রাহুল বন্দ্যোপাধ্যায় টেলি জগতের অন্যতম চেনা নাম এবং মুখ। টলিউডেরও বটে। তিনি তাঁর অভিনয়ের দক্ষতায় মন কেড়েছেন দর্শকদের। তবে সেটা ছাড়াও তিনি এবং প্রিয়াঙ্কা সরকার অনেকের কাছেই উদাহরণ। এ যুগে দাঁড়িয়েও যে এভাবে সম্পর্ক টিকিয়ে রাখা যায় তাঁরা বুঝিয়েছেন। মাঝে কয়েক বছর আলাদা থাকার পর ছেলে সহজের কথা ভেবে তাঁরা কাছাকাছি এসেছেন আবারও। কিন্তু জানেন কি প্রিয়াঙ্কা মোটেই রাহুলের প্রথম প্রেম নন। তাহলে কে তিনি?
রাহুলের প্রথম প্রেম কে?
রাহুল বন্দ্যোপাধ্যায় এদিন একটি অনুষ্ঠানে অম্বরীশ ভট্টাচার্যর সঙ্গে কথা বলতে গিয়ে নিজের প্রথম প্রেম সম্পর্কে জানান। বলেন, ' আমার জীবনে এতবার প্রেম এসেছে আর এত সশব্দে যে কী বলি! আমি পরে জেনেছি, আগে পশ্চিমবঙ্গ জেনে গিয়েছে আমার প্রেমের কথা। আসলে প্রেমের কিছু শাশ্বত অনুভূতি আছে, এই যেমন এই অনুষ্ঠানে তার আসার কথা ছিল না কিন্তু এসেছে। আর হঠাৎ তার দিকে চোখ পড়লেই হৃদস্পন্দন মিস হবে আমার। আর সেটা প্রত্যেকবার হয়। খালি প্রথম প্রেমে হয় সেটা, এমন নয়। কিন্তু প্রথম প্রেমে কিছু আশ্চর্য ইউনিকনেস আছে যা পরে আমরা হারিয়ে ফেলি।'
আরও পড়ুন: 'শঙ্করা' অক্ষয়ের সঙ্গী অনন্যা-মাধবন, করণের ছবিতে ফাঁস হবে জালিয়ানওয়ালা বাগের কোন সত্য?
এরপর রাহুল কথায় কথায় জানান তাঁর প্রথম প্রেমিকার নাম ছিল বুলটি। সেই সম্পর্কের কথা স্মরণ করে তিনি এদিন বলেন, ' একটা সময় মেয়েরা ছেলেদের বন্ধু হয় না। তখন খেলা, ভোট, এসব নিয়েই মেতে থাকে। তারপর আচমকাই কাছে আসে। ঠিক তেমনই আমার প্রথম প্রেম ক্লাস ৫ পর্যন্ত আমাদের সঙ্গে খেলত। তারপর আলাদা হয়ে যায়। আবার ক্লাস ৯ এ ওকে যখন দেখি তখন ওকে অন্যরকম লাগে। একদম অন্যরকম। বুকে একটা কিছু হয়। ওর গানের ডাইরিকে হিংসা হতো। কারণ ও সেটা ওর বুকে জড়িয়ে থাকত আমায় নয়। ও যখন গানের ক্লাস, কোচিংয়ে যেত সাইকেল নিয়ে পিছু করতাম। চেন পড়ে যাওয়ার নাটক করে বেশিক্ষণ তাকাতাম।'
রাহুলের প্রথম চুমু
এদিন রাহুল তাঁর প্রথম চুমু খাওয়া স্মৃতি হাতড়ে বলেন, 'চন্দ্রবিন্দুর গানে আছে না কানা গলির ভিতর রঙিন ইস্টিশন। একেবারেই তাই। আমরা কানা গলায় খুঁজতাম যাতে কেউ না আসে, আর সেই ফাঁকে একটু চুমু খাওয়া যায়। সেবার আমি আর বুলটি এমনই এক কানা গলিতে চুমু খাব করে। আমাদের প্রথম চুমু। কিন্তু তখন সেখানে একটি মেয়ে এত বেসুরে হারমোনিয়াম বাজাচ্ছিল যে আমরা হেসে ফেলি আর আমাদের প্রথম চুমু ভেস্তে যায়।'
আরও পড়ুন: উত্তম কুমারের পর এবার শহরে ‘আসছেন’ সুচিত্রা সেন! কীভাবে?
পরিশেষে রাহুল জানান তিনি বর্তমানে তাঁর সংসার নিয়ে খুশি। বুলটিও এখন বিবাহিত এবং খুশি।