মাত্র কয়েক সপ্তাহ হল শুরু হয়েছে সোনি চ্যানেলের নতুন রিয়েলিটি শো সুপারস্টার সিঙ্গার সিজন ৩। আর সেখানেই এবার অংশ নিয়েছেন বাংলার ছেলে শুভ। আর অল্পদিনেই তিনি সকলের নজর কেড়ে নিয়েছেন তাঁর গানের জাদু দিয়ে। সুফি স্পেশ্যাল পর্বে এদিন শুভ কোন গান গাইলেন?
সুপারস্টার সিঙ্গার ৩-এ শুভর গান
এতদিন নানা পর্বে নানা সময় অরিজিৎ সিংয়ের গান গেয়ে তাক লাগিয়েছেন শুভ। কুড়িয়েছেন প্রশংসা। এবার তিনি এআর রহমানের গান গেয়ে মুগ্ধ করলেন সকলকে। সম্প্রতি সোনি চ্যানেলের এই রিয়েলিটি শোতে সুফি স্পেশ্যাল পর্ব অনুষ্ঠিত হয়। সেখানেই শুভ তাঁর মেন্টর অরুণিতার সঙ্গে রণবীর কাপুর অভিনীত রকস্টার ছবির বিখ্যাত গান কুন ফায়া কুন গানটি গেয়ে শোনান।
আরও পড়ুন: 'এত প্যাচপ্যাচে গরম যে...' আইপিএলের মরশুমে পয়লা বৈশাখের আগে শহরে অনিন্দ্য, কীভাবে কাটাচ্ছেন নববর্ষ?
তিনি এমন ভাবে এআর রহমান, মোহিত চৌহান এবং জাভেদ আলির এই গানটি গেয়ে শোনান যে মুগ্ধ হয়ে যান সকলে। অন্যান্য মেন্টররা এদিন উঠে দাঁড়িয়ে তাঁকে স্ট্যান্ডিং ওভেশন দেন। অন্যদিকে প্রধান বিচারক নেহা কক্করও প্রশংসা করেন শুভর গানে। তাঁর পারফরমেন্সের শেষে নেহার চোখে জল চিকচিক করতেও দেখা যায়।
আরও পড়ুন: সৌরসেনীর জন্মদিনেই প্রেমের জল্পনায় সিলমোহর দিলেন নিখিল! শুভেচ্ছা জানিয়ে কী লিখলেন নুসরতের প্রাক্তন
সুপারস্টার সিঙ্গার ৩ প্রসঙ্গে
সুপারস্টার সিঙ্গার ৩ শোটি সোনি চ্যানেলে সম্প্রচারিত হয়। এটি প্রতি শনি এবং রবিবার রাত ৮টা নাগাদ সম্প্রচারিত হয়। এখানে বিচারকের আসনে আছেন নেহা কক্কর। অন্যতম মেন্টরের ভূমিকায় দেখা যাচ্ছে অরুণিতাকে ইন্ডিয়ান আইডল শেষ হওয়ার পর এই রিয়েলিটি শোটি শুরু হয়েছে।