বিনোদনের দুনিয়ায় নিজের নাম কামিয়েছেন অভিনেত্রী শ্রুতি দাস। একসময় তাঁর শ্যামলা গায়ের রং দেখে কতই না ট্রোল হত। ‘ময়লা গায়ের রং’ নিয়ে অনেকেরই মত ছিল, হতে পারবেন না নায়িকা। তবে সবাইকে ভুল প্রমাণ করেছেন শ্রুতি। ত্রিনয়নী, দেশের মাটি, রাঙা বউ--- তিন-তিনটি সফল সিনেমা উপহার দিয়েছেন। আর এখন তাঁকে দেখা যাবে বড় পর্দায়।
তবে অভিনেত্রী হিসেবে শ্রুতি যতটা সফল, ততটাই মেয়ে হিসেবে। মা-বাবার স্বপ্নপূরণ করতে সবরকম সীমা অতিক্রম করতে তিনি প্রস্তুত। কিছুদিন আগেই দিয়েছিলেন তিনি, নতুন ফ্ল্যাট কেনার খবর। আর মা-বাবার বিবাহবার্ষীকিতে দিলেন বিশেষ উপহার। একটি নেমপ্লেটের ছবি ভাগ করে নিলেন তিনি। দরজায় বড় বড় করে লেখা রয়েছে, ‘দাস’। আর দরজার পাশের দেওয়ালে সুন্দর কারুকার্য। রঙিন দেওয়ালে একটি সিনেমার ক্ল্যাপ বোর্ড। আর লেখা রয়েছে শ্রুতি, সুব্রত দাস, স্বরূপা দাস।
আরও পড়ুন: ‘কফি অর্ডার করতাম দীপিকা-অনুষ্কাদের জন্য’! অভিনয়ে আসার আগে কোন পেশায় ছিল পরিণীতি
ক্যাপশনে লিখলেন, ‘শ্রুতি দাস, আজ আমার মা-বাবার ৩০তম বিবাহবার্ষিকী। এই বছর বাবা-মাকে আমার উপহার দেওয়া দু চোখ ভরা এই স্বপ্ন। ধন্যবাদ @banikaakash আমার এই স্বপ্ন বাস্তবায়িত করার জন্য🙏🏽। অনেক ভালোবাসা @iswarna (স্বর্ণেন্দু সমাদ্দার) কে সবসময় মানসিক ভাবে পাশে থাকার জন্য❤️আর @swarupa.das.125 @subratadaskatwa আমার সব পরিশ্রম শুধুমাত্র তোমাদের ভালো রাখার জন্য। Happy 30th marriage anniversary’
২০২৩ সালে আইনি বিয়ে করেছিলেন শ্রুতি দাস। ত্রিনয়নী, রাঙা বউ পরিচালক স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে দীর্ঘদিনের প্রেমকে নাম দেন। তবে তাঁদের রেজিস্ট্রি বিয়েটা হলেও, সামাজিক বিয়েটা বাকি।
এর আগে দিদি নম্বর ১-এ এসেও এই ফ্ল্যাট কেনা নিয়ে শ্রুতি জানিয়েছিলেন, একই বিল্ডিংয়ের দুটি তলায় দুটি ফ্যাট কিনেছেন শ্রুতি। একটি স্বর্ণেন্দু সমাদ্দারের সঙ্গে যৌথ ভাবে। অপরটি তিনি কিনেছেন মা-বাবার জন্য। কলকাতা শহরে এই দুটি মানুষকে একটি ছাদ উপহার দেওয়ার স্বপ্ন যেমন পূরণ করেছেন, তেমনই বিয়ের পরও যাতে বেশি দূরে যেতে না হয়, নিশ্চিত করেছেন সেটা।
আরও পড়ুন: বোন তুলে খিস্তি পাপারাজ্জোর! ছেড়ে কথা বললেন না রণবীর, কী করলেন আলিয়ার বর?
এরপর শ্রুতিকে দেখা যাবে আমার বস সিনেমায়। শিবপ্রসাদ-নন্দিতার হাত ধরেই পা রাখছেন বড় পর্দায়। এই সিনেমায় তিনি কাজ করেছেন রাখি গুলজার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়দের সঙ্গে। সিনেমায় রয়েছেন শিবপ্রসাদ নিজেও।