বাংলা নিউজ > বায়োস্কোপ > Shweta Bachchan on Navya: ছেলে-মেয়ের মধ্যে ফারাক করেন অমিতাভের মেয়ে! নভ্যার পেট থেকে পিয়ার্সিং খুলে নেন শ্বেতা জোর করে

Shweta Bachchan on Navya: ছেলে-মেয়ের মধ্যে ফারাক করেন অমিতাভের মেয়ে! নভ্যার পেট থেকে পিয়ার্সিং খুলে নেন শ্বেতা জোর করে

মেয়ে নভ্যার পেট থেকে পিয়ার্সিং খুলে নেওয়ার কথা জানালেন শ্বেতা। 

অমিতাভ কন্যা সম্প্রতি এক সাক্ষাৎকারে বললেন ছেলে-মেয়েকে বড় করার সময় ফারাক করেছেন। মেয়ের প্রতি একটু বেশিই কঠোর ছিলেন। এমনকী জোর করে নভ্যার পেটের পিয়ার্সিংও খুলে নিয়েছিলেন শ্বেতা বচ্চন নন্দা।

মা-বাবা-ভাইয়ের মতো অভিনয়ে নামেনি অমিতাভ বচ্চন-কন্যা শ্বেতা বচ্চন নন্দা। তবে খবরে থাকেন হামেশাই। একইভাবে চর্চা চলে তাঁর দুই ছেলেমেয়ে নভ্যা নভেলি নন্দা আর অগস্ত্যকে নিয়ে। সম্প্রতি এক সাক্ষাৎকারে শ্বেতা মেনে নিলেন দুই সন্তানকে বড় করার সময় একচোখামি করেছেন। অনেক বেশি কঠোর ছিলেন তিনি মেয়ে নভ্যার ক্ষেত্রে।

সাংবাদিক বরখা দত্তের একটি আলাপচারিতায় অমিতাভের মেয়েকে প্রশ্ন করেছিলেন, তিনি নভ্যার প্রতি কঠোর ছিলেন কি না। তাতে শ্বেতা জবাব দেন, ‘আমি সত্যিই ওর উপর একটু কঠোর হয়েছি। কারণ আমি মনে করি মেয়েদের জন্য এই পৃথিবী অত সহজ নয়। আপনাকে আরও বেশি শক্তিশালী হতে হবে। এবং আরও বেশি সতর্ক থাকতে হবে।’

তিনি বলেন, ‘ওদের ব্যক্তিত্ব বেশ আলাদা। আমি মনে করি অগস্ত্য একটু ওলড সোল টাইপের। সেদিক থেকে নভ্যা অনেক সাধাসিধে। ওর কিছু বন্ধুবান্ধব বা সম্পর্কের প্রতি একটু বেশিই অ-বিশ্বাসী আমি। সুতরাং একটু বেশিই সজাগ থাকি একটু আধটু প্রশ্নও করি। তবে অবশ্যই সে যেভাবে চায় জীবন চালাতে পারে।’

শ্বেতা আরও জানান, যেটা নিয়ে তাঁর আর নভ্যার মধ্যে সবচেয়ে বেশি মতপার্থক্য হয়েছিল তা হল পেটে পিয়ার্সিং করা। অভিতাভের মেয়ে জানান, তিনি সেটা খুলে ফেলে দিয়েছিলেন।

শ্বেতা এই সাক্ষাৎকারে আরও জানান, ‘আমি মনে করি নভ্যার মধ্যে আমার মা রয়েছে। তার অনেক দৃঢ় প্রত্যয় রয়েছে, এবং সেটাকে বদলানো সহজ নয়। সে অনেক বিষয় নিয়ে উৎসাহী, সেগুলো নিয়ে তিনি মঞ্চে সোচ্চারও হতে পারেন সহজে এসে। একেবারেই আমার মতো নয়। আমিই বরং অনেক বেশি ঘাবড়ে যাই। একটু লাজুক।’

এর আগে নভ্যাকে শি দ্য পিপল-কে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, 'এরকম খানিকটা আমাদের বাড়িতেও রয়েছে। ধরুন, যখনই দেখি বাড়িতে কোনও অতিথি আসছেন আমার মা সবসময় আমাকেই এগিয়ে দেন তাঁদের স্বাগত জানানোর জন্য। কিংবা ধরুন, তাঁদের আপ্যায়নে যেন কোনও ত্রুটি না থাকে তা দেখভাল করার জয়। অদ্ভুত লাগে এই ভেবে যে আমার ভাইও তো রয়েছে, তাঁকে তো বলা হয় না। সেও তো আমারই মতো এই ব্যাপারগুলো সামলাতে পারে।'

নভ্যাও বিনোদন জগত নিয়ে উৎসাহিত নন। বাবার ব্যবসা সামলান। সঙ্গে কিছু এনজিওর সঙ্গেও কাজ করেন। অন্য দিকে, অগস্ত্য জলদি ডেবিউ করতে চলেছেন বলিউডে। জোয়া আখতারের নেটফ্লিক্স অরিজিনাল মুভি ‘দ্য অর্চিস’ দিয়ে।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন