বাংলা নিউজ > বায়োস্কোপ > Siddharth Anand on John Abraham: 'দেশভক্ত হয়েও..' জনের পিঠ চাপড়ে কোন কথা জানালেন পাঠান পরিচালক সিদ্ধার্থ?

Siddharth Anand on John Abraham: 'দেশভক্ত হয়েও..' জনের পিঠ চাপড়ে কোন কথা জানালেন পাঠান পরিচালক সিদ্ধার্থ?

জনের পিঠ চাপড়ে কোন কথা জানালেন পাঠান পরিচালক সিদ্ধার্থ?

Siddharth Anand on John Abraham: পাঠান ছবির জিমের প্রশংসায় সরব সিদ্ধার্থ আনন্দ। জানালেন জিমের চরিত্রে জন আব্রাহাম না থাকলে এই ছবিটা এই মাত্রা পেত না।

পাঠান ছবির সাফল্য, প্রশংসা, ইত্যাদিতে মগ্ন এখন এই ছবির পরিচালক সিদ্ধার্থ আনন্দ। সম্প্রতি তিনি এই ছবির মুখ্য খলচরিত্র জিমের বিষয়ে কথা বললেন। এই চরিত্রে জন আব্রাহামকে দেখা গিয়েছে। তিনি একজন আদ্যোপান্ত দেশভক্ত হয়েও যে এই ছবির জন্য দেশবিরোধীর চরিত্রে অভিনয় করতে রাজি হয়েছেন সেটার জন্য সাধুবাদ জানান সিদ্ধার্থ।

একটি নিউজ পোর্টালকে দেওয়া সাক্ষাৎকারে সিদ্ধার্থ জানান যে তাঁরা এই ছবিতে এমন একটা চরিত্র তৈরি করতে চেয়েছিলেন যেখানে যে কোনও মূলধারার নায়ক অভিনয় করতে রাজি হবেন। সেখানেই সিদ্ধার্থ বলেন যে তিনি জনের কাছে অত্যন্ত কৃতজ্ঞ যে তিনি একজন দেশভক্ত হয়েও দেশবিরোধীর চরিত্রে অভিনয় করেছেন। তাঁর মতে দেশাত্মবোধ কী সেটা জনের থেকে শেখা উচিত। পরিচালকের মতে জিমের চরিত্র ছাড়া পাঠান, পাঠান হতো না। ফিল্ম কোম্প্যানিয়নকে সাক্ষাৎকারে তিনি এমনটাই জানান।

এর আগেও পরিচালক জানিয়েছেন যে পাঠান ছবির এই মুখ্য খলনায়কের চরিত্র, জিমের জন্য তাঁর প্রথম এবং শেষ পছন্দ জন ছিলেন। তিনি জানিয়েছেন যে তিনি এমন এক ভিলেনের চরিত্র বানাতে চেয়েছেন যা দর্শক আজীবন মনে রাখবেন। পরিচালক বিশ্বাস করেন জনের চরিত্রের জন্য শাহরুখের চরিত্র এত বাহবা পেয়েছে।

গত ২৫ জানুয়ারি মুক্তি পেয়েছে পাঠান। এই ছবিতে বাদশাহকে র-এর এজেন্টের ভূমিকায় দেখা গিয়েছিল। এই ছবির হাত ধরে তিনি চার বছর পর বড় পর্দায় ফিরে আসেন। তাঁকে শেষবার তার আগে ২০১৮ সালে জিরো ছবিতে দেখা গিয়েছিল।

শাহরুখ ছাড়াও এখানে দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহামকে দেখা যায়। সঙ্গে আশুতোষ রানা এবং ডিম্পল কাপাডিয়া ছিলেন। এটির পরিচালনা করেছেন সিদ্ধার্থ আনন্দ এবং প্রযোজনা করেছে যশ রাজ ফিল্মস।

বন্ধ করুন