাহরুখের প্রশংসা করে লিখলেন, ‘সবশেষে একটা কথাই বলব শাহরুখ খান ছিলেন, আছেন আর থাকবেন। বুড্ঢা হোগা তেরা বাপ।’

এর আগে শ্রুতি নিজেও তাঁর উপর গায়ের রং নিয়ে হওয়া কটাক্ষের প্রতিবাদে মুখ খুলেছেন বারংবার। সরাসরি জবাব দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। শুধু তাই নয়, সাইবার ক্রাইম ডিপার্টমেন্টের সাহায্য নিয়ে অভিযোগ করেছেন যারা তাঁকে সোশ্যাল মিডিয়ার মুখোশের আড়ালে থেকে গায়ের রং নিয়ে আক্রমণ করেছে। কাজ করেছেন ‘ত্রিনয়নী’, ‘দেশের মাটি’-র মতো ধারাবাহিকে। বর্তমানে তাঁর দেখা মিলছে ‘রাঙা বউ’-তে পাখি চরিত্রে। 

বায়োস্কোপ খবর

Latest News

রান্নাঘরে রোম্যান্স নতুন বাবা-মা গৌরব-ঋদ্ধিমার, বন্ধ হচ্ছে ঘরে ঘরে জি বাংলা? ভজনলাল নাকি বসুন্ধরা, কাকে এগিয়ে রাখছেন গেহলট? কৌশলী মেজাজে দিলেন জবাব ‘আরও গাছ…’ হাঁসফাঁস গরমে বিশ্ব উষ্ণায়ন নিয়ে বার্তা দিয়েই ট্রোল্ড স্বস্তিকা! পর পর পড়ুয়ার আত্মহত্যা! নিয়ম মানছে কোটার কোচিং সেন্টারগুলি? নজর রাখছে প্রশাসন পঞ্জাবের বিরুদ্ধে ৬২ করে, অধিনায়ক হিসেবে ধোনির ১১ বছর আগের রেকর্ড ভাঙলেন রুতুরাজ দেবের বেলায় ‘মহানুভব’-রা জেগে ওঠেন না? ঘুরিয়ে মমতা ও অভিষেককে আক্রমণ কুণালের! নয়ডার রাস্তায় চারটি মেয়ের চুলোচুলি, নিমেষে ভাইরাল হল ভিডিয়ো প্লেন কিনতে চান শাহরুখ, বাঁকা মন্তব্য কমল হাসানের ‘সবকিছু জানার পরেও মোদী কেন চুপ’ প্রজ্জ্বলের যৌন কেলেঙ্কারি নিয়ে বিঁধলেন রাহুল Smart TV Facts: স্মার্ট টিভি কেনার আগে এই বিষয়গুলো জেনে রাখা জরুরি

Latest IPL News

তোমার যখন অভিষেক হয়েছিল, ন্যাপিতে ছিলাম- অমিত মিশ্রর বয়স নিয়ে চরম কটাক্ষ রোহিতের IPL-এর বাকি ম্যাচে অনিশ্চিত মায়াঙ্ক, তবে পেতে পারেন BCCI-এর পেস বোলিং চুক্তি বোলাররাই বেকার! HT বাংলায় নিজের বানানো পিচকে সেরার তকমা ইডেনের কিউরেটরের জামাই আদর পাচ্ছেন IPL-এ, সেই ইংরেজ তারকাই কপাল পোড়াচ্ছে KKR, RR-র T20 World Cup-IPL থেকে ছিটকে যাওয়া টিমের প্লেয়াররা ২১ মে পাড়ি দেবেন আমেরিকায় পাওয়াপ প্লে-তে একাধিক উইকেট হারিয়েই চাপ বাড়িয়েছি-রোহিতদের দোষারোপ করলেন হার্দিক T20 Wcup- Rohit, Virat নয়, এই ক্রিকেটারের মধ্যে এক্স ফ্যাক্টর আছে, বললেন ফ্লেমিং WC থেকে বাদ পড়া রিঙ্কুকে সঙ্গে নিয়েই মুম্বইয়ে শাহরুখ, মহানুভবতায় মুগ্ধ ভক্তরা IPL 2024- আবার চোট মায়াঙ্কের, দুশ্চিন্তায় LSG-র কোচ ল্যাঙ্গার ‘মিষ্টি ও বাজি কিনে এনেছিলাম….’, রিঙ্কু বিশ্বকাপের দলে না থাকায় হৃদয় ভাঙল বাবার

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.