সিধু অর্থাৎ ক্যাকটাসের সিধু ওরফে সিদ্ধার্থ রায় মাঝে মধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানা তথ্য, ছবি, ভিডিয়ো পোস্ট করে থাকেন। এদিন তেমন ভাবেই একটি ঘরোয়া আড্ডার ভিডিয়ো পোস্ট করেন যেখানে তাঁকে খালি গলায় গান গাইতে শোনা যাচ্ছে।
সিধুর নতুন পোস্ট
সিধু এদিন তাঁদের একটি ঘরোয়া আড্ডার ভিডিয়ো পোস্ট করেন। সেখানে দেখা যাচ্ছে তাঁর সঙ্গে আরও অনেকেই সেখানে আছেন। একটি চেয়ারে হেলান দিয়ে বসে তিনি খালি গলায় গান গাইছেন। একটি লোকগান, কিছুদিন মনে মনে গাইতে শোনা যায় তাঁকে। তিনি যখন গান গাইছিলেন তখন অনেকেই তাঁর ভিডিয়ো করেন।
আরও পড়ুন: 'শুধরে যেতে পারি তোমায় পেয়ে...' ভেঙেছে একাধিক প্রেম, জন্মদিনে নতুন গানে সোহিনীকে কী প্রমিজ করলেন শোভন?
এই ভিডিয়োটি পোস্ট করে সিধু লেখেন, 'ঘরোয়া আড্ডায় সবসময় আমার প্রিয় গান গুলোই গাইতে ইচ্ছে করে। সেদিনের আসরে পছন্দের এই গানটা গাইলাম। তাই তোমাদের সাথে মুহূর্ত শেয়ার করে নিলাম। ভুল ত্রুটি মার্জনীয়!' ইতিমধ্যেই ৩৯ হাজারের বেশিবার শোনা হয়েছে এই গানটি। শেয়ার হয়েছে আরও কয়েক হাজারবার। অনেকে নানা মন্তব্য করেছেন তাঁর গান শুনে।
কে কী লিখলেন?
এক ব্যক্তি লেখেন, 'সিধুদার একটা সোলো গানের অ্যালবাম বেরিয়ে ছিল। সেটার একটা ভিডিয়ো করে দূরদর্শনে দেখানো হয়েছিল। তোমার চোখে বা এরকম কিছু ছিল। দয়া করে কেউ জানাবেন ওই গানের কথা বা অ্যালবামটির কথা? অন্য কোনও শিল্পীর গানও ছিল বোধহয় ওই অ্যালবামে।' আরেকজন লেখেন, 'অসাধারণ মুহুর্ত। এই মুহুর্তের আমিও একদিন সাক্ষী ছিলাম। একটা আলাদা আনন্দ, আলাদা অনুভূতি আমাদের জাগিয়ে দিয়ে যায়। আপনি ভালো থাকুন। সঙ্গীতে থাকুন।'
আরও পড়ুন: 'লাফিয়ে ঝাঁপিয়ে সারাদিন...' ৫৫ - তেও শিশুসুলভ অজয়! জন্মদিনে বর কী কী করেন ফাঁস করলেন কাজল
কেউ আরেকজন নিজের পরিচয় দিয়ে লেখেন, 'আপনার কথা রোজ একবার করে আমার হাসব্যান্ড বলে, কোনও একসময় আপনাদের পরিচয় ছিল। পাটুলিতে থাকতো তখন, এরকম গানের আড্ডা আরও কত কি নিয়ে আলোচনা হয়। এও বলে এখন আর চিনতে পারবেন কিনা জানি না! তাও কখনও দেখা হলে পরিচয় করব।' চতুর্থ ব্যক্তি লেখেন, 'আহা, একরাশ মুগ্ধতা, খুব ভালো লাগল।'